![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
জাতির মেয়ে হাসিনা যখন জাতির নাতনী পুতুলকে নিয়ে বাইডেনের সংগে ফটোসেশন করলো তখন মিডিয়ায় সেকি তুলকালাম, তারা বলতে শুরু করলো বাইডেন হাসিনার সংগে সেলফী তুলেছে এখানে একটা কথা পরিস্কার করা দরকার সেটা হলো হাসিনা কিন্তু বাইডেনের সংগে সেলফী তোলেনি বাইডেনই তুলেছে হাসিনার সংগে অর্থাৎ হাসিনা হলো বিশ্বনেত্রী অপর দিকে বাইডেন যদুমদু।
তারপর সুনাকের সংগে হাসিনার ছবিনিয়েও মারমার কাটকাট রব পড়ে গেলে সুনাক হাসিনার পায়ের কাছে পরে আকুতি মিনতি করছে। পেপার পত্রিক কাউয়া উচ্ছিষ্টভোগীরা দেশে তোলপাড় শুরু করে দিল।
একই ভাবে ট্রুডোর সংগে হাসিনার ছবি নিয়েও সেকি এক অবস্থা! বিশ্ব নেত্রী বলে কথা। পেপার পত্রিকা কাউয়া উচ্ছিষ্টভোগীদের দেশজুড়ে তোলপাড় এমন নেত্রী এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এবং ভবিষ্যতেও জন্মাবেনা!
সেই সময় লক্ষনীয় একটা বিষয় ছিল তাহলো তৎকালীন সময়ে যে যতবেশি শেখ পরিবারের বন্দনা গেয়েছি সে তত বেশি ডাকাতী করেছে; অর্থাৎ বন্দনা ছিল অন্যায়কে আড়াল করার হাতিয়া।
তারা অর্থাৎ আম্লিগ ভেবেছিল ট্রাম্প ক্ষতায় আসলেই ইউনূসকে তুড়িমেড়ে উড়ে দেবে কিন্তু এখন পর্যন্ত্ ইউনূসকে উড়ে দেওয়া কোন লক্ষণ আপাতত দেখছিনা।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূস কে সরাতে পারবে না নির্বাচনের আগে।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০১
জটিল ভাই ২.০ বলেছেন:
জাতিকে যে আরো কতোকিছুই দেখতে হবে!!!
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রফেসরের কপালে খারাপী আছে।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: বেশ।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
রাসেল বলেছেন: রজনীকান্ত সেন এর একটি গান মনে পড়লো
তুমি আমার অন্তঃস্থলের খবর জান,
ভাবতে প্রভু আমি লাজে মরি!
আমি দশের চোখে ধুলো দিয়ে
কী না ভাবি আর কি না করি!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: সব মিথ্যাতন্ত্রের চাপাবাজিরতন্ত্র মন্ত্র