নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১৬


(চুলকানী থাকলে এড়িয়ে চলুন / ট্যাগ লাগানোর আগে ভাবুন/ভাবতে শিখুন।)


নেকেই "পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে" এই শিরোনাম দেখেই লুঙ্গী খুলে ধুতি পড়া শুরু করবেন। ওয়েট ওয়েট একটু অপেক্ষা করুন তারপর না হয় ভারতীয় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাপিয়ে পরবেন।

৭ সালে ভারত পাকিস্তান ভাগ হয়। শুরু থেকেই দেশ দুটি বিপরীত মুখী। ভারতে গণতন্ত্র বিকশিত হয়েছে অন্যদিকে পাকিস্তানে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। ততকালীন পূর্ব পাকিস্তান জুলুম, নির্যাতন, শোষনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং অবশেষে ৭১ সালে রক্তক্ষয়ি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার সূর্য উদিত হয়; জন্ম নেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। তবে শুরু থেকে আমরা স্বাধীনতার প্রকৃত যে স্বাদ তা আমরা পাইনি। বাংলাদেশের মাথার উপর সবসময় থাকতো ভারতীয় বিষাক্ত ফনা, কানের কাছে দিনরাত সাতদিন হিস হিস করতো। হেজেমনি প্রতিষ্ঠার প্রথম ধাপই ছিল এটি। ঠিক যেমন ইহুদিরা জার্মানির ওপর তাদের হেজেমনি প্রতিষ্ঠা করতে পেরেছিল ঠিক সেভাবেই বাংলাদেশে হেজেমনি প্রতিষ্ঠা করেছিল এদেশিও একটা দালাল শ্রেণির মাধ্যমে।


বার একুট সাম্প্রতিক যুদ্ধের দিকে দৃষ্টি দেই----
রুশ-ইউক্রেন যুদ্ধ, ভারত-পাকিস্তান যুদ্ধ ও ইরান-ইসরাইল যুদ্ধে নিঃশ্চয় দেখেছেন দেশ রক্ষার জন্য প্রয়োজন অত্যাধুনিক সমরাস্ত্রের। সমরাস্ত্রে যে যত সমৃদ্ধ সে তত অন্যের ওপর ছড়ি ঘোড়ায়। ভারত আগ বাড়িয়ে যুদ্ধ করতে গিয়ে কীভাবে পাকিস্তানের হাতে মারা খেল সেটাও নিঃশ্চয় খেয়াল করেছেন?

মাদের চেতনার বণিকরা চেতনার খাতাকে ছোট করিয়ে দেখাতো। তারা ভয়ের দেওয়াল তৈরি করেছিল। ভয়ের গল্প শুনিয়ে আমাদের চুপ করিয়ে রেখেছিল। পড়শীকে ক্ষেপানোর দরকার নেই। তারা বড় দেশ আমরা ছোট দেশ তাই ছোট দেশের বড় অস্ত্রের দরকার কী? অর্থনীতি ছোট ইত্যাদি সীমাবদ্ধতার মিথ তৈরি করে।

এবার আসুন---
মাদের মাথাপিছু আয় ২৬০০-২৭০০ ডলার, জিডিপি ৪৮০ বিলিয়ন ডলার, জিডিপি গ্রোথ রেট ৪.৫%, বার্ষিক বাজেট ৭৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু আয় ১৫০০-১৬০০ ডলার, জিডিপি ৩৪০ বিলিয়ন ডলার, জিডিপি গ্রোথ রেট ২.৭%, বার্ষিক বাজেট ৬৫ বিলিয়ন ডলার যা আমাদের চেয়ে ১০ বিলিয়ন ডলার কম।

পাকিস্তানের আছে শাহীন ক্ষেপণাস্ত্র, গজনবী ক্ষেপণাস্ত্র, নাসর ক্ষেপণাস্ত্র, ফাতাহ ক্ষেপণাস্ত্র, বাবর ক্ষেপণাস্ত্র, আবদালী ক্ষেপণাস্ত্র এগুলো ছাড়াও পাকিস্তান বিভিন্ন ধরনের বিমান বিধ্বংসী এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি। পাকিস্তান চিনের সহায়তায় JF-17 Thunder যুদ্ধ বিমান তৈরি করেছে। পাকিস্তান তৈরি করেছে বুরাক কমব্যাট ড্রোন, সুইসাইড ড্রোন ও বেবি সাবমেরিন। পাকিস্তানের আছে ক্ষেপণাস্ত্র গবেষণা ও উন্নয়ন কর্মসূচি। সর্বোপরি তাদের আছে পরমানু অস্ত্র।

আমাদের কী আছে? পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে? পাকিস্তানের চেয়ে আমাদে অর্থনীতি ভালো তারপরও কেন আমরা পারলাম না? কারণ একটাই ভারতীয় হেজেমনি। তারা ভয়ের দেওয়াল তৈরি করেছিল, ভয়ের গল্প শুনিয়ে আমাদের চুপ করিয়ে রেখেছিল। একটি দালাল শ্রেণিকে দিয়ে মিথ তৈরি করেছিল দেশ ছোট, অর্থনীতি ছোট বড় অস্ত্রের দরকার কী?

মন্তব্য ৩৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভারতে অনেক অনেক বড় বড় আউলিয়ার জন্মস্থান। হযরত শাহ জালাল (রহ) প্রথমে ভারতেই এসেছিলেন।

এক মোদি সরকারের অত্যাচারের ফলে ভারতীয় জনগণ খারাপ, সেটা নাও হতে পারে।

অন্যদিকে, পাকিস্তানে অনেক বড় বড় ইসলামী চিন্তাবিদের জন্মস্থান। সেখানকার মানুষও জাতে খারাপ, সেটা হতে পারে না।

ঠিক এইভাবে, আমাদের দেশের সাধারণ মানুষ ভালো। অনেক অনেক বড় চিন্তাবিদের স্থান আমাদের ভূমিতে।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতের সব জনগন খারাপ না অনেক ভালো মানুষ আছে কিন্তু মোদী গংরা খারাপের দিকে নিয়ে যাচ্ছে।

২| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভারতীয় বর্তমান সরকার গায়ে পড়ে আমাদের সাথে লাগতে আসতেছে।

তারা পুশ ইন করে অন্যায় করছে।

তাই, বলে আমরাও আমাদের হিন্দু বাঁ বেহারী গোষ্ঠীকে ভারতের দিকে ঠেলে দিয়ে অন্যায় করবো?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত প্রতিবেশী সকলদেশের সংগে গায়ে পড়ে সমস্যা সৃষ্টি করতেছে। আমরা তাদের মতো অমানুষ না।

৩| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




শুধু যুদ্ধাস্ত্র দিয়ে একটি দেশের উন্নতি পরিমাপ করা যায় কি?

ইসরায়েল যুদ্ধাস্ত্রে আরবের দেশগুলোর চেয়ে এগিয়ে। তাই বলে, তারা আরবের দেশের মানুষদের চেয়ে বেশি উন্নত মানসিকতার, তা তো নয়!

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি জানি অনেকেই এই প্রশ্ন করতে পারেন। যুদ্ধাস্ত্র মোটেই উন্নতির মাপকাঠি নয়। শিক্ষা স্বাস্থ্য জীবন মানের উন্নয়ন উন্নতির মাপকাঠি কিন্তু। ভারত এখন গোমূত্রে চিতনাহীন অবস্থায় তাদের সম্প্রসারণবাদী মনোভাব রুখতে হলে ন্যূনতম আত্নরক্ষার সরঞ্জাম থাকতে হবে নচেৎ তার সবসময় সুযোগ খুঁজবে। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে কিন্তু তারা করেনা সেই সংগে বার্মাও একটা জঙ্গী রাষ্ট্র তাদেরকেও আমরা ঠেকাতে পারবোনা।

পাকিস্তান এতো কিছু করতে পারলো আমরা কেন পারলাম না? ভারত তাদের দালাল আম্লিগ ও আম্লিগের সহয়োগিদের দিয়ে যে হেজেমনি তৈরি করেছে তার কারণে আমাদের আজকের এই অবস্থা।

৪| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৫

ওমর খাইয়াম বলেছেন:




আপনি বলেছেন, আমাদের শুরু থেকে (১৯৭২ ) ভারত "হিস হিস করছিলো"; ১৯৭২ সালে আপনার বয়স কত ছিলো? আপনি হিস হিসের কি দেখেছেন?

তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী; বিশ্বের অন্যতম রাজনীতিবিদ ও বাংলাদেশের ঘনিষ্টতম বন্ধু। আপনার সমস্যা হচ্ছে, আপনি আন্তর্জাতিক রাজনীতি, ১৯৭২ সালের বিশ্বের রাজনীতি সম্পর্কে পুরোপুরি লিলিপুটিয়ান এবং আপনার চাচা মুক্তিযোদ্্ধা ছিলেন।

১৯৭২ সালে, রাজকারেরা পরাজিত হয়েছিলো; আপনি এখন সেই দলের সদস্য।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি জানি ভারতের বিরুদ্ধে কিছু বললে আপনি ক্ষ্যাপাটে হয়ে উঠবেন। আপনার মতো লোকদের কারনেই আমাদের আজকেই এই ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা। ভাতীয় হেজেমনি প্রতিষ্ঠার পিছনে আপনারা সুনিপূনভাবে কাজ করেছেন এখনো করছেন।



আপনি বলবেন কী পাকিস্তান এতো কিছু করতে পারলো আমরা কেন পারলাম না? আমাদের কেন ন্যূনতম প্রতিরক্ষা ব্যবস্থা নেই?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকিস্তানের চেয়ে আমাদের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা অনেক ভালো তারপর কেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতো দুর্বল?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশ কেন এখনো একটা বন্দুকও তৈরি করতে পারছেনা কারণ কী?

৫| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আওয়ামীলীগের মাধ্যমে আমাদেরকে দাবিয়ে রেখেছিল ভারত, এতোদিন আমাদের হাত-পা বাধা ছিল এখন আমরা মুক্ত।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম সত্যকথা।

৬| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৮

ওমর খাইয়াম বলেছেন:



বাংলাদেশ দরিদ্র দেশ ও শত্রু হীনদেশ, বাংলাদেশ প্রয়োজনের চেয়ে বেশী ব্যয় করছে প্রতি রক্ষায়। বনাগলাদেশের দরকার ৩০ হাজার সৈন্য ও ৩০০ অফিসার। বাংলাদেশ ১ বছরে ২০ লাখ রিজার্ভ সেনা তৈরিতে সক্ষম হবে।

আপনি কি কি ধরণের মিসাইল তৈরি করা শিখতে পারবেন আপনার এই জীবনে? বাংগালীরা সায়েন্ষ ও টেকনোলোজীতে দুর্বল। আপনি যথাসম্ভব প্রশ্নফাঁস।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রশ্নফাঁসের মূল কারিগর ছিল আম্লিগ, আম্লিগের গুন্ডারা পড়াশুনা করতো তাই প্রশ্নফাঁসের ব্যবস্থা করেছিল হাসিনা; এই প্রশ্নফাঁসের কারণে আমাদের দেশে কোন বিজ্ঞানী তৈরী হয়নি। বাংলাদেশকে মেধাশুন্য করার জন্য মুক্তিযোদ্ধা কোটা ছিল ৭০% এসবই ছিল ভারতের প্রেসক্রিশন।

৭| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২০

ওমর খাইয়াম বলেছেন:




আধুনিক অটোমেটিক রাইফেল তৈরির মতো কারখানা করার টেকনোলোজী ও ডিজাইন বাংলাদেশের নেই।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকিস্তান টেকনোলোজী ও ডিজাইন করতে পারলো বাংলাদেশ কেন পারলোনা?

৮| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৮

ওমর খাইয়াম বলেছেন:



যেকোন জামাত/শিবিরের মতো, কোন বিষয়ে আপনার সঠিক জ্ঞান নেই।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক জ্ঞান অন্বেষণের জন্য আপনার মতো জিঞ্জিরা ইঞ্জিনিয়াররা ব্যবস্থা গ্রহণ করলে দেশের উপকার হতো। আপনি দেশে এসে একটা টেকনোলজি প্রতিষ্ঠার করার ব্যবস্থা নিতে পারেন। আসবেন কি?

৯| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারত কোন ভাবেই চায়নি বাংলাদেশ উন্নতি করুক এবং সেটা হাসিনার মাধ্যমে বাস্তবায়ন করেছে। গুন্ডাদের পরীক্ষা পাশ ও চাকুরীর জন্য হাসিনা প্রশ্নফাঁসের ব্যবস্থা করেছিল।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত সবসময় চেয়েছে হাসিনা তথা বিশ্বাসঘাতকদের মাধ্যমে বাংলাদেশকে করদরাজ্য করতে।

১০| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ওমর খাইয়্যামকে আপনি জিঞ্জিরা ইঞ্জিনিয়ার বলেছেন। আর, দেশে এসে টেকনোলোজি ফার্ম দিতে বলছেন।

সেই টেকনোলোজি ফার্মের কি অবস্থা হবে বুঝতে পারছেন তো?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি সবসময় মিথ্যা বলেন। যেমন আগে তার পোস্টে প্রায়ই বলতো দেশে এসে বেকারদের জন্য কিছু করবে। সেটা এখনো করে চলছেন...........।

১১| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভালো বলেছেন

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার তাহলে ভালো লেগেছে? এটাই তো লেখার স্বার্থকতা।

১২| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৪

জিকোব্লগ বলেছেন:



পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে?
- সহজ উত্তর কোনো পাকিই রেন্ডিয়ার পা চাটে না,
কিন্তু এখনো ৩০-৪০% বাংলাদেশী, যাদের বেশির
-ভাগ জানোয়ার লীগ ও বামেরা, রেন্ডিয়ার পা চাটে।

তারমানে, দেশী রেন্ডিয়ান মীর জাফররেরাই দেশকে পিছে
রাখতে চাচ্ছে ।

ফলাফলে , পাকিরা তাদের সেনাপ্রধানের প্রতি সম্পূর্ণ
আস্থা রাখতে পারে , কিন্তু বাংলাদেশীরা তাদের বর্তমান
সেনাপ্রধানের উপর আস্থা রাখতে পারছে না।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের ভাদা মীরজাফররা এখনো পা চেটে যাচ্ছে।

১৩| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৬

কিরকুট বলেছেন: আমার কাছে কিছু ডলার আছে তা দিয়ে আপনাকে ফাকিস্তানের একটা একক পথের টিকেট কেটে দেই। কি বলেন?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কাছে কিছু ডলার থাকবে কেন? হাসিনা গংরা দেশ থেকে সমস্ত ডলার চুরি করে বিদেশে পাচার করেছে ওখান থেকে আপনারে ভাগ দেয় নাই?

আপডাউন টিকিট দেন ঘুইরা আসি আপনার ভারত তো ভিসা দেয়না তাই পাকিস্তান থেকেই এটা ট্যুর দিয়ে আসি। কি বলেন মন্দ হবেনা।

১৪| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩০

মেঘনা বলেছেন: আপনে কইতে চান ভারত জন্ম লগ্ন থিকাই বাংলাদেশ রে বাঁড়ার উপর খাড়া কইরা রাখছিল। তা আপনের ইউনুনু সরকার তথাকথিত ২৬ লক্ষ ভারতীয়র কয়ডা রে পুশব্যাক করাইছে। এ্যাডাও না কাঁচা করলা। কয়ডা দিপাক্ষিক চুক্তি বাতিল করছে। এড়াও না কাঁচা করলা । নাকি ইউনুনুর সাথেও স্বামী-স্ত্রী সম্পর্ক ?
আরে মূর্খ, পাকিস্তানরে তুই যতই বাপ ডাকোস না কেন পাকিস্তান তোরে জারজ সন্তানই মনে করে।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরে মূর্খ, পাকিস্তানরে তুই যতই বাপ ডাকোস না কেন পাকিস্তান তোরে জারজ সন্তানই মনে করে। এইসব অসংলগ্ন কথাবার্তা ব্লগীয় নীতিমালা ভঙ্গ হয় তাই রিপোর্ট করতে বাধ্য হবো।

১৫| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৫

মেঘনা বলেছেন: আপনের ইউনুনু সরকার তথাকথিত ২৬ লক্ষ ভারতীয়র কয়ডা রে পুশব্যাক করাইছে। এ্যাডাও না কাঁচা করলা। কয়ডা দিপাক্ষিক চুক্তি বাতিল করছে। এড়াও না কাঁচা করলা । নাকি ইউনুনুর সাথেও স্বামী-স্ত্রী সম্পর্ক ?

১৬| ০৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উপরে দিন মজুরদের ছেলে-মেয়েদের ব্লগে উক্তি-ঝুকি দেখতেছি!!!!

কি আর করবেন, মশিউর ভাই!!!

ভদ্রলোকদের আকাল পড়ছে ব্লগে।

১৭| ০৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০০

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: আপনার কাছে কিছু ডলার থাকবে কেন? হাসিনা গংরা দেশ থেকে সমস্ত ডলার চুরি করে বিদেশে পাচার করেছে ওখান থেকে আপনারে ভাগ দেয় নাই? আপডাউন টিকিট দেন ঘুইরা আসি আপনার ভারত তো ভিসা দেয়না তাই পাকিস্তান থেকেই এটা ট্যুর দিয়ে আসি। কি বলেন মন্দ হবেনা।

আপনাদের সব থেকে বড় সমস্যা জামাত শিবিরের বিপক্ষে কথা বলা মানেই ধরে নেন ভারতের দালাল । মাথার চিকিৎসা করান । অবশ্য মাথায় যদি জামাতিয় ঘিলু পাকাপাকি বসবাস করে কোণ চিকিৎসা নাই ।

১৮| ০৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের আছে 'চেতনা', যে চেতনার ঠ্যালায় একটা চোর পরিবারের ৫ সদস্যদের নামে দেশের ১০০০ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম করণ করা হয়, যে চেতনায় একটা লোকের জন্মশতবার্ষিকী পালন করে টানা দুই বছর যাবত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.