নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১৬


(চুলকানী থাকলে এড়িয়ে চলুন / ট্যাগ লাগানোর আগে ভাবুন/ভাবতে শিখুন।)


নেকেই "পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে" এই শিরোনাম দেখেই লুঙ্গী খুলে ধুতি পড়া শুরু করবেন। ওয়েট ওয়েট একটু অপেক্ষা করুন তারপর না হয় ভারতীয় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাপিয়ে পরবেন।

৭ সালে ভারত পাকিস্তান ভাগ হয়। শুরু থেকেই দেশ দুটি বিপরীত মুখী। ভারতে গণতন্ত্র বিকশিত হয়েছে অন্যদিকে পাকিস্তানে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। ততকালীন পূর্ব পাকিস্তান জুলুম, নির্যাতন, শোষনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং অবশেষে ৭১ সালে রক্তক্ষয়ি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার সূর্য উদিত হয়; জন্ম নেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। তবে শুরু থেকে আমরা স্বাধীনতার প্রকৃত যে স্বাদ তা আমরা পাইনি। বাংলাদেশের মাথার উপর সবসময় থাকতো ভারতীয় বিষাক্ত ফনা, কানের কাছে দিনরাত সাতদিন হিস হিস করতো। হেজেমনি প্রতিষ্ঠার প্রথম ধাপই ছিল এটি। ঠিক যেমন ইহুদিরা জার্মানির ওপর তাদের হেজেমনি প্রতিষ্ঠা করতে পেরেছিল ঠিক সেভাবেই বাংলাদেশে হেজেমনি প্রতিষ্ঠা করেছিল এদেশিও একটা দালাল শ্রেণির মাধ্যমে।


বার একুট সাম্প্রতিক যুদ্ধের দিকে দৃষ্টি দেই----
রুশ-ইউক্রেন যুদ্ধ, ভারত-পাকিস্তান যুদ্ধ ও ইরান-ইসরাইল যুদ্ধে নিঃশ্চয় দেখেছেন দেশ রক্ষার জন্য প্রয়োজন অত্যাধুনিক সমরাস্ত্রের। সমরাস্ত্রে যে যত সমৃদ্ধ সে তত অন্যের ওপর ছড়ি ঘোড়ায়। ভারত আগ বাড়িয়ে যুদ্ধ করতে গিয়ে কীভাবে পাকিস্তানের হাতে মারা খেল সেটাও নিঃশ্চয় খেয়াল করেছেন?

মাদের চেতনার বণিকরা চেতনার খাতাকে ছোট করিয়ে দেখাতো। তারা ভয়ের দেওয়াল তৈরি করেছিল। ভয়ের গল্প শুনিয়ে আমাদের চুপ করিয়ে রেখেছিল। পড়শীকে ক্ষেপানোর দরকার নেই। তারা বড় দেশ আমরা ছোট দেশ তাই ছোট দেশের বড় অস্ত্রের দরকার কী? অর্থনীতি ছোট ইত্যাদি সীমাবদ্ধতার মিথ তৈরি করে।

এবার আসুন---
মাদের মাথাপিছু আয় ২৬০০-২৭০০ ডলার, জিডিপি ৪৮০ বিলিয়ন ডলার, জিডিপি গ্রোথ রেট ৪.৫%, বার্ষিক বাজেট ৭৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু আয় ১৫০০-১৬০০ ডলার, জিডিপি ৩৪০ বিলিয়ন ডলার, জিডিপি গ্রোথ রেট ২.৭%, বার্ষিক বাজেট ৬৫ বিলিয়ন ডলার যা আমাদের চেয়ে ১০ বিলিয়ন ডলার কম।

পাকিস্তানের আছে শাহীন ক্ষেপণাস্ত্র, গজনবী ক্ষেপণাস্ত্র, নাসর ক্ষেপণাস্ত্র, ফাতাহ ক্ষেপণাস্ত্র, বাবর ক্ষেপণাস্ত্র, আবদালী ক্ষেপণাস্ত্র এগুলো ছাড়াও পাকিস্তান বিভিন্ন ধরনের বিমান বিধ্বংসী এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি। পাকিস্তান চিনের সহায়তায় JF-17 Thunder যুদ্ধ বিমান তৈরি করেছে। পাকিস্তান তৈরি করেছে বুরাক কমব্যাট ড্রোন, সুইসাইড ড্রোন ও বেবি সাবমেরিন। পাকিস্তানের আছে ক্ষেপণাস্ত্র গবেষণা ও উন্নয়ন কর্মসূচি। সর্বোপরি তাদের আছে পরমানু অস্ত্র।

আমাদের কী আছে? পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে? পাকিস্তানের চেয়ে আমাদে অর্থনীতি ভালো তারপরও কেন আমরা পারলাম না? কারণ একটাই ভারতীয় হেজেমনি। তারা ভয়ের দেওয়াল তৈরি করেছিল, ভয়ের গল্প শুনিয়ে আমাদের চুপ করিয়ে রেখেছিল। একটি দালাল শ্রেণিকে দিয়ে মিথ তৈরি করেছিল দেশ ছোট, অর্থনীতি ছোট বড় অস্ত্রের দরকার কী?

মন্তব্য ৬১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভারতে অনেক অনেক বড় বড় আউলিয়ার জন্মস্থান। হযরত শাহ জালাল (রহ) প্রথমে ভারতেই এসেছিলেন।

এক মোদি সরকারের অত্যাচারের ফলে ভারতীয় জনগণ খারাপ, সেটা নাও হতে পারে।

অন্যদিকে, পাকিস্তানে অনেক বড় বড় ইসলামী চিন্তাবিদের জন্মস্থান। সেখানকার মানুষও জাতে খারাপ, সেটা হতে পারে না।

ঠিক এইভাবে, আমাদের দেশের সাধারণ মানুষ ভালো। অনেক অনেক বড় চিন্তাবিদের স্থান আমাদের ভূমিতে।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতের সব জনগন খারাপ না অনেক ভালো মানুষ আছে কিন্তু মোদী গংরা খারাপের দিকে নিয়ে যাচ্ছে।

২| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভারতীয় বর্তমান সরকার গায়ে পড়ে আমাদের সাথে লাগতে আসতেছে।

তারা পুশ ইন করে অন্যায় করছে।

তাই, বলে আমরাও আমাদের হিন্দু বাঁ বেহারী গোষ্ঠীকে ভারতের দিকে ঠেলে দিয়ে অন্যায় করবো?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত প্রতিবেশী সকলদেশের সংগে গায়ে পড়ে সমস্যা সৃষ্টি করতেছে। আমরা তাদের মতো অমানুষ না।

৩| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




শুধু যুদ্ধাস্ত্র দিয়ে একটি দেশের উন্নতি পরিমাপ করা যায় কি?

ইসরায়েল যুদ্ধাস্ত্রে আরবের দেশগুলোর চেয়ে এগিয়ে। তাই বলে, তারা আরবের দেশের মানুষদের চেয়ে বেশি উন্নত মানসিকতার, তা তো নয়!

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি জানি অনেকেই এই প্রশ্ন করতে পারেন। যুদ্ধাস্ত্র মোটেই উন্নতির মাপকাঠি নয়। শিক্ষা স্বাস্থ্য জীবন মানের উন্নয়ন উন্নতির মাপকাঠি কিন্তু। ভারত এখন গোমূত্রে চিতনাহীন অবস্থায় তাদের সম্প্রসারণবাদী মনোভাব রুখতে হলে ন্যূনতম আত্নরক্ষার সরঞ্জাম থাকতে হবে নচেৎ তার সবসময় সুযোগ খুঁজবে। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে কিন্তু তারা করেনা সেই সংগে বার্মাও একটা জঙ্গী রাষ্ট্র তাদেরকেও আমরা ঠেকাতে পারবোনা।

পাকিস্তান এতো কিছু করতে পারলো আমরা কেন পারলাম না? ভারত তাদের দালাল আম্লিগ ও আম্লিগের সহয়োগিদের দিয়ে যে হেজেমনি তৈরি করেছে তার কারণে আমাদের আজকের এই অবস্থা।

৪| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৫

ওমর খাইয়াম বলেছেন:




আপনি বলেছেন, আমাদের শুরু থেকে (১৯৭২ ) ভারত "হিস হিস করছিলো"; ১৯৭২ সালে আপনার বয়স কত ছিলো? আপনি হিস হিসের কি দেখেছেন?

তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী; বিশ্বের অন্যতম রাজনীতিবিদ ও বাংলাদেশের ঘনিষ্টতম বন্ধু। আপনার সমস্যা হচ্ছে, আপনি আন্তর্জাতিক রাজনীতি, ১৯৭২ সালের বিশ্বের রাজনীতি সম্পর্কে পুরোপুরি লিলিপুটিয়ান এবং আপনার চাচা মুক্তিযোদ্্ধা ছিলেন।

১৯৭২ সালে, রাজকারেরা পরাজিত হয়েছিলো; আপনি এখন সেই দলের সদস্য।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি জানি ভারতের বিরুদ্ধে কিছু বললে আপনি ক্ষ্যাপাটে হয়ে উঠবেন। আপনার মতো লোকদের কারনেই আমাদের আজকেই এই ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা। ভাতীয় হেজেমনি প্রতিষ্ঠার পিছনে আপনারা সুনিপূনভাবে কাজ করেছেন এখনো করছেন।



আপনি বলবেন কী পাকিস্তান এতো কিছু করতে পারলো আমরা কেন পারলাম না? আমাদের কেন ন্যূনতম প্রতিরক্ষা ব্যবস্থা নেই?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকিস্তানের চেয়ে আমাদের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা অনেক ভালো তারপর কেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতো দুর্বল?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশ কেন এখনো একটা বন্দুকও তৈরি করতে পারছেনা কারণ কী?

৫| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আওয়ামীলীগের মাধ্যমে আমাদেরকে দাবিয়ে রেখেছিল ভারত, এতোদিন আমাদের হাত-পা বাধা ছিল এখন আমরা মুক্ত।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম সত্যকথা।

৬| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৮

ওমর খাইয়াম বলেছেন:



বাংলাদেশ দরিদ্র দেশ ও শত্রু হীনদেশ, বাংলাদেশ প্রয়োজনের চেয়ে বেশী ব্যয় করছে প্রতি রক্ষায়। বনাগলাদেশের দরকার ৩০ হাজার সৈন্য ও ৩০০ অফিসার। বাংলাদেশ ১ বছরে ২০ লাখ রিজার্ভ সেনা তৈরিতে সক্ষম হবে।

আপনি কি কি ধরণের মিসাইল তৈরি করা শিখতে পারবেন আপনার এই জীবনে? বাংগালীরা সায়েন্ষ ও টেকনোলোজীতে দুর্বল। আপনি যথাসম্ভব প্রশ্নফাঁস।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রশ্নফাঁসের মূল কারিগর ছিল আম্লিগ, আম্লিগের গুন্ডারা পড়াশুনা করতো তাই প্রশ্নফাঁসের ব্যবস্থা করেছিল হাসিনা; এই প্রশ্নফাঁসের কারণে আমাদের দেশে কোন বিজ্ঞানী তৈরী হয়নি। বাংলাদেশকে মেধাশুন্য করার জন্য মুক্তিযোদ্ধা কোটা ছিল ৭০% এসবই ছিল ভারতের প্রেসক্রিশন।

৭| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২০

ওমর খাইয়াম বলেছেন:




আধুনিক অটোমেটিক রাইফেল তৈরির মতো কারখানা করার টেকনোলোজী ও ডিজাইন বাংলাদেশের নেই।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকিস্তান টেকনোলোজী ও ডিজাইন করতে পারলো বাংলাদেশ কেন পারলোনা?

৮| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৮

ওমর খাইয়াম বলেছেন:



যেকোন জামাত/শিবিরের মতো, কোন বিষয়ে আপনার সঠিক জ্ঞান নেই।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক জ্ঞান অন্বেষণের জন্য আপনার মতো জিঞ্জিরা ইঞ্জিনিয়াররা ব্যবস্থা গ্রহণ করলে দেশের উপকার হতো। আপনি দেশে এসে একটা টেকনোলজি প্রতিষ্ঠার করার ব্যবস্থা নিতে পারেন। আসবেন কি?

৯| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারত কোন ভাবেই চায়নি বাংলাদেশ উন্নতি করুক এবং সেটা হাসিনার মাধ্যমে বাস্তবায়ন করেছে। গুন্ডাদের পরীক্ষা পাশ ও চাকুরীর জন্য হাসিনা প্রশ্নফাঁসের ব্যবস্থা করেছিল।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত সবসময় চেয়েছে হাসিনা তথা বিশ্বাসঘাতকদের মাধ্যমে বাংলাদেশকে করদরাজ্য করতে।

১০| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ওমর খাইয়্যামকে আপনি জিঞ্জিরা ইঞ্জিনিয়ার বলেছেন। আর, দেশে এসে টেকনোলোজি ফার্ম দিতে বলছেন।

সেই টেকনোলোজি ফার্মের কি অবস্থা হবে বুঝতে পারছেন তো?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি সবসময় মিথ্যা বলেন। যেমন আগে তার পোস্টে প্রায়ই বলতো দেশে এসে বেকারদের জন্য কিছু করবে। সেটা এখনো করে চলছেন...........।

১১| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভালো বলেছেন

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার তাহলে ভালো লেগেছে? এটাই তো লেখার স্বার্থকতা।

১২| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৪

জিকোব্লগ বলেছেন:



পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে?
- সহজ উত্তর কোনো পাকিই রেন্ডিয়ার পা চাটে না,
কিন্তু এখনো ৩০-৪০% বাংলাদেশী, যাদের বেশির
-ভাগ জানোয়ার লীগ ও বামেরা, রেন্ডিয়ার পা চাটে।

তারমানে, দেশী রেন্ডিয়ান মীর জাফররেরাই দেশকে পিছে
রাখতে চাচ্ছে ।

ফলাফলে , পাকিরা তাদের সেনাপ্রধানের প্রতি সম্পূর্ণ
আস্থা রাখতে পারে , কিন্তু বাংলাদেশীরা তাদের বর্তমান
সেনাপ্রধানের উপর আস্থা রাখতে পারছে না।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের ভাদা মীরজাফররা এখনো পা চেটে যাচ্ছে।

১৩| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৬

কিরকুট বলেছেন: আমার কাছে কিছু ডলার আছে তা দিয়ে আপনাকে ফাকিস্তানের একটা একক পথের টিকেট কেটে দেই। কি বলেন?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কাছে কিছু ডলার থাকবে কেন? হাসিনা গংরা দেশ থেকে সমস্ত ডলার চুরি করে বিদেশে পাচার করেছে ওখান থেকে আপনারে ভাগ দেয় নাই?

আপডাউন টিকিট দেন ঘুইরা আসি আপনার ভারত তো ভিসা দেয়না তাই পাকিস্তান থেকেই এটা ট্যুর দিয়ে আসি। কি বলেন মন্দ হবেনা।

১৪| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩০

মেঘনা বলেছেন: আপনে কইতে চান ভারত জন্ম লগ্ন থিকাই বাংলাদেশ রে বাঁড়ার উপর খাড়া কইরা রাখছিল। তা আপনের ইউনুনু সরকার তথাকথিত ২৬ লক্ষ ভারতীয়র কয়ডা রে পুশব্যাক করাইছে। এ্যাডাও না কাঁচা করলা। কয়ডা দিপাক্ষিক চুক্তি বাতিল করছে। এড়াও না কাঁচা করলা । নাকি ইউনুনুর সাথেও স্বামী-স্ত্রী সম্পর্ক ?
আরে মূর্খ, পাকিস্তানরে তুই যতই বাপ ডাকোস না কেন পাকিস্তান তোরে জারজ সন্তানই মনে করে।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরে মূর্খ, পাকিস্তানরে তুই যতই বাপ ডাকোস না কেন পাকিস্তান তোরে জারজ সন্তানই মনে করে। এইসব অসংলগ্ন কথাবার্তা ব্লগীয় নীতিমালা ভঙ্গ হয় তাই রিপোর্ট করতে বাধ্য হবো।

১৫| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৫

মেঘনা বলেছেন: আপনের ইউনুনু সরকার তথাকথিত ২৬ লক্ষ ভারতীয়র কয়ডা রে পুশব্যাক করাইছে। এ্যাডাও না কাঁচা করলা। কয়ডা দিপাক্ষিক চুক্তি বাতিল করছে। এড়াও না কাঁচা করলা । নাকি ইউনুনুর সাথেও স্বামী-স্ত্রী সম্পর্ক ?

০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২৬ লক্ষের মধ্যে আপনি আছেন তো?

১৬| ০৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উপরে দিন মজুরদের ছেলে-মেয়েদের ব্লগে উক্তি-ঝুকি দেখতেছি!!!!

কি আর করবেন, মশিউর ভাই!!!

ভদ্রলোকদের আকাল পড়ছে ব্লগে।

০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ।

১৭| ০৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০০

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: আপনার কাছে কিছু ডলার থাকবে কেন? হাসিনা গংরা দেশ থেকে সমস্ত ডলার চুরি করে বিদেশে পাচার করেছে ওখান থেকে আপনারে ভাগ দেয় নাই? আপডাউন টিকিট দেন ঘুইরা আসি আপনার ভারত তো ভিসা দেয়না তাই পাকিস্তান থেকেই এটা ট্যুর দিয়ে আসি। কি বলেন মন্দ হবেনা।

আপনাদের সব থেকে বড় সমস্যা জামাত শিবিরের বিপক্ষে কথা বলা মানেই ধরে নেন ভারতের দালাল । মাথার চিকিৎসা করান । অবশ্য মাথায় যদি জামাতিয় ঘিলু পাকাপাকি বসবাস করে কোণ চিকিৎসা নাই ।

০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনারো তো সবথেকে বড় সমস্যা ভারতের বিরুদ্ধে বললেই ধরে নেন জামাত শিবির। নিজের চরকায় আগে তেল দিন।

১৮| ০৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের আছে 'চেতনা', যে চেতনার ঠ্যালায় একটা চোর পরিবারের ৫ সদস্যদের নামে দেশের ১০০০ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম করণ করা হয়, যে চেতনায় একটা লোকের জন্মশতবার্ষিকী পালন করে টানা দুই বছর যাবত।

০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চেতনা ব্যবসায়ীরা এখানেও চেতনার ব্যবসা করছে।

১৯| ০৮ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: কোন পরাশক্তি/রিজওনাল পাওয়ার ই তার প্রতিবেশি কে শক্তিশালী দেখতে চায় না। এটা পৃথিবীর সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। মাথাপিছু আয় বা বড় অর্থনীতির দেশ‌ হলেই যে সামরিক দিক থেকে উন্নত কিংবা আধুনিক অস্ত্রে সজ্জিত হতে হবে ব্যাপারটা এমন নয়! এর সাথে ভৌগলিক অবস্থান, কুটনীতিক দক্ষতা, শক্তিশালী গনতন্ত্র, জ্বালানি নিরাপত্তা,‌ অর্থনৈতিক সমৃদ্ধি অনেকাংশ নির্ভর করে। কানাডার অর্থনীতি সুইডেন থেকে অনেক বড়; সেই কানাডা কিন্তু অস্ত্রের জন্য অনেকটা আমেরিকার উপর নির্ভরশীল।প্রতিবেশি দেশ হওয়ায় কানাডায় উপর আমেরিকার প্রভাব বেশি আর মার্কিন বহুজাতিক অস্ত্র কোম্পানিগুলো কখনো চায় না; কানাডা নিজেরা অস্ত্র উৎপাদন করুক।  

ইউরোপের দেশ সুইডেনের যেমন সাব,ভলভো, স্কেনিয়ার মত সমৃদ্ধ কোম্পানি আছে যারা ফাইটার জেট সহ নানা রকম অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নির্মাণ করে। কারন‌ সুইডেনে তুলনামূলকভাবে অন্যান্য পরাশক্তির প্রভাব কম।  আমেরিকার আরেক প্রতিবেশি মেক্সিকো, যার কোন‌ অত্যাধুনিক বিমান বাহিনী নেই। সামরিক খাতে তাঁদের ব্যায় খুবই সামান্য। কারন আমেরিকার মত শক্তিশালী  প্রতিপক্ষের সাথে যদি লড়াই করাই সক্ষমতা না থাকে, তাহলে সামরিক খাতে এত ব্যায় করে কি হবে? তাই মেক্সিকোর সামরিক বাহিনী খুবই সীমিত।

এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে! বাংলাদেশ আর পাকিস্তানের বাস্তবতা কি এক? বাংলাদেশ ত্রিমুখীভাবে ভারত দিয়ে পরিবেষ্টিত। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির বাংলাদেশ‌ থেকে ২২ গুন বড়  পারমাণবিক  শক্তিধর একটি দেশ। বাংলাদেশ কি কোন যুদ্ধে ভারত কে হারাতে পারবে? তারেক রহমান ২০০৪ সালের এক টকশোতে বাংলাদেশের সীমানার বৃদ্ধির এক স্বপ্নের কথা বলেছেন। এরপর বিএনপি আর তারেক রহমানের কি দশা, তা আমরা সবাই জানি!

ভারতীয় হেজেমনি কথার প্রবক্তা মনে হয় "আমার দেশের" মাহমুদুর রহমান। উনি নিজেই তো জ্বালানি উপদেষ্টা থাকা কালীন এদেশে ভারতের টাটার সার আর ইস্পাত কোম্পানির কারখানা নির্মাণের সুযোগ দিয়েছিলেন। সার আন্দোলনে কানসাটে ৭ জন কৃষক হত্যা হয়েছিল। উনি দেখি এখন একটি অংশের নিকট "ভারতীয় হেজেমনির" বিপক্ষে আধ্যাত্মিক পীর হয়ে দাঁড়িয়েছে।

ভারতের প্রভাব সব দলের আমলেই বাংলাদেশে কমবেশি ছিল। বাংলাদেশর জন্মলগ্ন থেকে দুর্বল গনতন্ত্র আর অনির্বাচিত সরকারের শাসন থাকায় ভারতকে বিরক্ত করে কোন পদক্ষেপ নেয় নাই। আর শেখ হাসিনার শেষ তিন টার্ম অনির্বাচিত ও অতিমাত্রায় ভারতকেন্দ্রিক হওয়ায়; ভারত ও তার ইচ্ছে মত চুক্তি চাপিয়ে দিতে পেরেছিল। এদেশের রাজনৈতিক দলের দূর্নীতি, দুর্বল কুটনীতি আর অর্থনৈতিক দৈন্য দশা ই এ দেশকে পগু করে রেখেছে। আর পরাশক্তির পায়ে পা দিয়ে ঝগড়া করা কোন বুদ্ধিমানের কাজ নহে, "সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়" শিক্ষা ব্যবস্থার সংস্কার, গনতন্ত্রের চর্চা, অর্থনৈতিক প্রবৃদ্ধি আর জ্বালানির নিরাপত্তা নিশ্চিত হলেই মিলিবে প্রকৃত মুক্তি।

আর এই প্রযুক্তির যুগে কম্পিটিটিভ রাইফেল, মিসাইল চাইলে বানানো সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘ মেয়াদি রিসার্চ আর বিনিয়োগ‌। ভারত আর পাকিস্তান নিজ দেশের রাইফেল উৎপাদন করে রাশিয়া আর চায়না থেকে লাইসেন্স নিয়ে।












০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।


যেহেতু বাংলাদেশ কোন যুদ্ধে ভারকে হারাতে পারবেনা তাহলে সেনাবাহিনীর দরকার কী? সেনাবাহিনী বিলুপ্ত করলে বিলিয়ন বিলিয়ন টাকার সাশ্রয় হবে সেটা নিঃশ্চয় আরো ভালো হবে। আরো ভালো হয় ভারতকে কর দিয়ে করদ রাজ্য হিসেবে নির্ভয়ে দিনাতিপাত করা।

২০| ০৮ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৭

ঢাবিয়ান বলেছেন: মুক্তিযুদ্ধের পরপর শেখ মুজিবের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে, তিনি দেশের স্বার্বভৌমত্ব বজায় রাখতে পেরেছিলেন। এ দেশ থেকে ভারতীয় সৈ্ন্যদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিলেন। আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু, শত্রু বলে কিছু নাই। আর তাই শেখ মুজিব পাকিস্তানের সাথেও পুনরায় সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই সময় তিনি যদি শেখ হাসিনার মত নতজানু দাসত্বের কুটনীতি ধারন করতেন , তাহলে ১৯৭১ এ এই দেশকে ভারত গিলে ফেলতে সক্ষম হত। শেখ মুজিবের পরবর্তীতে সরকার প্রধান হিসাবে চরম ব্যার্থতা , বাকশালের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা সমালোচনার দাবীদার , কিন্তু দেশের জন্য উনার যে অবদান রয়েছে সেটা অস্বীকার করা মানে ইতিহাস বিকৃ্তির চেষ্টা। এ দেশে ভারতীয় হেজিমনি বা ভারতীয় আগ্রাসনের পথ তৈরীর খলনায়ক হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামিলীগ।এই আওয়ামিলীগকে যারা সমর্থন করে , তারা বাংলাদেশপন্থী নয়।

০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুক্তিযুদ্ধ পর্যন্ত মুজিব মহানায়ক কিন্তু তারপর খললায়ক।

২১| ০৮ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৭

মেঘনা বলেছেন: কলিমুদ্দি দফাদার ভালো বলেছেন।

০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতকে কর দিয়ে করদ রাজ্য হিসেবে নির্ভয়ে দিনাতিপাত করা নিঃশ্চয় বুদ্ধিমানে কাজ?

২২| ০৮ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৪

নিমো বলেছেন: বাংলাদেশি ঘি জা-শির কুকুরদের হজম হবার কথা নয়।

০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় আপনি আম্লিগে সুবিধাভোগীদের অন্যতম একজন উচ্ছেষ্টভোগী। আপনি আম্লিগের হেলমেট বাহিনী অথবা গুন্ডা বাহিনীর সক্রিয় সদস্য। আপনার মধ্যে ভদ্রতার ভ-ও অবশিষ্ট নেই। আরো মনে হয় আপনি রুক্ষ, বদমেজাজী, রগচটা ও নিষ্ঠুর প্রকৃতি একজন মানুষ।

আপনি আমাকে বার বার কুকুর বলে ব্যক্তি আত্রুমন করছে; ইহা কোনভাবেই সভ্যতা নহে বর্বরতা।

২৩| ০৯ ই জুলাই, ২০২৫ রাত ৩:০০

কর্মমুখী ডাইনো বলেছেন: পাকিস্তান আর কি কি পেরেছে তা তো বললেন না -
১. গণগরীবায়ন - পাকিস্তানের ৩৯ শতাংশ লোক দিনে ৪ ডলারের কম ইনকাম করে। আমাদের এইখানে এইটা ১৮ শতাংশ। আপনি কি একটু পাকিস্তান যেতে পারেন? আপনি ধনী হলে ওদের গরীবের হার কমবে। আপনি গরীব হলে আমাদের এইখানে গরীবের হার কমবে।
২. রপ্তানি হইল না রপ্ত - আমাদের এক্সপোর্টের সাইজ ৬০ বিলিয়ন, ওদের ৩২ বিলিয়ন।
৩. বেচি নুন, কিনি ঘি - আমরা আনি ৭০ বিলিয়ন ডলারের জিনিস, ওরা আনে ৬০ বিলিয়ন মানে রপ্তানি আয়ের ডাবল।
৪. চিরঋণি হয়ে রইলাম - পাকিস্তানের জিডিপি:ঋণ হচ্ছে ৬১% আমাদের এইখানে সেইটা ৪১%, আগে যেইটা আরো অনেক কম ছিলো।

মিসাইল থাকলেই হয় না। ছোঁড়ার মত ট্যাকাও থাকন লাগে। যুদ্ধ বাধাইলেই হয় না। চালায় যাওনের মত ট্যাকা থাকন লাগে। নইলে আপনার মত নিকম্মারে দিয়া মিসাইল ভরাইতে হইবো লঞ্চারে। ভরতে যাইয়া দিবেন উল্টাপাল্টা লাগাইয়া। মিসাইল উঠেই আবার বরাবর এসে পাকিস্তানেই পড়বে।

০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কার মাল্টি নিক।

২৪| ০৯ ই জুলাই, ২০২৫ সকাল ৭:২০

নূর আলম হিরণ বলেছেন: এই হেজেমনি শব্দটি আপনি কখন প্রথম শিখেছেন? আমার ধারনা ভুল না হলে আপনি এটি বেশিদিন হয়নি যে শিখেছেন। তাই সব জায়গায় এটি ব্যবহার করছেন!

০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি মাহমুদুর রহমানের কাছ থেকে শিখেছে আপনার মতো গত ১০০ বছর আগে শিখিনি। আপনি জ্ঞানী মানুষ তাই শতবছর আগেই শিখেছেন।

২৫| ০৯ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: আপনার তথ্য ভুল।
পাকিস্তান আমাদের চেয়ে এগিয়ে নাই। করাচী শহর সম্পর্কে আপনার কোনো ধারনা আছে?

০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই এগিয়ে তবে দেশ রক্ষায় ১০০ বছর পিছিয়ে।

২৬| ০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৯

কাঁউটাল বলেছেন: ছাগল নূর, করাচি গেছ কখনো?

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জানিনা।

২৭| ০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ২:১৯

কর্মমুখী ডাইনো বলেছেন: আপনি কার মাল্টিনিক।
ভেবে নেন একটা। বেরেনের উপর বেশি চাপ দিয়েন না। এমনিতেই বেরেনের দশা ভালা না।

আমি কে, আপনি কে, লুংগি কার, ধুতি কার, এক লুংগির ভেতর দুই জন কেন, আপনার লুংগি কেন এতো পাতলা যে সূর্যের আলো পড়লে তা ট্রেসিং শিট হয়ে যায় - এই সব প্রশ্ন সেই অনাদিকাল থেকে আছে। তাই তো নিজেকে জানো টাইপের কমেন্ট করে গেছে দার্শনিকেরা। আজ আর ওই দিকে না গেলেন।

সেই সব বাদ দিয়ে কমেন্টের বিষয়ে আপনার ভাবনা শেয়ার করেন।

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি তা প্রত্যাহার করে নিচ্ছি।

২৮| ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৬

কর্মমুখী ডাইনো বলেছেন: bro, believe me, you are not on that level.

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহা দাদা ভাই তাই তো বললাম লিখুন না আমরা একটু আপনার জ্ঞানের পরিধী থেকে কিছু আহরণ করি।

২৯| ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৪

কর্মমুখী ডাইনো বলেছেন: আপনার বেরেন এই কমেন্টটাই নিতে পারছে না। আরেকটু ভালো লেখা হলে তো আপনার ব্রেইন হেগে দিবে। এই কারণেই মে বি সামুতে ভালো লেখা আসে না। আপনার উপর করুণা করে।

আমরা যখন দেখি যে, একটা কিছু পারব না, তখন আমরা সিম্পলি সেটা এড়িয়ে যাই। আপনিও ঠিক সেই রকম ভাবে মূল কমেন্ট আপনি কাউন্টার না করে এড়িয়ে গিয়েছেন।

it is alright. I'll let you go. আগে নিজের বেরেন বাঁচান। ব্রেইন ডিজেন্ট্রির ওষুধ আছে কি না আমার জানা নেই। থাকলে সাজেস্ট করতে পার‍তাম।

বেরেনের যত্ন নেন। আমার এই কমেন্টটাই কাউন্টার করতে পারেন নাই। আমি নোবেল বিজয়ী না। আপনারে আর্গুমেন্টে কাউন্টার করা শিখানো আমার কাজ না। এমনিতেও আপনার বেরেন তা নিতে পারবে না।

সামনে কোন একদিন কথা হবে।

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি না পড়েই চেতনায় মন্তব্য করেছেন কিনা আমি জানিনা। আমার লেখার মূল বিষয় ছিল পাকিস্তানে এতো দৈনদশার পরও তারা দেশরক্ষার বিষয়ে আপোষ করেনি পক্ষান্তরে ওদের থেকে ভালো করেও কেন আমাদের এই অবস্থা?




ধন্যবাদ ভালো থাকুন। কোন কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.