নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

মানবতার বীরশ্রেষ্ঠ শিক্ষক মাহেরিন

২৪ শে জুলাই, ২০২৫ সকাল ৯:১৭


মানবতার বীরশ্রেষ্ঠ এক শিক্ষক মাহেরিন চৌধুরী। নিজে মৃত্যুকে আলিঙ্গন করে বাঁচিয়ে গেছেন স্কুলের সন্তানতুল্য কচি কচি শিশুকে। মায়ের মতো মমতা ও শিক্ষকের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। মাহেরিনও অগ্নিদগ্ধ হন। কিন্তু তিনি ওই অবস্থায় নিজে সেখান থেকে বের না হয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে প্রচণ্ড ধোঁয়া ও আগুনে আটকা পড়া বাচ্চাদের একের পর এক উদ্ধার করছিলেন। একপর্যায়ে তার গায়ে আগুন ছড়িয়ে পড়ে।

বাই প্রাণ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন, ঠিক তখন নিজের মৃত্যুঝুঁকি উপেক্ষা করে নিষ্পাপ শিশু শিক্ষার্থীদের আগুনের ভেতর থেকে বের করায় ব্যস্ত ছিলেন তিনি। তার প্রচেষ্টায় অন্তত ২০টি শিশু সেখান থেকে উদ্ধার হলেও ততক্ষণে নিজে প্রায় শতভাগ দগ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার একপর্যায়ে চলে যান দুনিয়া ছেড়ে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের সুমহান দায়িত্ব, কর্তব্যবোধ ও আত্মত্যাগের অনন্য নজির সৃষ্টি করলেন তিনি।

শত সহস্র সালাম লহ হে বীরশ্রেষ্ঠ রমনী।



ঠিক বিপরীত আরেক রমনী। বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনায় ১ সেকেন্ডের জন্যও কথা বলেনি বাজেট নিয়ে শুধু তেলবাজি করে গেছে। এই নিয়ে পোস্ট দেওয়াতে সুশীল ব্লগারা আমার বিরুদ্ধে একজোট হয়েছিল। একটু সময় নিয়ে দেখার অনুরোধ রইলো।




মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: মানবতার বীরশ্রেষ্ঠ শিক্ষক মাহেরিন মহান আল্লাহ জান্নাত বাসি করুণ আমিন
শ্রদ্ধারসাথে জানাই লাল স্যালুট

২৪ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই তিনি শ্রদ্ধার পাত্র; জাতি তাকে মনে রাখবে।

২| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৩১

কামাল১৮ বলেছেন: মানবতাবাদি এই রমনির কথা জাতি শ্রোদ্ধাভরে স্বরণ করবে।

২৪ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই। যাক আজকে আপনার একটা পজেটিভ কমেন্টস পেলাম।

৩| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৬

সৈয়দ কুতুব বলেছেন: মমতাজ রেমিটেনস ফাইটার দিয়ে নিয়ে বাজে কথা বলেছিলো। সে নাকি গান করেই ৬০/৭০ হাজার না লাখ ডলার রেমিটেনস পাঠায় । যারা সাধারণ লোক তাদের রেমিটেনস নাকি এর চেয়ে কম।

মাহারিন মেডাম সবার চোখে হিরো ।

২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মমতাজের মতো ভ্রষ্টা নারীরা মহান নারীদেরকে ছোট করছে অথচ নারীরা সবসময়ই সর্বোচ্চ আসনে থাকার কথা।

৪| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: মমতাজ, রাজনীতি করার মতো মেধা নেই।
শেখ হাসিনা এরকম কিছু নির্বোধ ও মগজহীণদের দলে নিয়ে মারাত্মক ভুল করেছেন।

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক কথা বলেছেন।




শিক্ষিকা সম্পর্কে আমার মতামত কী?

৫| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: শিক্ষিকা মানবিক মানুষ।
জাস্ট গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.