![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
দেশজুড়ে তাদের পিতার মূর্তি তৈরি করতে ৪০০০ কোটি টাকা ব্যয় করেছিল। বছরব্যাপী তাদের পিতার জন্ম শতবর্ষ পালন করতে গিয়ে ১৫০০ কোটি টাকা ব্যয় করেছিল। অনর্থক স্যাটেলাইট যা তাদের পিতার নামে উৎসর্গ করা সেটি তৈরিতে ৩৭০০ কোটি টাকা ব্যয় করেছিল। হাসিনাকে মহানায়ক তৈরির আট প্রকল্পে ২১০০০ কোটি টাকা লোপাট করেছিল। উন্নয়ন প্রচারে হাসিনা ব্যয় করেছিল ৪৩ কোটি টাকা!
তারপর বেনজির, মতিউর, এস আলম, দরবেশ, শেখ পরিবার ও আরো অনেকে (এই মুহূর্তে নাম মনে পড়ছেনা) হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় লক্ষ কোটি টাকা লোপাট করেছিল যা ধীরে ধীরে বের হচ্ছে।
সবকিছু বাদ দিয়ে শুধু মাত্র পিতাকে ভগবান করতে গিয়ে মূর্তি তৈরিতে এবং তাকে মহান করতে গিয়ে বছর ব্যাপী পূজাপার্বনে (৪০০০+১৫০০=) ৫৫০০ কোটি খরচা করেছিল তা দিয়ে বিমান বাহিনীকে আধুনিকায়ন করা যেত।
২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাদের উদ্দেশ্য সফল হয়েছিল কিন্ত ছাত্রজনতার কাছে শেষ রক্ষা হলোনা।
২| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৩২
সৈয়দ কুতুব বলেছেন: milestone কলেজের জায়গা ইলিগাল ভাবে ওকুপাই করা হয়েছে।
২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হতে পারে কিন্তু কথা হলো মূর্তি তৈরি ও শতবর্ষ পালনের টাকায় বিমান বাহিনীর আধুনিকায়ন করা যেত কিনা?
৩| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৯
এভো বলেছেন: ৬০০/৭০০ মডেল মসজিদের টাকা দিয়ে কি বিমানের অধুনিকরন করা যেত না ?
২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মডের মসজিদের টাকা কুয়েত সরকার দিয়েছে সেখান থেকেও ওরা বহু টাকা মেরে দিয়েছে।
৪| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী লীগ খারাপ করেছে। কিন্তু কথা হলো আওয়ামী লীগ তো ১৫ বছল ছিল। এর আগে যারা ছিল তারা ঠিক কী কী উন্নতি করেছে বিমানবাহিনীর জন্য বলতে পারেন? অথবা গত একবছরে আর কী কী উন্নতি হয়েছে।
২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগের আগের সরকারগুলো যে বিমান কিনেছে সেগুলো দিয়েই এখন চলছে। আম্লিগ কিছু্ই করেনি।
৫| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: আওয়ামী লীগ যে পরিমাণ দূর্নীতি লুটপাট করেছে সেই তুলনায় প্রচারনা কম।
২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম সত্য কথা বলেছেন। আওয়ামী লীগ যে পরিমাণ দূর্নীতি লুটপাট করেছে সেই তুলনায় প্রচারনা একেবারেই নেই।
৬| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিমিানবাহিনীর এই পুরোনো মডেলের জেটটাও তো শেখ হাসিনারই কেনা। অন্যরা কেন ভালাে কেনেনি?
২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্বি না এগুলো এরশাদ আমলে কেনা; ফেসবুকের ভুয়া তথ্য শেয়ার করছেন আপনি।
৭| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ ব্লগার দফাদার বলেছেন যে, আওয়ামী লীগ যে পরিমাণ দূর্নীতি লুটপাট করেছে সেই তুলনায় প্রচারনা কম।
২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দফাদার একদম সত্য কথা বলেছেন। আওয়ামী লীগ যে পরিমাণ দূর্নীতি লুটপাট করেছে সেই তুলনায় প্রচারনা একেবারেই নেই। দূণীতিতে আম্লিগের কাছে বিএনপি এখনো মাতৃগর্ভে আছে।
৮| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভারতের প্রেসক্রিপশনে হাসিনার সরকার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করেনি।
৯| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০০
অরণি বলেছেন: হাসিনা তার পিতাকে মহান করতে গিয়ে যে পরিমান টাকা নষ্ট করেছে তা দিয়ে বিমান বাহিনী আধুনিকায়ন করা যেত কিন্তু তা করেনি। চীন কয়েক বার অফার করেছিল জেটেনসি যুদ্ধ বিমান স্বল্প মূল্যে দেওয়ার জন্য কিন্তু ভারতের কথায় সেটা ক্রয় করা হয়নি; এই হলো হাসিনা ও তার দেশপ্রেম। সর্বদাই ভারতকে খুশি করতে যা যা করা দরকার তাই করেছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করাই ছিল হাসিনার তথা আওয়ামী লীগের কাজ।
১০| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০২
নতুন নকিব বলেছেন:
মুজিব বন্দনার নামে ওরা রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা উড়িয়েছে। সেই টাকায় বিমান বাহিনীকে আধুনিক সাজ সরঞ্জামে সুসজ্জিত বাহিনীতে পরিণত করা যেত।
১১| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৫
একজন নিষ্ঠাবান বলেছেন: মুজিব বন্দনা ও চেতনার নামে দেশটাকে ফতুর করেছে।
১২| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: স্বাধীনতা পর্যন্ত আওয়ামীলীগ সঠিক পথে ছিল দেশ স্বাধীন হওয়ার পর শেখ রক্ষীবাহিনী গঠন করে হায়েনায় রুপান্তর করে আওয়ামীলীগকে; এখন পর্যন্ত ওরা হায়েনাই রয়েছে।
১৩| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চিরতরে আওয়ামীলীগকে ভেনিশ করে দিলেও ওদের পাপের প্রায়শ্চিত্ত হবেনা।
১৪| ২৪ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামিলীগ যারা করে বা সমর্থন করে তারা কেউ মানুষ না। আমি বাস্তবে এই অমানুষদের পুরোপুরি বয়কট করছি। এই জাতীয় অমানুষদের পক্ষে যে কোন ক্রাইম করা সম্ভব। কারন এরা ক্রাইমকে স্বাভাবিক একটা বিষয় বলে মনে করে।
১৫| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৯
আমি নই বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিমিানবাহিনীর এই পুরোনো মডেলের জেটটাও তো শেখ হাসিনারই কেনা। অন্যরা কেন ভালাে কেনেনি?
অন্যরাতো অকাজে হাজার হাজার কোটি টাকাও নষ্ট করেনি।
১৬| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ৭:৫৩
এভো বলেছেন: মডের মসজিদের টাকা কুয়েত সরকার দিয়েছে সেখান থেকেও ওরা বহু টাকা মেরে দিয়েছে।
স্ট্যাচু বানাবার জন্য সরকারের কোন টাকা খরচ হয় নি , এটা আওয়ামী লীগ দলিয় ভাবে করেছিল । আওয়ামী সরকারের সুবিধাপ্রাপ্ত ব্যবসায়িদের নিকট থেকে কোটি কোটি টাকা ডোনেশন নিয়ে এগুলো বানান হয়েছিল । আইনত ভাবে এগুলোর মালিক আওয়ামী লীগ । বেশি ভাগ ভাষ্কর্য আওয়ামী লীগ নেতা কর্মির নিজেস্ব মালিকানাধিন জায়গার উপরে বানান হয়েছিল । যে সমস্ত জায়গায় সিটি কাউন্সিলের জমি ভাড়া নেওয়া হয়েছিল স্থাপন করার জন্য , সেখানে নিয়মিত ভাড়া দেওয়া হয়েছিল ।
সুতরাং ঐ ভাষ্কর্য গুলো ছিল আওয়ামী লীগের দলিয় সম্পত্তি ।
১৭| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: বেগম জিয়ার আমলে যে পরিমান টাকা দূর্নীতি হয়েছে, সেই টাকা দিয়েও বিমান বাহিনীর আধুনিকায়ন করা যেত ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১৮
কাঁউটাল বলেছেন: হাউয়ামী চাঘলরা এইটা কোনদিনই করত না, বংগদেশকে চেতনার আফিম আর দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য বানিয়ে দুর্বল করে রেখে ভবিষ্যতে কোন এক সময় উহাদের পভুপাদ মুদির দেশ ভঁড়ৎের কাপুরুষ ছাগলবাহিনী এসে যাতে সহজে এই আফিম আক্রান্ত জাতিকে ধ্বংস করে এই দেশকে ১০০% করদ রাজ্যে পরিণত করতে পারে - সেই উদ্যেশ্যেই হাউয়ামী লীগ উহাদের সহযোগী ভাদা এবং বালকুকুরদের সহযোগে কাজ করে যাচ্ছিল।