নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

চাঁদাবাজি আমাদের করনীয় ও বর্জনীয়।

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫১




সমন্বয়কের নামে বা যেকোনো রাজনৈতিক দলের ছাত্র নেতার চাঁদাবাজির মতো ঘটনা খুবই গুরুতর ও আইনবিরোধী। তারা যদি আপনার বাসায় বা অফিসে গিয়ে কোন ধরনের অনৈতিক দাবী, চাঁদা বা অন্য যেকোন ধরনের সুবিধা চেয়ে বসে তখন আপনার করনীয় কী?

এ ধরনের ঘটনায় আমাদের করণীয়:
১) প্রমাণ সংগ্রহ করুন: কথোপকথনের রেকর্ড, ভিডিও, ভয়েস ক্লিপ, মেসেজ, টাকা চাওয়ার বা নেওয়ার কোনো প্রমাণ থাকলে সেগুলো সংরক্ষণ করুন।
২) আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন: নিকটস্থ থানায় জিডি (সাধারণ ডায়েরি) অথবা মামলা দায়ের করুন। চাইলে ডিজিটাল নিরাপত্তা আইন বা চাঁদাবাজি দমন আইন অনুযায়ী মামলা হতে পারে।
৩) বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষকে জানানো: যদি ঘটনা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঘটে থাকে, তবে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর বা ডিসিপ্লিনারি কমিটিকে লিখিত অভিযোগ দিন।
৪) গোপনীয়ভাবে সহায়তা চান: ভয়ে প্রকাশ্যে না জানাতে চাইলে, আইনজীবী বা মানবাধিকার সংস্থার সাহায্য নিতে পারেন যারা বিষয়টি গোপন রেখে কাজ করতে পারে।
৫) মিডিয়ার সহায়তা নিন (সতর্ক হয়ে): বড় কোনো ঘটনা হলে সংবাদমাধ্যমে তুলে ধরলে প্রশাসন ও জনগণের নজরে আসবে, তবে নিজেদের নিরাপত্তার দিকটি আগে ভাবুন।

আমাদের বর্জনীয় / যা করা উচিত নয়:
১) কোন ভাবেই নিজের হাতে আইন তুলে নিবেন না। ২) ভয়ের কারণে চুপ থাকবেন না এবং ৩) ভুল তথ্য বা প্রমাণ ছাড়া কাউকে মিথ্যা অভিযুক্ত করবেন না।

প্রয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান যেমন : - জাতীয় মানবাধিকার কমিশন (বাংলাদেশ)। লিগ্যাল এইড সেলস বা এনজিও (যেমন Ain o Salish Kendra)। অথবা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ/অন্য ছাত্র সংগঠন যারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে তাদেরকে অবহিত করুন।

আসুন নিজেকে বদলীয়ে দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দেই।

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৪

কিরকুট বলেছেন: আচ্ছা একটা বিষয় ভাবুন । এরা চাঁদা না তুলে চলবে কি করে?

পড়াশুনা এর করে নাই ।

নিজের তেমন কোণ নূন্যতম যোগ্যতা নাই কিছু করার ।

অর্থিকভাবে পারিবারিক দুর্বলতা ।

পুর্বজদের দেখে শেখা ।

এদের মূল লক্ষ্য ছিলো ধান্দাবাজি করে জীবন চালানো ।

এরা মুল সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারে নাই ।

তাহলে এদের শেষ ভরসা কি হবে ?

চাঁদাবাজি

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদেরকে এমনভাবে মাজা থেরাপী দিতে হবে যাতে বাকী জীবন আর দাড়াতে না পারে।

২| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৭

ইপিআর সৈনিক বলেছেন:




সমন্বয়কেরা চাঁদা চাইলে, তাদেরকে "৩৬ শে জুলাইর ২য় স্বাধীনতার মুক্তিযোদ্ধা হিসেবে" ২গুণ চাঁদা দিয়ে, খাওয়ায়ে গাড়ী ভাড়া করে, তাদের বাড়ীতে পৌঁচায়ে দিতে হবে।

আপনি কি সমন্বয়ক নন? ২য় স্বাধীনতায় আপনার কি অবদান নেই?

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনাকে বুঝতে হবে ৭১ এর স্বাধীনতা আর ২৪ এর স্বাধীনতা এক জিনিষ নয়। আমি সমন্বয়ক না কিন্তু ২য় স্বাধীনতায় আমার সামান্য হলেও অবদান আছে।

৩| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৭

সৈয়দ কুতুব বলেছেন: সরকার আর পুলিশ কে সবার আগে ভুমিকা পালন করতে হবে ।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন কিন্তু পুলিশ সঠিক দায়িত্ব পালন করছেনা।

৪| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৯

সৈয়দ কুতুব বলেছেন: ইপিআর@তারা চাদার বিনিময়ে ওবায়দুল কাদের কে পালাতে হেলপ করেছে। চাদা দিলে শেখ হাসিনা কে ফিরিয়ে আনবে তারা । :)

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি কি জানে ওবায়দুল শুধু মাত্র কতগুলো দামী ঘড়ি চাঁদা হিসেবে নিয়েছিল।

৫| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১২

ইপিআর সৈনিক বলেছেন:



আপনি, জুলভার্ণ, নতুন নকিব, ভুয়া, মেঠোপথ, ঢাবিয়ান, সকল শিবির ব্লগার মিলে, আপনারা আমাদের জন্য "২য় স্বাধীনতা" এনেছেন; আপনারা চাঁদা তুলতেই পারেন।

যদি ইতিমধ্যেই শুরু না করে থাকেন, আপনি আজ থেকে চাঁদা তোলা শুরু করেন

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি লোকটা আসলে কুত্তার লেজের মতো কোন দিন সোজা হবেন না এটা আমার বোঝা হয়ে গেছে তাই আপনি বলতে থাকেন আমি মাইন্ড করবোনা।

৬| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৪

ইপিআর সৈনিক বলেছেন:




কুতুবও "৩৬শে জুলাইর স্বাধীনতায়" অবদান রেখেছেন, সাথে আছেন ইফতেখার ভুঁইয়া; এরা সবাই চাঁদা তুলবেন কোন এক সময়ে।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার কলিমুদ্দি দফাদার সেজন্যই বলেছিলেন আমু, তোফায়েল,‌ হামিদ আপনারা সমবয়সী একই‌ আদর্শের মানুষ। আপনাদের স্বভাব চরিত্র ও একই রকম হওয়ার কথা!

৭| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৯

ইপিআর সৈনিক বলেছেন:



লেখক বলেছেন: আপনাকে বুঝতে হবে ৭১ এর স্বাধীনতা আর ২৪ এর স্বাধীনতা এক জিনিষ নয়। আমি সমন্বয়ক না কিন্তু ২য় স্বাধীনতায় আমার সামান্য হলেও অবদান আছে।

-১৯৭১ সালেও তো আপনার অবদান ছিলো।
-এবার আপনার অবদান আছে আমেরিকান ক্যু'তে; ইহার জন্য আপনি পুরস্কার আশা করতে পারেন।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৭১ আপনার কোন অবদান আছে? নেই। কারণ আপনি কোন মুক্তিযোদ্ধা না ভুয়া সার্টিফিকেট হাতিয়ে নিয়েছেন হয়তো। আপনি ছিলেন বাকশালের সৈনিক সেই সুবাদে চাঁদাবাজি করেছেন। আরো হাড়ির খবর বলবো?

৮| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২১

কিরকুট বলেছেন: ইপিআর সৈনিক @ নাম ধরে না বলাই ভালো । কি দরকার পায়ে পা বাধিয়ে ঝামেলা পাকাবার । বিন্দাস থাকুন । জানেন তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ।

আঃলীগের পাখা গজিয়ে ছিলো তারা উৎখাত হয়েছে । এদের পাখায় বাতাস বেশি লাগছে এরাও ভোগে যাবে ।

দিন শেষে আমি আপনি আমরা সবাই আম জনতা ।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনার স্বভাবই হলো আক্রমনাক্ত সেটা নাম ধরে ধরে। তবে একটা কথা ঠিক আমরা সবাই আম জনতা ।

৯| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২২

সৈয়দ কুতুব বলেছেন: ইপিআর সৈনিক@এটা কোটা আন্দোলন ছিলো । যদি ইউনুস সাহেব ছেলেদের ঘরে ফিরে যেতে বলতেন তবে এসব ঘটনা আজ দেখতে হয় না । :(

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বৈষম্য থেকে কোটা, কোটা থেকে একদফা এগুলো সবই হাসিনা ঘাউরামীর ফল।

১০| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৫

কাঁউটাল বলেছেন: ইপিআর চাঘল, তোমার পিয়ারের হাউয়ামী লীগ যে ৯৩ বিলিয়ন ডাকাতি করে দেশ থেকে নিয়ে গেছে, সেইটার হিসাব দেও আগে। নাইলে তোমার পভুপাদ মুদির দেশ ভঁড়ৎে গিয়া হাগু মুতু কর।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বলার কিছু নেই।

১১| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭

ইপিআর সৈনিক বলেছেন:



@কুতুব,

ইউনুস সাহেব মিলিটারী অফিসার না'হয়েও বাংলাদেশে আমেরিকান ক্যু ঘটায়েছে; আপনার মতো ছেলেলরা প্রাণ হারায়েছে; কারণ, সেগুলো জন্ম থেকেই ইডিয়ট ছিলো; আপনি বেঁচে গেছেন, ইহার জন্য ড: ইউনুসকে ধ্যবাদ দেন।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৪ তারিখে হাসিনা গুলি থেকে বেঁচে গেছি। কেউই ইডিয়ট না ওরা হাসিনা ও ভারতের হিংস্রতার শিকার হয়েছে। এই একই হিংস্রতা কাজ করছে আপনার মধ্যে।

১২| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩২

ইপিআর সৈনিক বলেছেন:




ভারতে আপনার মতো বুদ্ধিজীবি নেই, সেজন্য ভারতে "২য় স্বাধীনতা" এলো না কখনো!

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতে কোন জিঞ্জিরা ইঞ্জিনিয়ার নেই যার কারনে ওদের ২য় স্বাধীনতার জন্য লড়তে হয়নি।

১৩| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৩

ইপিআর সৈনিক বলেছেন:





আপনি তো নিজকে বদলায়েছেন, কি কি করেছেন গত ১ বছরে?

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি মানুষ হওয়ার জন্য বদলিয়েছি পশু হওয়ার জন্য বদলাইনি। গত এক বছরে অন্ততপক্ষে কাউকে ঠকাইনি বা কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্থ হয়নি।

১৪| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৩

ইপিআর সৈনিক বলেছেন:


আপনি ব্লগারদের ঠকায়েছেন; আপনার প্রতিটা পোষ্ট ছিলো গার্বেজ, দেশে যে, আমেরিকান ক্যু হয়েছে সেটা আপনার লিলিপুটিয়ান মগজ প্রসেস করতে পারেনি।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জিঞ্জিরা ইঞ্জিনিয়ারের মগজ আর লিলিপুটিয়ান মগজ কখনো এক হতে পারেনা।

১৫| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই লাইনটা ভালো বলছেন, যদিও কাজের কাজ কিছু হবে না। চোরা না শে‍ানে ধর্মের কাহিনী। আর সমন্বয়ক বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজি না করলে চলবে কেমনে? রিয়াদ নামের যে ছেলেটাকে গুলশ‍ানে চাঁদাবাজির দায়ে আটক করা হয়েছে, তার বাপ-ভাই রিকশাচালক। রিয়াদ পড়ালেখা করেছে, কিন্তু এই পড়ায় কয় টাকার চাকরি পেত? তারচেয়ে ভালো চাঁদাবাজি করে বাড়িতে ভবন তুলছে। বলুন মারহাবা। ধরা খেয়ে এখন গারদে। ভবনটার কাজ কি শেষ হবে? ওদের আসলে ছোট ছোট কাজ করে বড় হওয়া উচিত ছিল। গরম ভ‍াতের মাঝে হাত দিয়ে পুড়িয়ে ফেলেছে। আওয়ামী লীগ যে ৯৩ বিলিয়ন ডাকাতি করে দেশ থেকে নিয়ে গেছে, এ পর্যায়ে যেতে আরও কৌশলী হতে হবে।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই চাঁদাবাজদের এমন ডলা দিতে হবে যেন বাকী জীবন মনে থাকে। চাঁদা বলে কোন শব্দ নেই এটা যেন মনে রাখে। এই বয়সে এরা চাঁদা নিয়ে ধরাকে সরা মনে করেছিল।

১৬| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৪

কাঁউটাল বলেছেন: হাউয়ামি কুত্তাদের লুট করা ৯৩ বিলিয়ন ডলার বাংলাদেশের এক বছরের বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে বেশী। ৬ বিলিয়নে আমরা রুপপুর পারমানবিক বিদ্যূৎকেন্দ্র করতে পারতাম, যেইটা হাউয়ামী লীগ ১২+ বিলিয়নে করছে। এইভাবে ব্যংকলুট, মেগা প্রকল্প থেকে নিয়ে ছোটখাট সমস্ত প্রকল্প, পাবলিকের জায়গা জমি সম্পত্তি লুট, ভঁড়ৎে পাচার -- সব মিলিয়ে আন অফিসিয়াল হিসাব আরও বেশী হবে। ইপিআর ছাগল ৫০ লাখ টাকা নিয়ে এমন লাফালাফি আরম্ভ করেছে, যে মনে হচ্ছে উহার হাউয়ামী বালকুকুর আর ভাদারা ধোয়া তুলশি পাতা ছিল।

গত ১৫ বছরে কুত্তার বাচ্চারা দেশের সবগুলা প্রতিষ্ঠান ধ্বংস করে অযোগ্য, ফাত্রা, তেলবাজ, র- এর এজেন্ট, ভাদা এবং বালকুকুর দিয়ে ভর্তি করে গিয়েছে। এই ক্ষতি টাকার চেয়েও বেশী।

টাকার ক্ষতি হয়তো এক সময় সামাল দেওয়া যাবে, কিন্তু হাউয়ামী কুত্তারা চেতনা ব্যবসার ধুঁয়া তুলে যে বাংলাদেশের মানুষের চরিত্র খারাপ করে দিয়ে গেছে, সেই ক্ষতি হয়তো কোনদিন কাটিয়ে উঠা সম্ভব হবে না।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গত ১৫ বছরে কুত্তার বাচ্চারা দেশের সবগুলা প্রতিষ্ঠান ধ্বংস করে অযোগ্য, ফাত্রা, তেলবাজ, র- এর এজেন্ট, ভাদা এবং বালকুকুর দিয়ে ভর্তি করে গিয়েছে। এই ক্ষতি টাকার চেয়েও বেশী।

টাকার ক্ষতি হয়তো এক সময় সামাল দেওয়া যাবে, কিন্তু হাউয়ামী কুত্তারা চেতনা ব্যবসার ধুঁয়া তুলে যে বাংলাদেশের মানুষের চরিত্র খারাপ করে দিয়ে গেছে, সেই ক্ষতি হয়তো কোনদিন কাটিয়ে উঠা সম্ভব হবে না। ------- খুবই যুক্তিযুক্ত কথা।

১৭| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১৯

অরণি বলেছেন: ব্লগার কাঁউটাল বলেছেন, টাকার ক্ষতি হয়তো এক সময় সামাল দেওয়া যাবে, কিন্তু হাউয়ামী কুত্তারা চেতনা ব্যবসার ধুঁয়া তুলে যে বাংলাদেশের মানুষের চরিত্র খারাপ করে দিয়ে গেছে, সেই ক্ষতি হয়তো কোনদিন কাটিয়ে উঠা সম্ভব হবে না। এই সত্য উপলব্ধি করার কেউ নেই।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুবই যুক্তিযুক্ত কথা বলেছেন ব্লগার কাঁউটাল।

১৮| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: @কা‍ঁউটাল, আওয়ামী লীগের লুট করা ৯৩ বিলিয়ন ডলার বাংলাদেশের একবছরের বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে বেশি। ৬ বিলিয়নে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করতে পারতাম, যেটা আওয়ামী লীগ ১২+ বিলিয়নে করছে। এভাবে ব্যংকলুট, মেগা প্রকল্প থেকে নিয়ে ছোটখাট সমস্ত প্রকল্প, পাবলিকের জায়গা-জমি-সম্পত্তি লুট, ভারতে পাচার -- সব মিলিয়ে আনঅফিসিয়াল হিসাব আরও বেশি হবে। ইপিআর ছাগল ৫০ লাখ টাকা নিয়ে এমন লাফালাফি আরম্ভ করেছে, যে মনে হচ্ছে ওর হাউয়ামী বালকুকুর আর ভাদারা ধোয়া তুলশি পাতা ছিল।

গত ১৫ বছরে কুত্তার বাচ্চারা দেশের সবগুলা প্রতিষ্ঠান ধ্বংস করে অযোগ্য, ফাত্রা, তেলবাজ, র- এর এজেন্ট, ভাদা এবং বালকুকুর দিয়ে ভর্তি করে গিয়েছে। এই ক্ষতি টাকার চেয়েও বেশি।

টাকার ক্ষতি হয়তো এক সময় সামাল দেওয়া যাবে, কিন্তু হাউয়ামী কুত্তারা চেতনা ব্যবসার ধুঁয়া তুলে যে বাংলাদেশের মানুষের চরিত্র খারাপ করে দিয়ে গেছে, সেই ক্ষতি হয়তো কোনোদিন কাটিয়ে উঠা সম্ভব হবে না।


সম্ভবত আইনস্টাইনের একটা কথা আছে যারা খারাপ করে তাদের দ্বারা ততটা খারাপ হয় না, যতটা খারাপ হয় যারা অন্যায়কে দেখেও না দেখার ভান করে। যে ছেলেগুলো ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়েছে, আপনার কি মনে হয় সারাজীবনে এরা ৫০ লাখ কামাতে পারত? ওই রিয়াদের বাপ-ভাই রিকশাচালক। একজন রিকশাচালকের ছেলের ৫০ লাখ টাকা চাঁদাবাজি আপনার কাছে সামান্য মনে হলো? আওয়ামী লীগ খারাপ করেছে বলে ওদের খারাপ কাজকে সাপোর্ট করে যেতে হবে? আপনি কি ব্লগে বা ফেসবুক বা কোথ‍াও এই সমন্বয়কদের নিয়ে সমালোচনা করে পোস্ট বা মন্তব্য করেছেন? অন্ধভাবে সাপোর্ট করে দিয়ে কি আসলে দেশ বা নিজের ভ‍ালো করছেন? এই দালালি কি আপনার প্রজন্মের জন্য ভালো হবে? নিজে করছেন দালালি, সমস্যা নেই। আরেকজনকে উপদেশ কেমনে? চিন্তা করে দেখেুন আপনার মতো এমন নির্লজ্জভাবে দালালি ব্লগে কয়জন করছে। যা শুরু করছেন অন্যরা মনে হয় সমালোচনা না করে চুপ করে সহ্য করে গেলেই খুশি হন। এখন চরিত্র নিজে নষ্ট করেও তো দোষ আওয়ামী লীগকে দেবেন। শিশু বলাৎকারকারীরা যেমন শয়তানকে দোষ দেয়।

১৯| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৩

সৈয়দ কুতুব বলেছেন: ইপিআর সৈনিক@সবাই ইডিয়ট কেবল শেখ হাসিনা এবং উনার ডাকাতেরা ভালো । শেখ হাসিনা সরে যাওয়াতে ভালো হয়েছে। দেশের মানুষের মাঝে কি কি চেনজ হয়েছে তা কিছুটা বোঝা যাইতেসে। ছেলেদের চাকুরি দিতে পারে না , বেতন বাড়ে না , ঢাকায় আসা ছাড়া চাকুরি হয় না আবার তার মাঝে কোটা বহাল করে । /:)

২০| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশ থেকে চাঁদাবাজ যেকোন মূল্যে নির্মূল করতে হবে তা না হলে আবারো অন্যকোন হায়েনা অন্যরুপে জেঁকে বসবে জাতির ওপর। এভাবে দেশ চলতে পারেনা চেতনা তালাশ করতে করতে ৫৫ বছর শেষ দেশের কোন লক্ষণীয় উন্নতি হয়নি; এভাবে আর কত?

২১| ২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১০

ইপিআর সৈনিক বলেছেন:



@কুতুব,

শেখ হাসিনাকে শিখানো হয়েছিলো বাংলাদেশকে কিভাবে আমেরিকান ক্যু থেকে রক্ষা করতে হবে; সে সেটা পারেনি ২টি কারণে, (১) বুদ্ধিমত্তের অভাব ও ইন্দিরার অকাল মৃত্যু (২) আমেরিকা, পাকিস্তান, বিএনপি, জামাত-শিবিরের জংগীদের হাত থেকে নিজের প্রান রক্ষার প্রছেষ্টা।

২২| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১১:১৯

কাঁউটাল বলেছেন: @ইপিআর চাঘল, শেখ হাসিনাকে এইটাও শিখানো হয়েছিল কিভাবে ভঁড়ৎিয় ক্যু (পিলখানা) এর সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে ভঁড়ৎের করদ রাজ্য বানিরে রেখে দিতে হবে। তথাকথিত আমেরিকান ক্যু যেহেতু ভঁড়ৎিয় ক্যু এর প্রভাব নষ্ট করে দিয়েছে সেই জন্য তোমার মত ভাদা ছাগলরা গুহ্যদ্বারে মরিচের গুড়ো লাগিয়ে নৃত্যকলা আরম্ভ করেছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.