| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রথম অভিযোগে মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় অভিযোগ ফাঁসরি আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জনগনের প্রত্যাশার রায়; অবিলম্বে বাস্তবায়ন চাই।
২|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
এই পশুটাও শেষ। কথায় বলেনা আল্লাহর মার শেষ রাতে।
৩|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আব্দুল্লাহ মামুনের সাজা খুবই লঘু হয়েছে। মাত্র ৫ বছর জেল।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লঘু হয়েছে ঠিকই বাট সে হাসিনার গোপন তথ্যগুলো দিয়ে রাস্ট্রপক্ষ্যকে সাহায্য করেছে।
৪|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২০
জুল ভার্ন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি মাকসুদ কামাল, ইনু সহ হাসিনা যাদের সাথে হত্যার আলোচনা করেছে তারাও অপরাধী। তাদেরকেও আইনের আওতায় আনা হোক।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় পূর্নাঙ্গ রায়ে তাদের বিষয়েও নিশ্চয় কোন নির্দেশনা থাকবে। যদি না থাকে তাহলে এই রায়ে কিছুটা অসম্পূর্ণতা থেকে যাবে। তারপর খুশি জনগনের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে রায়ে।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরপর ভারতের দালাল জিএম কাদের গং-দের বিচারের আওতায় আনতে হবে।
৫|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৩
মেঠোপথ২৩ বলেছেন: ঐতিহাসিক এক রায় যা এই দেশের সকল রাজনীতিবিদদের জন্য একটা লেসন হয়ে থাকবে যে, কেউই আইনের উর্ধে নয়।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন ভবিষ্যতে কেউ আর ফেসিস্ট হয়ে ওঠার সাহস পাবেনা।
৬|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ক্যাঙ্গারু কোর্টের ফরমায়শি এরায়ের ৫ পয়সার ও অমূল্য নেই।
এই রায় জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বৃটেন থেকে আপনি আমেরিকা থেকে বুইড়াভাম প্রত্যাখান করলে কিচ্ছু যায়আসেনা কারণ দেশের জনগনের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে এই রায়ে।
৭|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখন থেকে রাজনীতিকরা সোজা হয়ে চলবেন আর ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করবেনা না, লুটপাটের চেষ্টা করবেন না তাহলে এমন পরিনতি আপনাদের জন্যও অপেক্ষা করবে।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই রায় হাজার বছরের শ্রেষ্ঠ রায়। পরবর্তী বাংলাদেশের রাজনীতিবিদরা আকামকুকাম করতে এখন অন্তত ১০ বার ভাববে। আগে তারা ভাবতো তারা আইনের উর্দ্ধে।
৮|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪১
নতুন বলেছেন: এই রায়ের দরকার ছিলো। হাজার মানুষের মৃত্যু, পুঙ্গু, অন্ধদের জন্য এই রায় দরকার ছিলো।
যদিও আয়ামীলীগ ক্ষমতায় এলে সবই পাল্টে যাবে।
এটাই প্রমান করে আমাদের দেশের বিচার ব্যবস্থার বাস্তবতা কতটুকু।
তবে শেখ হাসিনার অহংকারের বিপরীতে এমন রায়ে হয়তো তিনি কি করেছেন তা অনুধাবন করবেন।
তবে ২০২৪ এর ঘটনায় আমার অনুধাবন হইলো।
দেশের মানুষ দেশ দূনিতিমুক্ত হউক চায় না। সন্ত্রাসমুক্ত হউক চায় না।
জনগন ভালো না হলে রাজনিতিক নেতারাও সোজা হয় না।
বাংলাদেশের রাজনিতিকরা কোনদিনই ঠিক হবেনা।
২০২৪ এর পরে বিএনপি, জামাত, এনসিপি সবাই ধান্দায় নেমে গেছে। আয়ামীলীঘ দেশের বিরুদ্ধে ষড়যন্তে নেমেছে। ![]()
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই রায় হাজার বছরের শ্রেষ্ঠ রায়। পরবর্তী বাংলাদেশের রাজনীতিবিদরা আকামকুকাম করতে এখন অন্তত ১০ বার ভাববে। আগে তারা ভাবতো তারা আইনের উর্দ্ধে।
৯|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭
অরণি বলেছেন: এই রায় বাংলাদেশের রাজনীতিবিদের জন্য উদাহরণ হয়ে থাকবে যদি তোমরা আকামকুকাম কর তাহলে তোমাদের পরিনতি এমনই হবে কারণ তোমরা কেউ এখন কেউ আর আইনের উর্দ্ধে নও।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগে সবাই নিজেদেরকে আইনের উর্দ্ধে ভাবতো এবং হয়েছেও তাই বিচারে তাদের কিছুই হয়নি।
১০|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইবলিস বোতল বন্দি না হলে এতোক্ষন পাগলা কুত্তার মতো কামড়াকামড়ি করতো।

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইবলিশ এবার শয়তান নামে আত্নপ্রকাশ করবে। ![]()
১১|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪
নতুন নকিব বলেছেন:
বাংলাদেশের ঐতিহাসিক এক রায়। হাজারো গুম, খুন আর নিরপরাধ মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানোর শেষ পরিণতি যে এমনই ন্যাক্কারজনক হয়, এই রায়ের মাধ্যমে আবারও তা প্রমানিত হয়েছে। নিগৃহীত, নিষ্পেষিত এবং বিপন্ন জনতার আশার প্রতিফলন ঘটেছে এই রায়ে। রায়ের সংবাদে সাধারণ মানুষের মুখে আলহামদুলিল্লাহ শোনা গেছে।
১২|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২১
একজন নিষ্ঠাবান বলেছেন: নতুন ভোরের সূচনা....। বাংলাদেশ জিন্দাবাদ।
১৩|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এই রায়ের মাধ্যমে এতো উৎসাহ প্রকাশ করে কি কোন লাভ হবে; মনে হচ্ছে উনি দেশে আছেন শ্রীঘ্রই তাকে ঝুলানো হবে! তিনি ভারতে বিন্দাস আরাম-আয়েসে আছেন; কর্মী- সমর্থকদের দিয়ে আন্দোলন করাচ্ছেন। ভারত তো দিবেই না + সরকারের তাকে দেশে নিয়ে আসার কোন অভিপ্রায় নেই। তিনি যেদিন ৩০০০০ মানুষ আবার হত্যা করার শক্তি সঞ্চয় করবেন যেদিন আওয়ামীলীগ নিয়ে দেশে ফিরবেন......
১৪|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮
যারীন তাসনীম আরিশা বলেছেন: ব্লগার কলিমুদ্দি দফাদারে সংগে গলা মিলিয়ে আমিও বলতে চাই-------
এই রায়ের মাধ্যমে এতো উৎসাহ প্রকাশ করে কি কোন লাভ হবে; মনে হচ্ছে উনি দেশে আছেন শ্রীঘ্রই তাকে ঝুলানো হবে! তিনি ভারতে বিন্দাস আরাম-আয়েসে আছেন; কর্মী- সমর্থকদের দিয়ে আন্দোলন করাচ্ছেন। ভারত তো দিবেই না + সরকারের তাকে দেশে নিয়ে আসার কোন অভিপ্রায় নেই। তিনি যেদিন ৩০০০০ মানুষ আবার হত্যা করার শক্তি সঞ্চয় করবেন যেদিন আওয়ামীলীগ নিয়ে দেশে ফিরবেন......
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবশেষ ফেসিস্ট হাসিনার চির অবসান হতে চলছে। এই রায়কে শত সহস্রবার সালাম।