নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কক্ষমানব

সেলিম মোঃ রুম্মান

আমি একজন নিরাপদ ব্লগার

সেলিম মোঃ রুম্মান › বিস্তারিত পোস্টঃ

মজার কিছু কোরবানীয় ফেবু স্ট্যাটাস :)

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

ভাগ্য ভাল মেয়েরা গরু কিনতে যায় না।

গেলে গরুর দফারফা হয়ে যেত।

কি হতো কোন আপু যদি গরু কিনতে যেতেন--



১.গরুকে দেখতে অবশ্যই সুইট হতে হবে, চেহারায় মায়া থাকা লাগবে।

মায়া ছাড়া গুন্ডা গুন্ডা লাগে



২.চোখের নিচে কালি থাকলে চলবে না কালিওয়ালা গরুকে কেমন

জানি ক্ষেত লাগে।



৩.স্মার্টলি লেজ নাড়াতে হবে। গাঁইয়্যার মত লেজ নাড়ালে হবে না।



৪."হাম্বা" ডাকে অবশ্যই কন্ঠস্বর ভরাট এবং হৃদয় খানের মত সুইট

হতে হবে।



৫.গায়ের রং দুধে আলতা না হোক লাল রঙের ডিব্বায় হলুদ

হতে হবে ...



৬.গরুর দৃষ্টি বেয়াদবের মত হলে চলবে না, সুইট করে তাকাতে হবে।



৭. সার কথা হল গরুকে স্মার্ট হতে হবে আশিকি ২ এর

নায়কের মত। সো সুইট সমস্যা হল গরুর দাম যদি ৫০

হাজার হাঁকানো হয়,তবে আপু অবশ্যই অভ্যাশবসত ৫

হাজার থেকে দামাদামি শুরু করবেন।

সবচে বড় কথা উনি গরু কিনে আনতে আনতে কোরবান

হয়ে যাবে।



- Matha Nosto (মাথা নষ্ট)



==========



...LIVE from হাট

-একজন কে দেখলাম; সাফারি পরে, টানা অনেকক্ষণ ধরে মাইকেল জ্যাকসনের ‘মুন ওয়াক’ করছে … মুগ্ধ চোখে কিছুক্ষন তাকিয়ে থাকার পর বুঝলাম যে, ‘আসলে উনার পায়ে গোবর লেগেছে, ক্লিন করছেন’



-একজন মুরুব্বীকে দেখলাম; সাথে একজন সহযোগী নিয়ে এসেছে…যে, প্রধানের মাথায় বিরাট ছাতা ধরে রেখেছে…একটু পরে দেখা গেলো, ভিড়ের ঠেলায়, প্রধান একদিকে…আর সহযোগী আরেকদিকে চলে গেছেন। প্রধান সাহেবকে শুনা গেলো, ‘মোবাইলে জোরে জোরে চিৎকার দিয়ে বলছেন, “ঐ হারামি আমি তো হারায়ে গেসি… তুই গেসত কই?” ওপাশ থেকে ঠিক কি বলল জানি না, তবে প্রধান জোরে জোরে বলল, ‘হারামি ছাতা কি বন্দ কইরা লাইসত, দূরদূরান্তে তো তোর ছাতা চোখে পরে না আমার?’ যাক, এখান থেকে শিখলাম যে; “হাটে, ‘ছাতা’একটা ভাল GPS হিসেবে কাজ করতে পারে”



-একজন কে দেখলাম; বিড়বিড় করে গরুর দাম ডলারে কনভার্ট করে নিচ্ছে…আমার কোলে আমার বাচ্চা ছিল দেখে কিছু করলাম নাহ... নাহলে, ওরে ধাক্কা দিয়ে গোবরে ফেলে দিতাম! ব্যাটা, কাউ বয় হ্যাট আর বেল্ভেটের প্যান্ট পরে, হাটে এসে ডলার মারাস



-এক জায়গায়; দুইজনকে দেখলাম রীতিমত হাতাহাতি করছে। মনে মনে ভাবলাম, ‘সব্বনাস! এ বছর গরুর এতো ডিমান্ড যে গরু কেনার জন্য হাতাহাতি লেগে গেছে’! পরে শুনলাম যে, এরা ক্রেতা না, ‘এরা বিক্রেতা’! একজনের গরুর ভুষি অন্যজনের গরু খেয়ে ফেলেছে!



-একজন কে দেখলাম; মোটরসাইকেলের হেলমেট পরে হাটে ঘুরছে … আমাদের দেশী বোম স্কোয়াডও মনে হয় ময়দানে এতোটা সচেতন থাকে না, উনি হাটে যতটা আছেন



-একজন কে দেখলাম; লুঙ্গি পরে এসেছে… কিন্তু আবার, লুঙ্গির নিচে ফুলপ্যান্ট পরে আছে। উঁকি দেয়া লাগে না…এমনিতেই প্যান্ট দেখা যাচ্ছে। উনার মোটিভ কিছু বুঝলাম না।



হয়তবা গতবার হাটে, অতি এক্সপার্টগিরি দেখাতে যেয়ে গরুর লেজ-মেজ নাড়াচাড়া করায় গরু বিরক্ত হয়ে, গুঁতায়ে এর পরনের বস্ত্র খুলে ফেলেছিল… আর তাই এই ব্যাকআপ! এছাড়া আর কি ই বা কারন হতে পারে?



আরেকটা কারন হতে পারে, যেহেতু গরু কিনতে হয় ক্যাশ টাকা দিয়ে, সুতরাং লুঙ্গির কোঁচায় তো এতো টাকা রাখা যায় না…তাই বুদ্ধি করে প্যান্ট পড়ে এসেছে, যেন প্যান্টের পকেটে টাকা রাখতে পারেন। বুদ্ধি ভাল বটে কিন্তু তাই বলে, স্কটিশদের মত, স্কারটের মত লুঙ্গি পরে ভাব নেয়ার কি আছে? আমি তো এতদিন জানতাম, মানুষ লুঙ্গি পরে আরামের জন্য!



- Arif R Hossain



==========



কিভাবে বুঝবেন এটা কুরবানির ঈদ?



১. পাড়ায় রাস্তায় রাস্তায় থোকা থোকা কিংবা ঝিরি ঝিরি গোবর কিংবা বিন্দু বিন্দু ছাগলের লাদি পরে আছে।

২. কোর্ট টাই পড়া আব্দুল হাকিম চাচা গরুর দড়ি ধরে দাঁড়িয়ে আছে পাড়ার ক্রিকেট মাঠে। সৌভাগ্যবান গরুটা ঘাস খাচ্ছে।

৩. আশপাশের প্রত্যেকটা বাড়ি থেকেই ছাগলের ম্যা ম্যা ধ্বনিতে প্রকম্পিত হবে। মাঝের বিরতীতে গরুর হাম্মা হাম্বা অন্যরকম রিদম দেবে আপনাকে।

৪. আপনার পাশ দিয়ে নিয়ে যাওয়া গরু বা ছাগলটাকে দেখে আপনার পাশের মানুষ গুলো দুটি শব্দ বলবে। শব্দ দুটি হল, ভাই কত?

৫. পাড়ার গেদা পুলাপাইন একজন আরেকজনকে বলবে, আমাদের লাল-আমাদেরটা কালো!

৬. আপনার বাসায় কোন কাঁঠাল গাছ আছে? গাছটা উলঙ্গ হবার সাথে সাথে আপনি খুব ভাল করেই বুঝবেন কুরবানীর ঈদ চলে আসছে।

৭. কোনদিন হাতে এন্টিকাটার এমনকি নেইলকাটার না নেয়া লোকটাও বাজার থেকে কিনে আনবে ইয়া বড় বড় চাপাতি!

৮. আপনি হয়তো কোনদিন বউয়ের গলায় মালা পড়ানোর কথা ভাবতেও পারেননি কিন্তু দেখবেন গরু ছাগলের গলায় সুন্দর সুন্দর রঙবেরঙের মালা ঝুলছে, ইটস কুরবানি ঈদ!

৯. টিভিতে ঈদ প্রোমোশনালে দেখবেন গরু ছাগলের গ্রাফিক্স। আর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাবেন "কসাই"।

১০. দোকানে দোকানে বিক্রি হচ্ছে দা-চাপাতি আর গাছের গুড়ি।



আর আমার মত যারা মিডিয়াতে চাকরী করেন তারা কাজের চাপেই বুঝবেন এটা ঈদ। আমাদের কাছে কুরবানির ঈদ আর রোজার ঈদ কোন পার্থক্য নাই, কাজের চাপটাই আসল। হাম্বা মোবারক!



- আপেল মাহমুদ



===========





এক ভদ্রলোক চিড়িয়াখানায় জিরাফের খাঁচার পাশে তাঁর ছেলেকে নিয়ে গেছে। জিরাফকে দেখিয়ে বলল, 'বাবা, বলোতো এটা কী প্রাণী?'

ছেলে খানিক্ষণ দেখেটেখে জবাব দিল, 'এটা একটা গরু।'

ভদ্রলোক খেপে গিয়ে ছেলের পিঠে দুমদুম করে কয়েক ঘা বসিয়ে দিলেন, আশেপাশে থেকে লোকজন ছুটে আসল। 'আরে করেন কী, করেন কী, মারছেন কেন? একটা ছোট ছেলে জীবনে কি জিরাফ দেখেছে যে জিরাফ চিনবে? আপনারা মশাই একেবারে ছোটবেলাই ছেলেকে আইনস্টাইন বানিয়ে ফেলতে চান, যত্তসব।'



ভদ্রলোক মুখ কালো করে জবাব দিলেন, 'জিরাফ চিনে না বলে মারি নাই, এ দেখি গরুই চিনে না, এজন‌্যই তো মারলাম।'

---------

ভাইলোগ জিরাফ না চিনেন ক্ষতি নাই, গরু চিনতে ভুল কইরেন না। ইন্ডিয়ান গরু-ভুটানি গরু-দেশি গরু, বুড়া গরু-জোয়ান গরু, কমদামের গরু-বেশিদামের গরু, পাগলা গরু-শান্ত গরু, ষাড়-বলদ-গাভী.... সব চিনে নিয়ে কিনে নিয়েন।

ঈদ মোবারক।



- Arif Jebtik



============



বোনাস স্ট্যাটাস:



ঢাকার লোকাল বাসগুলো একেকটা বিরাট শিক্ষা প্রতিষ্ঠান। রাস্তার জ্যামের চেয়েও এই বাসগুলোর ভেতর জ্যাম থাকে বেশি। স্বাভাবিকভাবেই দুনিয়ার বিভিন্ন বিষয়ের ওস্তাদরা এই বাসে যাতায়াত করেন।



১. গালাগালির ওস্তাদ- মিনিটে মিনিটে এই ড্যাশের পুলা, ঐ ড্যাশের পুলা টুট টুট টুট.. এই আপনের সমস্যা কি? টুট টুট টুট! ঐ আপনের কি হইছে সইরা খাড়ান না কেন? টুট টুট টুট...



২. ড্রাইভারের ওস্তাদ- এই ওস্তাদেরা সারাক্ষণ ড্রাইভারকে দিক নির্দেশনা দেয়। ঐ ব্যাটা এমনে না যাইয়া ওমনে যা। ঐ চিপা দিয়া ঢুকায় দে তারাতারি যাবি। কিরে কথা শুনলিনা ক্যান? মাইর খাবি?



৩. ট্রাফিক পুলিশের ওস্তাদ- সিগন্যাল পড়লেই এই ওস্তাদদের খুঁজে পাওয়া যায়। জানালা দিয়ে গলাটা বের করে ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে গালি বাণি ছোড়ে। ঐ ব্যাটা আর দুইটা মিনিট পরে হাত দেখাইলে কি খুব ক্ষতি হইতো, টুট টুট টুট টুট...!!



৪. ভিক্ষুকের ওস্তাদ- দুনিয়ার সবচেয়ে লেটেস্ট মডেলের ভিক্ষা পদ্ধতি দেখা যায় রাজধানীর বাসে। সর্বশেষ পদ্ধতি মনে হয় চিঠি বিতরন। বাসের ভেতর বসতে না বসতেই কেউ একজন আপনার কোলের মধ্যে একটা চিঠি দিয়ে যাবে। চিঠিতে বিভিন্ন সমস্যার কথা লেখা। সবশেষে সাহায্য করুন।



৫. পকেটমার ওস্তাদ- বাসে এই ওস্তাদদের আনাগোনা বহুত। তবে এদের চিনতে পারিনাই এখনো। আশপাশের যে কাউরেই পকেটমার ওস্তাদ মনে হয়। খুব সতর্ক থাকি কিন্তু বাস থেকে নেমে পকেটে মানিব্যাগ কিংবা মোবাইল খুঁজে পাইনা প্রায়।



৬. ডাক্তারের ওস্তাদ- দুনিয়ার সবচেয়ে বড় বড় ডাক্তার পাওয়া যায় মনে হয় ঢাকার লোকাল বাসে। দুনিয়ার এমন কোন অসুখ নাই যার ঔষধ এদের কাছে নাই। মাসাল্লাহ এরা আবার কোম্পানির পাবলিসিটির জন্য স্বল্পমুল্যে ঔষধ বিক্রি করে!



৭. রিংটোন এ্যান্ড ভোকাল বাবা- বাসের মধ্যে নিজেদের সবচেয়ে স্মার্ট মনে করে এই বাবারা। একটু পর পর মোবাইলে রিং বাজতে থাকে "সাথী তেরা পেয়ার পুঁজা হে"। ইচ্ছা করেই দেরি করে ফোনটা রিসিভ করে যেন বাসের সবাই তাকে নোটিশ করে। তাকে দেখতে অনেক কুই ই ই ট লাগছে!! তারপর এমন জোড়ে শব্দ করে কথা বলবে যেন ভু-পৃষ্টের তলদেশের কারো সাথে কথা বলছে।



৮. গন্ডগলের ওস্তাদ- এই ওস্তাদরা বাড়ি থেকেই বের হয় বউয়ের সাথে ঝগড়া করে। বাসের ভিতর ঢুকেই বউয়ের রাগ আরেকজনের উপর ঝাড়তে থাকে। ঐ মিয়া পায়ে পারা দিছেন ক্যান? ঐ মিয়া এমনে চেগায়া বইচেন ক্যান? এরা গন্ডগল বাধাবেই।



৯. সমাধান বাবা- প্রত্যেকটা বাসেই গন্ডগলের ওস্তাদদের নিয়ন্ত্রনের জন্য এই সমাধান বাবারা আছেন। এরা গাইল দিয়া হোক, থাবরাইয়া হোক, নিজেরে ওস্তাদ জাহির কইরা হোক একটা না একটা সমাধান করবেই।



১০. ধৈর্য্যের ওস্তাদ- এরা শান্তিপ্রিয় মানুষ। সারাদিন বাসের ভেতর যাই ঘটুকনা কেন এরা মুখ খোলেনা। মনে হয় ঢাকা শহরটা শুধুই এই শ্রেণিটার জন্যই। এম শান্তি ওম।



বাসের ড্রাইভারও অনেক বড় ওস্তাদ। এতরকমের চিড়িয়ার কথা শোনার পরও গন্তব্যে পৌছায় দেয়। তবে ঢাকার লোকাল বাসে সবচেয়ে বড় ওস্তাদ হইলো কন্ডাকটররা। কি পরিমান ধৈর্য্যের সাথে এরা এইসব উজবুক মানুষের কাছ থেকে ভাড়া তুলে তা সত্যিই আশ্চর্যের। তাছাড়া একটু পর পর ওঠা নামা করা যাত্রীগুলোর ফেস চিনে রাখে নিমেষেই। বড় নোট খুচরা করার জন্য একজনের টাকা আরেকজনকে দেয়, যে কোন ব্যাংকারের চেয়েও দক্ষতার সাথে। নুবেল দিলে বাসের কন্ডাকটরদের দেয়া উচিত, যে গুলি খাইচে তারে না।



- আপেল মাহমুদ



=================

ফেসবুক থেকে সংগৃহীত

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

সোহানী বলেছেন: হাহাহাহাহা........................

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩

সেলিম মোঃ রুম্মান বলেছেন: হি হি হি...................

২| ২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১

প্রবাল ক্ষ্যাপা বলেছেন: লোকাল বাসে সবচেয়ে বড় ওস্তাদ হইলো কন্ডাকটররা। কি পরিমান ধৈর্য্যের সাথে এরা এইসব উজবুক মানুষের কাছ থেকে ভাড়া তুলে তা সত্যিই আশ্চর্যের। তাছাড়া একটু পর পর ওঠা নামা করা যাত্রীগুলোর ফেস চিনে রাখে নিমেষেই.............................

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

সেলিম মোঃ রুম্মান বলেছেন: জ্বি জনাব, উনাদের স্মরণশক্তি দেখলে আমিও বিস্মিত হই

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

সেলিম মোঃ রুম্মান বলেছেন: :) :) :)

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

এম আর ইকবাল বলেছেন: =p~ =p~ =p~ |-)

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ইকবাল ভাই, হাসতে হাসতে ঘুমায় গেলেন না জ্ঞান হারাইলেন বুঝলাম না :-0

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

স্বস্তি২০১৩ বলেছেন: =p~ =p~ :P

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

সেলিম মোঃ রুম্মান বলেছেন: :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.