নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কক্ষমানব

সেলিম মোঃ রুম্মান

আমি একজন নিরাপদ ব্লগার

সেলিম মোঃ রুম্মান › বিস্তারিত পোস্টঃ

জাতির এই দশ নম্বর বিপদ সঙ্কেতের সময়ে আম জনতার জন্য কিছু সতর্কতা !

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

১) অফিসিয়াল কিংবা স্টুডেন্ট আইডি এরসাথে ন্যাশনাল আইডিটাও সাথে রাখুন।



২) বাড়তি সিম বা ফোন না রাখাই ভালো।



৩) অপ্রোয়জনীয় বই পত্র বাসায় না রাখাই ভালো।



৪) ল্যাপটপের এবং স্মার্টফোনের সব এপ্লিকেশানে পাসওয়ার্ড দিয়ে রাখুন।



৫) বাসার কিংবা মেসের সবাইকে বলে দিন আপনি গ্রেফতার হলে পরিবারের কাউকে ফোন দিতে।



৬) কিছু শুকনো খাবার কিনে রাখুন বাসায়।



৭) পর্যাপ্ত পানি রাখুন বাসায়।



৮) রাত এগারোটার আগেই বাসায় ফিরে আসুন।



৯) বিড়ি সিগ্রেট বদভ্যাস যাদের আছে তারা এগুলো সামলে রাখুন।



১০) এটিএম কার্ড মানিব্যাগে রাখবেন না। এমন কোথাও রাখুন যাতে অন্তত আপনার বিশ্বস্ত কেউ একজন খুঁজে পায়। সম্ভব হলে অন্তত ২৫০০০ টাকা ওখানে রাখুন।



১১) কোরআন শরীফ ছাড়া নামাজ শিক্ষা-মাসলা-মাসায়েল ইত্যকার পুস্তকাদি রাখার দরকার নেই।



১২) পুলিশের ছদ্মবেশে এখানে সেখান ডাকাতি হচ্ছে। তল্লাশি চালানোর সময় যদি সম্ভব হয় বিনয়ের সাথে পুলিশের আইডি কার্ড দেখতে চান। যে কক্ষেই ঢুকবে সেই কক্ষে তাদের পিছু পিছু যাবেন।



১৩) সন্ধ্যার পর বাসার প্রধান দরজা লাগিয়ে দিন। যে কলিংবেল চাপুক পোর্ট হোল দিয়ে দেখে নিন কে সে। যদি সন্দেহ হয় তবে একটু দেরী করে দরজা খুলুন। সম্ভব হলে এর ফাঁকে বাড়িওয়ালাকে খবর দিন।



১৪) মেসে এই মুহুর্তে গেস্ট কিংবা অপরিচিত লোক না রাখাই ভালো।



১৭) খুব শান্তভাবে দৃঢ় কন্ঠে মোকাবেলা করুন পরিস্থিতি। এরপরও যদি বিপদে পড়েন তবে আল্লাহকে ডাকেন। নিশ্চয় তিনিই উদ্ধার করবেন। আল্লাহ আপনাদের সহায় হোন।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

মুহসিন বলেছেন: যেভাবে বলে যাচ্ছেন, এটাও বলতে পারতেন, ১৮) সম্ভব হলে গোপন কোন বাংকারে থাকুন। অথবা আইনপ্রয়োগকারী সংস্থায় আত্মীয় স্বজন থাকলে তাদের বাসায় থাকুন।

---ভাই এত ভীতু না হয়ে স্বাভাবিক থাকা যায়না? এটা নেহাতই সাময়িক।

বিপদের পরই পরিত্রাণ আসে, অন্ধকারের পর আসে আলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: সতর্ক থাকাটা কি ভীতু হওয়ার লক্ষণ? ধন্যবাদ

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

আহলান বলেছেন: ভালো বলেছেন .....

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আমাদের সকলেরই সতর্ক থাকা প্রয়োজন, ধন্যবাদ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আমাদের সকলেরই সতর্ক থাকা প্রয়োজন, ধন্যবাদ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এটা কি স্বাধীন দেশের পরিস্থিতি!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আমরা কি আসলেই স্বাধীন?

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এটিএম কার্ড সাথে রাখলে কি সমস্যা হতে পারে?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

সেলিম মোঃ রুম্মান বলেছেন: অনেক সমস্যা হতে পারে, যেমন আটকের সময় অন্যান্য জিনিসপত্রের সাথে আপনার এটিএম কার্ডও রেখে দিতে পারে যেটা অন্য কোথাও থাকলে হয়তো আপনার কাজে আসত। ধন্যবাদ

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: concsious civilian.

positive writing.

thanks

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ধন্যবাদ

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

রক্ত পলাশী বলেছেন: পারলে বাড়ীর বউটাকে অন্যের লকআপে রেখে আসুন।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

সেলিম মোঃ রুম্মান বলেছেন: সবার সতর্ক থাকা উচিত

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালী কুকুরে বাচ্চারা দেশটারে একটা কারাগার বানায়ে ছাড়ছে,

৯| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯

খেলাঘর বলেছেন:

ব্লগার "মোঃ আনারুল ইসলাম " এখন কোন নিকে আছে?

১০| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪১

ধূসর প্রহর বলেছেন: ৬)কিছু শুকনো খাবার কিনে রাখুন বাসায়।

৭) পর্যাপ্ত পানি রাখুন বাসায়।

এদু'টো কি কারণে? নিজেকে বন্যা কবলিত মানুষ লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.