নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোয়েবের লেখা

wallpaper_joker_1280.jpg

সোয়েব সালেহীন

আল্লামা কবি ইকবাল রহ. বলেন- চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়। এই তো সে-ই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়।

সোয়েব সালেহীন › বিস্তারিত পোস্টঃ

পিতা মাতার হক জানা ও তা সন্তানের পালন করা একান্ত কর্তব্য

০৩ রা মে, ২০১৪ ভোর ৬:৫৫

পিতা মাতের হক ১৪টি।তার মধ্যে জীবিত অবস্থায় ৭টি ও মৃত্যুর পরে ৭টি







জীবিত অবস্থায় ৭টিঃ



১।পিতা মাতের প্রতি স্রদ্ধাশীল হওয়া



২। মনে প্রানে মহব্বত করা



৩।সরবদা তাদের মেনে চলা



৪।তাদের খিদমত করা



৫।তাদের প্রয়োজন পুরা করা



৬।তাদের সর্বদা আরাম পোঁছানোর চিন্তা ভাবনা করা



৭।নিয়মিত তাদের সাথে দেখা করা







মৃত্যুর পরে ৭টিঃ



১।তাদের মাগফিরাতের জন্য দোয়া করা



২।সওয়াব রেসানী করা।



৩। তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনের সম্মান করা



৪। তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনের সাহায্য ও সহায়তা করা



৫।দেনা পরিশোধ ও আমানত আদায় করা ।



৬।শরীয়ত সম্মত অসীয়ত পূর্ণ করা ।



৭ মাঝে মাঝে তাদের কবর যিয়ারত করা ।







তাদের হক আদায় করতে হবে তবে তাদের হক আদায় করতে গিয়ে যেন আল্লাহর হককে ভুলে না যাই ।







আল্লাহ আমাদের আমল করার তাওফিও দান করুন ।আমীন

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ সকাল ৯:২১

সৃজনশীলপ্রয়াস বলেছেন: দোয়া করাটা সবসময়, মৃত্যুর অাগে ও পরে সবসময় (দেখুন সুরা ইশরা)। কোনটা কোন হাদিস থেকে বলছেন সূত্রথাকলে ভালোহত। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:১৬

সোয়েব সালেহীন বলেছেন: একমত

২| ০৩ রা মে, ২০১৪ সকাল ১০:০৭

সজল আহমদখ বলেছেন: আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.