নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোয়েবের লেখা

wallpaper_joker_1280.jpg

সোয়েব সালেহীন

আল্লামা কবি ইকবাল রহ. বলেন- চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়। এই তো সে-ই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়।

সোয়েব সালেহীন › বিস্তারিত পোস্টঃ

সুরা লুকমানে সমাজ প্রতিষ্ঠার বুনিয়াদগুলো সংক্ষেপে আলোচনা

০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪১

আল্লাহ তাআলা সুরা লুকমানে সমাজ প্রতিষ্ঠার বুনিয়াদগুলো সংক্ষেপে আলোচনা করেছেন । আর সেগুলো হলো ----

১ । তাওহীদ

২ । মা বাবার সাথে উত্তম আচরণ করা

৩ । পরকালের প্রতি বিশ্বাস

৪ । নামাজ

৫ । দাওয়াত

৬ । ধৈর্য

৭ । উত্তম চরিত্র



প্রথম বুনিয়াদ তাওহীদ



প্রথম কথাটি হযরত লুকমান আঃ এর উপদেশ হিসাবে উচ্চারিত হয়েছে । এটা একটি জীবন বিধান । এটা একটি মৌলিক ভিত্তি । ইরশাদ হচ্ছে ---- হে বৎস আল্লাহর সাথে কাউকে শরীক করো না ॥

সুরা লুকমান - ১৩

প্রথম সবক হলে লা ইলাহা ইল্লাল্লাহ । অর্থাৎ আমরা আমাদের সত্তারও মালিক নই । যদি আমরা আমাদের সত্তার মালিক হতাম , তাহলে আমাদের উপর মৃত্যুর আক্রমণ করতে পারতো না । আমরা যদি আমাদের অস্তিত্বের মালিক হতাম তাহলে আমরা এই পৃথিবীতে অনন্তকাল থাকার চেষ্টা করতাম । আমরা যদি আমাদের সত্ত্বার মালিক হতাম তাহলে কোনো রোগ ব্যাধিকে আমাদের কাছেও ঘেঁষতে দিতাম না । রোগ ব্যাধিকে আমরা দুরে ছুঁড়ে মারতাম । অথচ আমরা তো সর্বদাই বিপদ আপদের মুঠোয় বাঁধা । বিপদ আপদ আমাদের অবিরাম শাসিয়ে যাচ্ছে । কিন্তু আমরা এতোটাই অসহায় যে আমরা এটা পর্যন্ত দেখতে পাইনা যে আমাদের উপর কার ফয়সালা চলতেছে ?

প্রথম বুনিয়াদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ! শিশু কিশোর ছোট বড় নারী পুরুষ ব্যবসায়ী কৃষক গ্রাম্য শহুরে সকলের অন্তরেই এই বুনিয়াদ প্রতিষ্ঠিত করতে হবে । আমাকে অবশ্যই আল্লাহকে মেনে চলতে হবে এই বিশ্বাস সকলের অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে ।



তাওহীদ ও রিসালত



রিসালত ব্যতীত তাওহীদের কোনো উচ্চারণ নেই । সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করোনা --- এর মধ্যেই লুকিয়ে আছে মুহাম্মাদুর রাসুলুল্লাহ । লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই নিহিত রয়েছে মুহাম্মাদুর রাসুলুল্লাহ । এই তাওহীদ ও রিসালত ব্যতীত কালেমা -- ঈমানের কালেমা হতে পারে না । ইসলামের কালেমা হতে পারে না । সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হলো আত্মার বিষয় । আর বাহিরের বিষয় হলো মুহাম্মাদুর রাসুলুল্লাহ । লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না আর মুহাম্মাদুর রাসুলুল্লাহ লুকানো যায় না । দুটি সম্পূর্ণ বিপরীত বিষয় । একজন এমন যাকে চেষ্টা করেও লুকানো যায় না । আরেকজন এমনকি যাকে চেষ্টা করেও দেখানো যায় না । লা ইলাহা ইল্লাল্লাহ থাকে হ্রদয়ের গভীরে আর তার পরিচয় মিলে মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর মধ্যে ।

একজন নারীর জীবনে , একজন পুরুষের জীবনে , একজন ব্যবসায়ীর ব্যবসায় , একজন কৃষকের খামারে অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন মুহাম্মাদুর রাসুলুল্লাহ ঝলসে উঠবে , চমকে উঠবে -- তখনই বুঝতে হবে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ ঝেঁকে বসেছে । গাছে যখন ফুল হয় ফল হয় , ফল হয় , ফল ঝুলে পড়ে তখনই আমরা বুঝি গাছের শেকড় গভীরে প্রোথিত হয়েছে । অনুরূপভাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ যখন ঘরে বাহিরে অফিসে বাজারে শরীরে চরিত্রে কথায় দৃষ্টিতে হাতে পায়ে শরীরের সকল অঙ্গে জীবনের সকল প্রাঙ্গণে ছেয়ে যাবে তখনই বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর শেকড় সমাজের সকল মানুষের অন্তরে প্রোথীত হয়েছে এবং এর শীকড় অন্তরের গভীরে চলে গিয়েছে ॥

( চলবে ) ( পরবর্তী পর্বে দ্বিতীয় বুনিয়াদ -- মা বাবার সাথে উত্তম আচর সম্পর্কে আলোচনা করা হবে ইন শা আল্লাহ )

সুত্রঃ মাওলানা তারিক জামীল সাহেবের বয়ানের বাংলা অনুবাদ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৪৮

আমি স্বর্নলতা বলেছেন: সুন্দর পোস্ট। ভালোলাগা জানবেন।

২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০৬

একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.