নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোয়েবের লেখা

wallpaper_joker_1280.jpg

সোয়েব সালেহীন

আল্লামা কবি ইকবাল রহ. বলেন- চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়। এই তো সে-ই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়।

সোয়েব সালেহীন › বিস্তারিত পোস্টঃ

ছোট ছোট শিরক থেকে সাবধান থাকা উচিত

০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:১৫

মুসলিমরাও এই শিরক গুনাহ করে থাকে নিজেদের অজান্তে।



1. যেমন তাবিজ বা দোয়া ঝুলিয়ে রাখার মাধ্যমে যদি মনের মধ্যে উপলব্ধি সৃষ্টি হয় যে এই দোয়া বা তাবিজ নিরাপত্তা দেবে বা কাজের সাফল্য দেবে তখনই শিরক হয়ে গেল। কোরআনে চুমা দেবার বিষয়টি যদি মনে এমন ধারনা জন্মায় যে এই কোরআন-ই সকল সফলতা দান করবে তখনই শিরক হয়ে যায়।



2. তেমনি কোন মাজারে গিয়ে যদি বলা হয় “হায় খাজা আমাকে এটা দাও ওটা দাও”, তখনই বিষয়টি পুরাপুরি শিরক। খলিফা ওমর (রা:) একবার হজ্জের সময় যখন তিনি কাবা ঘরের হযরে আসওয়াত পাথরে চুমু দিতে যান তখন তিনি পাথরকে উদ্দেশ্য করে বলেন “তুমি তো নিতান্তই পাথর। আমি তোমাকে চুমু দেবার প্রয়োজন বোধ করতাম না যদি আল্লাহ’র রসুল মোহাম্মদ (দ:)কে চুমু দিতে না দেখতাম। আমি রসুলকে ভালবাসি, আমার রসুলকে তোমাকে চুমু দিতে দেখেছি বলেই আমি তোমাকে চুমু দিলাম”।

3. দোয়া পাঠ করে গাড়ীতে আরোহন করার মধ্যে আল্লাহকে স্মরন করা হয় যা আল্লাহ পছন্দ করেন। কিন্তু গাড়ীতে বা বাড়ীতে দোয়া টানিয়ে রেখে যদি মনে করা হয় এটাই নিরাপত্তা দেবে তা শিরক। কাজেই এই সব ছোট খাট কাজের মাধ্যমে অতিভক্তি করতে গিয়ে অনেক মোমিন মুসলিমরাও অজান্তে শিরক করছি যা থেকে আমাদের বিরত থাকা উচিত।



4. বিশেষ করে কোরআনে চুমু দেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন মনে না করি যে কোরআনই আমাদের সফলতা দেবে। বরং মনে করা উচিত এটি আল্লাহ প্ররিত আমাদের জন্য হিদায়েত বই, এর বেশী কিছু নয়। কোরআন প্রতিদিন পাঠের মাধ্যমে আল্লাহ’র সান্নিধ্য আসে এবং আল্লাহ তাকে সফলতা দেন। কিন্তু কোরআন পকেটে নিয়ে চলাফেরা করা বা গাড়ীতে ঝুলিয়ে রাখার মধ্যে আল্লাহ’র সান্নিধ্য আসে না।



5. অনেক ব্যবসায়ী দিনের প্রথম আয়ের টাকার উপর চুমু দেন যা বেদায়েত কাজ।

6. আবার রিক্সা শ্রমিক বা গাড়ীর ড্রাইভার দিনের প্রথম গাড়ীতে উঠার সময় স্টিয়ারিং বা চাকাকে ছালাম করে যা শিরক কাজ। এই সব বেদায়াত কাজ থেকে প্রত্যেক মোমিন মুসলিমদের বিরত থাকা উচিত।



* ডাক্তার না আসলে তাকে বাচানো যেত না

* উপরে আল্লাহ নিচে তুমি

* আল্লাহ আর আপনি আমাকে বাচালেন

* কুকুরটা থাকলে আজকে চুরি ঠেকানো যেত

* ঐ ওষুধ না খেলেই পুরো সুস্থ হয়ে যাবে

* আপনি আর আল্লাহ যা চাইবেন তাই হবে

* ড্রাইভারের কারনে বাসটি রক্ষা পেল

* দক্ষ মাঝি না হলে সবাই মারা যেত

* আমি আল্লাহ ও আপনার হেফাজতে আছি

* যেমন সার দিয়েছি তেমন ধান পেয়েছি

* আল্লাহ ও আপনার উপর ভরসা করছি

আসুন আমরা দোয়া কির আল্লাহ যেন এই সব বড় বড় গুনাহ থেকে নিজেদের এবং আমাদের আশে পাশের মানুষদের বিরত থাকার মত চেতনা দান করেন, আমিন।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ । ঘটনা দুর্ঘটনা ঘটানোর মালিকও আল্লাহ। বস্তু বা প্রতিকৃতি নিয়তির পরিবর্তন আনতে পারে না। আল্লাহ তায়ালা আমাদের এই সব ছোট বড় শিরক থেকে রক্ষা করুন।

১১ ই মে, ২০১৪ সকাল ৮:২৫

সোয়েব সালেহীন বলেছেন: আমীন

২| ১১ ই মে, ২০১৪ সকাল ৯:৪৩

আমি স্বর্নলতা বলেছেন: ভালো লাগল জেনে। অনেক ধন্যবাদ ভাই।


আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.