নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোয়েবের লেখা

wallpaper_joker_1280.jpg

সোয়েব সালেহীন

আল্লামা কবি ইকবাল রহ. বলেন- চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়। এই তো সে-ই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়।

সোয়েব সালেহীন › বিস্তারিত পোস্টঃ

সাধারন তাবলিগী ভাইদের প্রতি মাওলানা ইলয়াছ গুমহান দাঃ বাঃ এর কিছু নছীহত

৩১ শে মে, ২০১৪ সকাল ৭:১০

মাওলানা ইলয়াছ গুমহান দাঃ বাঃ বলেন যে সমস্থ ভাইয়েরা আলীম নয়, তাবলীগ জামাতে গিয়ে নিজের ঈমান আমাল ও দ্বীনের জরুরী বিষয় সম্পর্কে কিছু ইলম অর্জন করেছেন , আন্তত ১১ ছুরা সহিহ শুদ্ধ করে ফরজ ওয়াজিব ছুন্নাত সহকারে নামাজ আদায় করতে শিখেছেন ।

আপনারা খুবই সাবধান থাকবেন কারন শয়তানের প্রথম টার্গেট কিন্তু আপনারা , কারন আপনাদের এই সম্বল গুলির মধ্যে সন্দেহ সৃষ্টি করার জন্য কিছু বাতিল ফিরকা আপনাকে উলটা পাল্টা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে ,যাতে আপনার সহিহ আকিদা ও নামাজ কালামের মধ্যে সন্দেহ সৃষ্টি করে আপনাকে আবার আপনার সেই পূর্বের আবস্থায় নিয়ে যায় ।

এ আপনাকে কিছু পয়েন্ট মনে রাখতে হবে ।

যেমন

সে আপনাকে প্রশ্ন করবে তাবলীগ জামাত নিয়ে যে , তাবলীগ বেদাত রাসুলের সাঃ তাবলীগে চিল্লা নাই এই তাবলীগে চিল্লা আছে এই রকম আরও অনেক প্রশ্ন , আপনি তাকে যতই দলিল দেন না কেন সে মানবে না ।

এ ক্ষেত্রে আপনি তাকে একটি জবাব দিন যে , তাবলীগ জামাতে গিয়ে ঈমান আমাল ঠিক করা ছুরা কিরাত নামাজ সঠিক করা এটা আমার কাজ , আর তাবলীগ জামাতের ব্যাপারে দলিল দেওয়া এটা উলামায়ে কেরামের কাজ।

তাবলীগ জামাতে মানুষকে জুড়ানো দীনের দাওয়াত দেওয়া এটা আমার কাজ , আর এই ব্যাপারে দলিল দেওয়া এটা উলামায়ে কেরামের কাজ ।

তাবলীগ জামাতের ফজিলত বয়ান করা এটা আমার কাজ আর এই ফজিলতের দলিল দেওয়া এটা উলামায়ে কেরামের কাজ ।

তাবলীগ জামাতের ফাজায়ীল বয়ান করা এটা আমার কাজ আর কুরআন হাদীস থেকে এর দলিল দিয়ে প্রমান করা এটা উলামাদের কাজ ।

তাই আমার কাছ থেকে ফজিলত শুনুন আর উলামায়ে কেরামের কাছে গিয়ে এই ফজিলতের দলিল তলব করুন ।

এবার তার হাতে দরে কাকরাইল মারকাজ বা আপনার নিকটতম কুনো বিশ্বস্ত আলীমের কাছে নিয়ে চলুন ।

এবার দাড়িয়ে দেখুন শয়তান কি ভাবে পালায় ।

আল্লাহর কসম সে আর কুনোদিন তাবলীগ জামাতের বেপারে আর কোন কুমন্ত্র দেওয়ার সাহস পাবে না ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ সকাল ৮:১৩

পংবাড়ী বলেছেন: আপনি নিজেই শয়তান হয়ে ব্লগে লিখছেন কিনা কিভাবে পরিক্ষা করবো?

আমি আপনার নাকে পোড়া মরিচ দিতে চাই, আপনি হাঁচলে, আপনার লেখা পড়বো।

২| ৩১ শে মে, ২০১৪ সকাল ৮:৪১

মরণের আগে বলেছেন: জাযাকাল্লাহ সুন্দর পোস্ট , ভাই """গুমহান ""এটা কি জিনিষ ?

৩| ৩১ শে মে, ২০১৪ সকাল ৯:৫৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: "গুমহান" কোন সমাস ভাই ?

৪| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:০৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপনার যুক্তিগুলো ভালো লাগেনি আমার, সব কিছু শুধু ওলামাকেরামরা জানবে আর আপনি অজানা থেকে যাবেন কেন ভাই,? কোরাআনের বাংলা অনুবাদ আছে,হাদিস গুলোও পাবেন। সুরা গুলো সহী শুদ্ধ ভাবে উচ্চারণ সিডি ভিডিও পাবেন।

বাংলা কোরাআনে তাফসীর পাবেন।সুতরাং এত পেরেসানী কেনরে ভাই? দিন দিন অশিক্ষতের হার কমছে, মানুষ এখন পড়তে জানে বুঝতে জানে,তাই নামাজ শুদ্ধ করতে মসজিদে গিয়ে পড়ে থাকার প্রয়োজনীয়তা কমে আসছে আসবে।

চিললা ধর্মের মুল উদ্দেশ্য না হয়ে ধর্মকে বুঝা এবং একজন আল্লাহ রাসুল বিশ্বাসী মানুষ হয়ে জগতের সকল নিয়ম কানুন মেনে চলে পৃথিবীকে নিজের জন্য এবং অপরের জন্য বসবাস যোগ্য করে তোলা মানুষেরই কাজ।

যে ব্যক্তি মধ্যে দুনিায় মায়া নেই সেই ব্যক্তি আখেরাতের মায়া কিভাবে বুঝবে। যে সংক্ষিপ্ত জীবন এবং পৃথিবীকে ভালোবেসে সুন্দর রাখতে পারেনা সে আখেরাত বেহেস্তের মর্যাদা বুঝবে কিভাবে। আমরা আল্লাহ সৃষ্টি পৃথিবীকে দেখে বিশ্বাস করি আল্লাহ আছেন এবং তিনি ক্ষমতাবান।আল্লাহ সৃষ্টি পৃথিবী এবং ইহার সুন্দরের মুল্য যার কাছে নেই সে আল্লাহকেই বুঝলনা।

তবে এখন ইসলামের অনেক দল মত সংগঠনের মধ্যে তাবলিগ অনেক দিক দিয়ে উত্তম যদিও এটা ইসলামের ধর্মের জন্য বাধ্যকতা কোন বিষয় নয়।

আপনাকে ধন্যবাদ

০১ লা জুন, ২০১৪ ভোর ৬:২৬

সোয়েব সালেহীন বলেছেন: আল্লামা শাতেবী রহ. তার "আল-মুয়াফিকাত" কিতাবে লেখেন "আহলে ইলম বলেছেন,ইলম(প্রথমে) সংরক্ষিত ছিল মনীষীদের বুকে,পরে তা চলে এসেছে পুস্তকে,তবে চাবি রয়ে গেছে তাদেরই হাতে"।
এতে প্রতিয়মান হয় যে,ইলম(মনীষী) উস্তাদ ছাড়া শেখা যায়না,শিখলেও তা প্রকৃত ইমল বলে গন্য নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.