![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লামা কবি ইকবাল রহ. বলেন- চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়। এই তো সে-ই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়।
নাম:মাওলানা মাহমূদুল হাসান
পিতার নাম: মাস্টার গালীম উদ্দীন আহমাদ
মাতার নাম: ফাতিমা রমজানী
জন্ম,০৫/০৭ / ১৯৫০ ইং, ময়মনসিংহ।
স্থায়ী ঠিকানা ,গ্রামঃ চরখরিচা, পোঃ খরিচা বাজার, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ময়মনসিংহ।
শিক্ষা:হাফেজে কুরআন, দাওরায়ে হাদীস ও কামিল (মাস্টার্স; সরকারী স্বীকৃতিপ্রাপ্ত পাকিস্তান মাদ্রাসা বোর্ড) মুফতী, মুহাদ্দিস, মুফাসসির, আদীব ও ক্বারী।
(তদানীন্তন পশ্চিম পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর চারটি ডিগ্রী যথা- তাখাস্সুস ফিল ফিক্হ ওয়াল হাদীস ওয়াত্তাফসীর ওয়াল আদব )
কর্মব্যস্ততা ও অভিজ্ঞতা :
খতীব, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদ ও ঈদগাহ সোসাইটি। (২৭ বছর যাবৎ)
নিয়মিত তাফসীরকার, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদ ও ঈদগাহ সোসাইটি।
প্রিন্সিপ্যাল ও শায়খুল হাদীস, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা। (৩৭ বছর)
ভূতপূর্ব সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ফারূকিয়া করাচী, পশ্চিম পাকিস্তান। ( সরকারী মঞ্জুরীপ্রাপ্ত)
ভূতপূর্ব পরিচালক- অনুবাদ ও প্রকাশনা বিভাগ, হলি কোরআন সোসাইটি, পশ্চিম পাকিস্তান।
খুতবা পূর্ব আলোচনা ও তাফসীর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। (ই,ফা’র কর্মসূচী ভিত্তিক)
ইমাম, ওয়াপদা ঈদগাহ মাঠ, যাত্রাবাড়ী, ঢাকা।
ব্যাংক, বীমা ও ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে নিখূঁত ইসলামী পদ্ধতির প্রবক্তা।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, উন্নয়ন ও পরিচালনা।
আমীর, মজলিসে দা’ওয়াতুল হক বাংলাদেশ। ( হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ. কর্তৃক ১৯৩৬ ইং সালে প্রতিষ্ঠিত ইমাম, মুয়াজ্জিন ও আলেম-উলামাদের অরাজনৈতিক ইসলাহী প্রতিষ্ঠান)
মাসিক আল-জামিয়া নামক ইসলামী ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক। (২৭ বছর যাবৎ)
সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব।
যে সমস্ত মনীষীর কাছ থেকে হাদীসের সনদ লাভ করেছেন :
আল্লামা আনোয়ার শাহ্ কাশ্মীরী (রহঃ) এর জানিশীন, যুগশ্রেষ্ঠ শায়খুল হাদীস আল্লামা সাইয়্যেদ ইউসুফ বিন্নূরী (রহঃ), পাকিস্তান।
আল্লামা শায়খ ইদরীস মিরাঠী (রহঃ), পাকিস্তান।
পাকিস্তানের মুফতীয়ে আজম আল্লামা শায়খ মুফতী ওয়ালী হাসান (রহঃ)।
বিখ্যাত মুহাদ্দিস আল্লামা হেদায়াতুল্লাহ সাহেব (রহঃ), সাবেক প্রিন্সিপাল, লালবাগ মাদ্রাসা, ঢাকা।
আল্লামা শায়খ উমর সানকিতী (রহঃ), মদীনা শরীফ, সৌদি আরব।
আল্লামা শায়খ সলিমুল্লাহ খান ছাহেব, প্রিন্সিপাল ও শায়খুল হাদীস, জামিয়া ফারুকিয়া, পাকিস্তান।
কামেল পীর হিসাবে যাদের থেকে খেলাফত লাভ করেছেনঃ
হযরত থানভী (রহঃ) এর সর্বশেষ জানিশীন মুহিউসসুন্নাহ হযরত মাওলানা শাহ্ আবরারুল হক ছাহেব (রহঃ), ভারত।
শায়খ সাইয়েদ ইউসুফ হাশেম রেফায়ী, কুয়েত।
শায়খ ইসহাক সিদ্দিকী, মহা পরিচালক, দারুল উলুম নওয়াতুল উলামা, ভারত।
শায়খ দৌলত আলী সাহেব (রহঃ), মহা পরিচালক, বালিয়া মাদ্রাসা, মোমেনশাহী।
শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর (রহঃ), গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ।
শায়খুল হাদীস আল্লামা আহমদ শফি দা:বা:মুহতামিম,হাটহাজারি মাদরাসা
কয়েকজন উল্লেখযোগ্য শিষ্যঃ
মুফতী নেজামুদ্দীন শামযী, শাইখুল হাদীস, বিননুরী টাউন মাদরাসা, পাকিস্তান।
মাওলানা আদেল খান সাহেব, প্রিন্সিপ্যাল, জামিয়া ফারুকিয়া, পাকিস্তান।
মুফতী নাঈম সাহেব, প্রিন্সিপ্যাল ও শাইখুল হাদীস আল জামিয়াতুল বিননূরিয়া, করাচী, পাকিস্তান।
শায়খ আদনান দাউদী সাহেব, চেয়ারম্যান, তাহফিজুল কুরআন সংস্থা, মসজিদে নববী,মদীনা শরীফ।
শায়খ সালেম মেহদী সাহেব, মদীনা শরীফ।
শায়খ ওয়ালীউর রহমান সাহেব, প্রফেসর, মক্কা শরীফ।
মাওলানা গোলাম রব্বানী, প্রফেসর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়।
মাওলানা আনওয়ারুল হক সাহেব, ভাইস প্রিন্সিপাল, যাত্রাবাড়ী মাদ্রাসা, ঢাকা।
মাওলানা মুফাজ্জল হুসাইন, প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া তাঁতীবাজার, ঢাকা।
মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, ভাইস প্রিন্সিপাল, মালিবাগ মাদ্রাসা, ঢাকা।
মাওলানা মোঃ নোমান, প্রিন্সিপাল ও শায়খুল হাদীস, কারামতিয়া আলিয়া মাদ্রাসা, নোয়াখালী।
মাওলানা ইসহাক ফরিদী, প্রিন্সিপাল, চৌধুরীপাড়া মাদ্রাসা, ঢাকা।
মাওলানা নিজামউদ্দিন সাহেব, প্রিন্সিপাল, কংশুর জামিয়াতুস সুন্নাহ, গোপালগঞ্জ।
মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামিয়া কারিমিয়া, রামপুরা, ঢাকা।
মাওলানা মাহমূদুল হাসান, ভাইস প্রিন্সিপাল, মাদ্রাসাতুল আবরার, ঢাকা।
মাওলানা ফারুক আহমাদ, ভাইস প্রিন্সিপাল, জামিয়াতুস সুন্নাহ, বি বাড়ীয়া।
ডঃ মাওলানা রুহুল আমীন, প্রফেসর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়।
মাওলানা আব্দুর রউফ, প্রিন্সিপাল, মুহিউস সুন্নাহ মাদরাসা টাঙ্গাইল।
মুফতী উমর ফারুক, ভাইস প্রিন্সিপাল, দারুল উলুম মতিঝিল, ঢাকা।
মাওলানা আহমাদ, মুহাদ্দিস, দারুল উলুম মতিঝিল, ঢাকা।
মাওলানা আব্দুস সাত্তার, ভাইস প্রিন্সিপাল, হাইবত নগর আলিয়া মাদ্রাসা, কিশোরগঞ্জ।
শায়খুল হাদীস মাওলানা ফয়জুল্লাহ, দারুস সালাম, বিমান বন্দর এলাকা, ঢাকা।
মাওলানা আবুল হাশেম, শায়খুল হাদীস, জামিয়া আশরাফিয়া, পাবনা।
মুফতী শামছুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল, জামিয়াতুস সুন্নাহ, মোমেনশাহী।
মাওলানা নূমান আহ্মাদ, লেখক, আদীব, মদীনা শরীফ।
মাওলানা আবুল বাশার, শায়খুল হাদীস, মাদ্রাসা আরাবিয়া, বাগেরহাট।
মাওলানা শহীদুল্লাহ, সৌদী দুতাবাস।
মাওলানা আবু জাফর সাদেকী, প্রিন্সিপাল, মাদ্রাসা ইসলামিয়া, সিলেট।
কয়েকজন উল্লেখযোগ্য আধ্যাত্মিক শিষ্যঃ
হযরত মাওলানা ফযলুর রহমান সাহেব রহ. সাবেক মুহতামিম ফরিদাবাদ মাদরাসা
হযরত মাওলানা মুফতী নিযামুদ্দীন শামযায়ী রহ. সাবেক শাইখুল হাদীস, আল্লামা বিন্নুরী টাউন, করাচী পাকিস্তান
হযরত মাওলানা মুফতী আসআদ আযমী কুপাগঞ্জী খাদেম, দারুল ইফতা, কুপাগঞ্জ, ভারত
হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব সাবেক মুহাদ্দিস, বড়কাটরা মাদরাসা
হযরত মাওলানা আযহারুল হক ফরীদী রহ. সাবেক মুহতামিম দারুল উলূম হাক্কানিয়া কাঠালবাড়ী শিবচর, মাদারীপুর
হযরত মাওলানা মুহাম্মাদ ইদরীস সাহেব মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা
হযরত মাওলানা যয়নুল আবেদীন সাহেব রহ. জামিয়া মাহমূদিয়া আরাবিয়া ইসলামিয়া, চরখরিচা
হযরত মাওলানা হেমায়াতুদ্দীন সাহেব মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা
হযরত মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান মুহতামিম, মাদরাসায়ে মাদানিয়া শরিয়তীয়া, বাহাদুর পুর, মাদারীপুর
হযরত মাওলানা দিলাওয়ার হুসাইন সাহেব রহ. সাবেক মুহতামিম, জামিয়া কুরআনিয়া, ভাঙ্গা, ফরিদপুর
হযরত মাওলানা আব্দুল আলী সাহেব শাইখুল হাদীস, জামিয়াতুস সুন্নাহ, বিজেশ্বর, বি. বাড়ীয়া
হযরত মাওলানা মুফতী ইবরাহীম খলীল সাহেব মুহমাতিম, মুহাম্মাদপুর কওমী মাদরাসা, চাটমোহর, রেলবাজার, পাবনা
হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব মহাপরিচালক, নুরানী তালীমুল কুরআন ওয়াকফ এষ্টেট
হযরত মাওলানা মুফতী আতাউর রহমান মুহতামিম জামিয়া মুইনুল ইসলাম, বারিধারা, ঢাকা
হযরত মাওলানা নিযামুদ্দীন সাহেব মুহতামিম, দারুল উলূম, মীরওয়ারিসপুর, নোয়াখালী
হযরত মাওলানা ইমরান সাহেব মুহতামিম ও শাইখুল হাদীস খতমে নবুওয়াত মাদরাসা বি. বাড়ীয়া
জনাব আলহাজ্ব নাযিমুদ্দীন আহমদ মুজাযে সোহবত, হারদুয়ী হযরত রহ., উত্তরা ঢাকা
হযরত মাওলানা আব্দুল আযীয সাহেব মুহতামিম জামিয়া আশরাফিয়া, ধুলেরচর, টাঙ্গাইল
হযরত মাওলানা মুফতী মুঈনুল হক সাহেব মুহাদ্দিস, ইসলামিয়া মাদরাসা, রাজশাহী
হযরত মাওলানা ফয়যুল্লাহ সাহেব খতীব, নিকুঞ্জ জামে মসজিদ, ঢাকা মুহাদ্দিস বাবুস সালাম
হযরত মাওলানা আহমদ ঈসা সাহেব মুহাদ্দিস, যাত্রাবাড়ী মাদরাসা
হযরত মাওলানা মুফতী আব্দুর রউফ সাহেব মুহতামিম, জামিয়া হুসাইনিয়া, খুকনী, সিরাজগঞ্জ
হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব নায়েবে মুহতামিম জামিয়াতুস সুন্নাহ, শিকারীকান্দা মোমেনশাহী
হযরত মাওলানা আবু সাঈদ সাহেব চরখরিচা জামিয়া মাহমূদিয়া আরাবিয়া মাদরাসা, মোমেনশাহী
হযরত মাওলানা আবুল কাসেম সাহেব নায়েবে মুহতামিম জামিয়াতুত তাকওয়া গফরগাও, মোমেনশাহী
হযরত মাওলানা ইসহাক সাহেব মুহতামিম, পানবাড়িয়া মাদরাসা, বরিশাল
হযরত মাওলানা হাফেয ওলীউল্লাহ সাহেব রহ. সাবেক মুহতামিম মাদরাসায়ে ইমদাদিয়া, ঝালকাঠি
হযরত মাওলানা হাফেয লুকমান সাহেব ইমামুল মসজিদ, শারে মাকরুনাহ, জিদ্দা, সৌদি
হযরত মাওলানা ক্বারী মুনিরুজ্জামান সাহেব ইমামুল মসজিদ, সুকুল হিযাম, মদীনা
হযরত মাওলানা নাজমুল হক সাহেব রহ. সাবেক নায়েবে মুহতামিম, জামিয়াতুত তাকওয়া, মোমেনশাহী
হযরত মাওলানা শেখ ফরীদ সাহেব মুদাররিস, জামিয়া দারুল উলূম, মতিঝিল
হযরত মাওলানা মিযানুর রহমান সাহেব মুহাদ্দিস, জামিয়া দারুল উলূম, মতিঝিল
হযরত মাওলানা মুফতী আব্দুল হান্নান সাহেব মুদাররিস, জামিয়া সিরাজিয়া, ভাদুঘর, বি. বাড়ীয়া
হযরত মাওলানা নুর মুহাম্মাদ সাহেব সাবেক মুদাররিস জামিয়া ইসলামিয়া আশরাফুল উলূম, টাঙ্গাইল
হযরত মাওলানা মুহাম্মাদ তৈয়্যব সাহেব মুহতামিম, আলী নগর মাদরাসা ভোলা
হযরত মাওলানা মুফতী আতাউল্লাহ সাহেব মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া, ব্যাংক কলোনী সাভার
হযরত মাওলানা সালীমুদ্দীন কাসেমী সাহেব মুহতামিম রাজশাহী ইসলামিয়া মাদরাসা, রাজশাহী
হযরত মাওলানা আঃ হাকিম সাহেব মুহাদ্দিস রাজশাহী ইসলামিয়া মাদরাসা
হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব যাত্রাবাড়ী মাদরাসা, ঢাকা
মাওলানা ইউসুফ আলী সাহেব, মুহতামিম, মদীনাতুল উলূম মাদরাসা, হাজীগঞ্জ, চাদপুর
হাঃ আঃ রাজ্জাক সাহেব সদরে মুহতামিম জামিয়া হুসাইনিয়া খুকনী, সিরাজগঞ্জ
আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও বয়ানঃ
১. লণ্ডন লেষ্টার ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসাবে অংশগ্রহণ। ২২/৮/৯৯ ইং
২. লন্ডন লেষ্টার মজলিসে দাওয়াতুল হকের ইজতিমায় যোগদান। ২৫/৮/৯৯ ইং
৩. লন্ডন মসজিদে কুবায় দ্বীনী জলসায় বয়ান। ৩০/৮/৯৯ ইং
৪. লন্ডনের লরেন জামে মসজিদে ইসলামী জলসায় বয়ান। ৩/৯/৯৯ ইং
৫. লন্ডনের লেট লিটনে ইসলামী সম্মেলনে যোগদান ও বয়ান। ৪/৯/৯৯ ইং
৬. লন্ডন জামে মসজিদে দাওয়াতুল হকের ইজতিমায় যোগদান ও বয়ান। ৪/৯/৯৯ ইং
৭. লন্ডন ওয়াল থাম ষ্টাওয়ের মসজিদে উমরে দ্বীনী জলসায় বয়ান। ১৬/৮/২০০০ ইং
৮. নিউইয়র্ক তাবলীগী মারকাাজে গুরুত্বপূর্ণ বয়ান। ৯/৯/১৯৯৯ ইং
৯. নিউজার্সিতে গুরুত্বপূর্ণ ইসলামী সম্মেলনে যোগদান। ১১/৯/১৯৯৯ ইং
১০. ড. ইউসুফের উদ্যেগে মদীনা শরীফে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য, বিষয় ঃ মুসলিম সমাজে হজ্বের প্রভাব। ৪/৫/১৯৯৯
১১. মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনার বক্তব্য, বিষয় ঃ হানাফী মাযহাব সর্বাধিক সুন্নাহশ্রয়ী।
১২. মক্কাশরীফে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে বক্তব্য, বিষয় ঃ ইসলামী সভ্যতা সংস্কৃতি রক্ষায় মুসলিম উম্মাহর করণীয়।
২৩/৭/১৪১১ হিঃ
১৩. শায়খ আব্দুল খালেক মক্কীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত কুরআন সম্মেলনে বক্তব্য, বিষয় ঃ ইলমে কুরআন ও তার প্রয়োজনীয়তা, ২৮/৫/৯৩
১৪. যুল হুলাইফা উবাই ইবনে কা’ব ইনষ্টিটিউটে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য, বিষয় : বিজাতীয় সংস্কৃতি প্রতিরোধে ইসলামী শিক্ষায় অপরিহার্যতা। ৩০/০৩/৯৮
১৫. মদীনা মা’হাদ ঈমানীতে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য, বিষয় ঃ ইউরোপীয় সভ্যতার ইসলামের প্রভাব, ২৫/১১/১৮
১৬. মসজিদে নববী চত্বরে প্রফেসর উমর ফারুকে ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমেলনে বক্তব্য, বিষয় ঃ কুরআনের আলোকে তাসাউফ। ২৭/০২/২০০১
১৭. মক্কা দারুল হাদীসে শিক্ষা সেমিনারে বক্তব্য, বিষয় ঃ চার মাযহাবের উপর তুলনামূলক আলোচনা, ১৫/০২/২০০২
দাওয়াতী সফরঃ
ভারত, পাকিস্তান, সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল এবং ইউরোপ-আমেরিকার বিভিন্ন এলাকায় একাধিকবার ইসলাম প্রচার ও গবেষণামূলক সফর।
সংগ্রহঃ http://dawatul-haq.com/
©somewhere in net ltd.