নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু তোমার অপেক্ষায়

ইবতেহাজ

কিছুই বলার নাই

ইবতেহাজ › বিস্তারিত পোস্টঃ

র‍্যাগিং কি অপরাধ?

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

খুব তুচ্ছ একটা বিষয় হোল র‍্যাগিং। আমাদের দেশের প্রায় সকল ইউনিভার্সিটি তেই এই প্রথা প্রচলিত আছে। র‍্যাগিং এ সাধারন্ত সিনিওর ছাত্র জুনিওর ছাত্রদের নানা রকম প্রশ্ন ও কাজ কইয়ে থাকে। এর মাধ্যমে সিনিওর জুনিওর এর মধ্যে সম্পর্ক ভালো হয়। পরবর্তীতে জুনিওর এর কোন সমস্যা হলে সিনিওর রা সাহায্য করে। কিন্তু বর্তমানে র‍্যাগিং কে অপরাধ বলা হচ্ছে। ভার্সিটি করতিপক্ষ কঠোর শাস্তি দিচ্ছে র‍্যাগিং এর জন্য। তারা বলছে র‍্যাগিং এর জন্য নাকি জুনিওর ছাত্র রা পরালেখা করতে চায় না , তাদের মানুষিক সমস্যা হয়, ভার্সিটি ছেরে দেয় ইত্যাদি। কিন্তু এমন কতজন এর হয়েছে???? হিন্দি আর ইংলিশ মুভি দেখে আমরা বাস্তবতা বিচার করতে পারি না। আপনারা নজির দেখাতে পারবেন না.........।
আমি আপনাদের দেখাবো হয়েছে সমস্যা হয়েছে তবে জুনিওরদের না সিনিওরদের। কর্তিপক্ষের সিদ্ধান্তের জন্য অনেক ছাত্রের জীবন নষ্ট হয়েছে। জাহাঙ্গীরনগর এর ৩ ছাত্রীর আজীবন বহিষ্কার, রুয়েট এর ২ সেমিস্টার ড্রপ, বুয়েট এর ২ বছর ড্রপ, আহসানউল্লাহ এর ৩ সেমিস্তার ড্রপ। আরও আছে নাম না জানা অনেক । সিনিওর রা র‍্যাগ দিয়ে কি খুব অন্ন্যায় কিছু করে??? তারা তো চায় একটু সন্মান। যদি আপনার জুনিওর আপনাকে ধাক্কা দিয়ে লিফট এ ঢুকে, আবার লিফট এর মধ্যে তার মেয়ে বন্ধুটিকে নিয়ে কিছু আপত্তিকর কাজ করে আপনার কি ভালো লাগবে?????? র‍্যাগিং থাকলে এটা হয় না। ক্যাম্পাস একটু হলেও সাজানো গোছানো থাকে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.