![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নব্বই দশকের পুরোটাই গেছে শাহবাগের আড্ডায়। কবি সরকার আমিন বের করতেন মঙ্গলসন্ধ্যা, আমি বের করতাম শব্দপাঠ, আজিজুন মাগফুরা কিউপিড, কবির হুমায়ুন সূচক, উত্তর-আধুনিক, আতিক রহমান মুজিব ইরম মিলে স্বাতন্ত্র। এ লিটলম্যাগগুলো ঘিরে আ্ড্ডাগুলো ছিল।এ ছাড়া মঈন চৌধুরীরর প্রান্ত, তপন বড়ুয়ার গাণ্ডীব এগুলোতো ছিলই। নব্বইয়ের মাঝামাঝি শুরু হয় বাংলা একাডেমীর তরুণ লেখক প্রকল্প। প্রথম ব্যাচেই চঞ্চল আশরাফ, মুজিব ইরম, জেনিস মাহমুন, কবির হুমাযুন, অনু হোসেন আর শোয়াইব জিবরান মিলে গড়ে উঠে একটি চক্র। এ চক্রের সাথে প্রকল্পের ভেতর থেকে যুক্ত হন মুহাম্মদ নুরুল হুদা, রফিক আজাদ আর আসাদ চৌধুরী। বাইরে থেকে যুক্ত হন সরকার আমিন-শাহনাজ মুন্নী জুটি। সে সব দিন আজ একেবারেই গেছে।আমরা বিচিত্র কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছি।আটকে পড়েছি রুমে রুমে। কিন্তু কোন কিছুকে উপলক্ষ করে আবার এ আড্ডাগুলো জাগিয়ে তোলা যায় কীনা সে চিন্তা কয়েকদিন ধরে আবার মাথায় ঘোরপাক খাচ্ছিল।সে চিন্তা থেকেই প্রকাশ করি সহজপাঠ। এতে লেখা হচ্ছে কিন্তু একসাথে বসা হচ্ছে না। এজন্য এবার একটুখানি গুছিয়ে একটি ষড়যন্ত্র পাকাচ্ছি।।রাজধানীর গুলশান-বনানী উত্তরার দিকটা অনেকটাই সাহিত্যশূন্য।এ স্থানগুলোতে কোন শিল্পসাহিত্যের আড্ডা তেমন বসে না।এখানে সন্ধ্যা বলতে বোঝায় ক্লাব, জিম আর ফাস্টেফুডের দোকান। কবিবন্ধু টোকন ঠাকুর অভিমান ভরে বলেছেন- এ এলাকাগুলো বাংলাদেশের অস্ট্রেলিয়া- কানাডা। কিন্তু আমরা দুষ্টু
হাল ছেড়ে দিতে পারি না। এ এলাকার তরুণদের শিল্পসাহিত্যের দিকে আগ্রহী করার বাসনা নিয়ে কবিতাকেন্দ্রিক একটি কর্মশালা আয়োজনের চিন্তা করেছি। উদ্দেশ্য এ কর্মশালার নাম করে উত্তরায় নিয়মিত একটি সাহিত্য আড্ডার ব্যবস্থা করা।উত্তরা পাবলিক লাইব্রেরিটিও সবেমাত্র গড়ে উঠতে শুরু করেছে। তাঁরাও ভীষণ উৎসাহী এরকম একটি আয়োজনে। পরিকল্পনা আগামী ১৬ আগস্ট থেকে এ আড্ডার। এ যড়যন্ত্রে আমাদের কবিবন্ধুদের কাছে পাবো আশা করছি।
যোগাযোগ -
শোয়াইব জিবরান
সমন্বয়কারী
কবিতার সহজপাঠ
উত্তরা পাবলিক লাইব্রেরি
বাড়ি # ২১, সড়ক # ২, সেক্টর # ৯, উত্তরা, ঢাকা।
সেল: ০১৭১৫৬৪৫১৮৯ (সমন্বয়কারী), ই মেইল: [email protected]
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৫১
shoaib jibran বলেছেন: ধন্যবাদ অনুপম অনুষঙ্গ।আপনি আমার গবেষণা গ্রন্থটি পড়েছেন এবং ব্যক্তিগত খবর রাখেন জেনে ভাল লাগল। মাগফুরা নেই। আমি তাঁর কবর আমার হৃদয়ে বহন করে চলি।
২| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৪
দার্শনিক শিবলী শাহেদ বলেছেন: শোয়েব ভাই এইটা একটা উদ্যোগ বটে। আমার বাসাও উত্তরা। যদিও ছুটিফাটা তেমন মেলে না। তবুও আমি থাকব। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ..
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
shoaib jibran বলেছেন: শিবলী আপনার বাসা উত্তরা জেনে খুশি হলাম। নিশ্চয় আপনার সক্রিয় সহযোগিতা পাবো। আপনার ফোন নম্বর তো জানি না। জানালে যোগাযোগ হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫০
অনুপম অনুষঙ্গ বলেছেন: স্যার কবি আজিজুন মাগফুরার কথা শুনতেই মনটা খারাপ হয়ে গেলো। আপনি কমলকুমারের গবেষণায় তঁাকে যেভাবে উপস্থাপন করেছেন করেছেন, তাতে সহৃদয় পাঠকের মন কাঁদবেই। তঁার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
এবারের আড্ডায় আমি আসবো স্যার