নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শোয়াইব জিবরান

shoaib jibran

আমার আত্মা জুঁই ফুলের মতো শাদা হোক

shoaib jibran › বিস্তারিত পোস্টঃ

আজ কমলকুমার মজুমদারের ৯৯ তম জন্মদিন

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

শোয়াইব জিবরান

সাহিত্যগুরু তথা সাহিত্যিকদের সাহিত্যিক কমলকুমার মজুমদারের আজ ৯৯ তম জন্মদিন। ১৯১৪ সালের এ দিনে তিনি কলিকাতা মেডিক্যাল কলেজে জন্মগ্রহণ করেন। নিভৃতেই এ বৎসর যাচ্ছে এ বিরল সাহিত্যজনের জন্মদিন।

গত কয়েক বৎসর তাঁর জন্ম ও দেহান্ত দিবস বাংলাদেশে পালিত হয়ে আসছিলো। গত বৎসর তাঁর ৯৮ তম জন্মদিন ও তাঁর বিখ্যাত সাহিত্যকর্ম ‌'অন্তর্জলী যাত্রা’উপন্যাস প্রকাশের পঞ্চাশ বৎসর পালন উপলক্ষে শাহবাগে দিনব্যাপী উৎসব উদযাপিত হয়েছিল। এ উপলে সহজপাঠের কমলকুমার বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হয়েছিল অন্তর্জলী যাত্রা বিষয়ক স্মারক গ্রন্থ ‘অন্তর্জলী যাত্রা: বয়ন ও বয়ান’। এ বৎসর রাজনৈতিক অস্থিরতার কারণে সহজপাঠ কোন উৎসবের আয়োজন করতে পারেনি। তবে আগামী বৎসর কমলকুমার মজুমদারের জন্ম শতবৎসর উদযাপনের ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। এ লক্ষে ড. সৈয়দ আকরম হোসেন কে সভাপতি ও ড. শোয়াইব জিবরানকে নির্বাহী সম্পাদক করে কমলকুমার মজুমদার জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটি গঠন করা হয়েছে। জন্মশত বর্ষ পালনের প্রস্ততি কাজ চলছে। এর ছাড়াও উপলক্ষে চট্রগ্রাম, রাজশাহী ও সিলেট থেকে প্রকাশিত কমপক্ষে তিনটি লিটলম্যাগ কমলকুমার মজুমদার সংখ্যা প্রকাশের কাজ হাতে নিয়েছে বলে এ পর্যন্ত জানা গেছে। কলিকতাতেও অনুরূপ উদ্যোগ গ্রহণের কথা রয়েছে। আলো ক্রমে আসিতেছে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.