| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঘাত প্রাপ্ত একজন
নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।
পঁচিশ বছর পরে
যেদিন হঠাত হব তোমার মুখোমুখি
অবনত নয়ন,হালকা চোখাচোখি
পারবে তো চিনতে আমায় ?
পঁচিশ বছর পরে
পড়বে কি মনে কি ছিনু দুজনে
ছিঁড়েছে বাঁধন,ভেসেছি মোরা দুই ভূবনে
হবে নাকি ফেলে আসা স্মৃতি স্বরন ?
পঁচিশ বছর পরে
চালশে ত্রুটির চশমা গলে
বয়সের ভারে বসে যাওয়া গালে
পরবে নাকি দু ফোটা অশ্রু গড়িয়ে ?
পঁচিশ বছর পরে
ফুরিয়ে যৌবন,বিধ্বস্ত মন যখন
টান চামড়া ভেঙ্গে মলিন তখন
কপালের ভাঁজে থাকবে নাকি বিস্ময় ?
পঁচিশ বছর পরে
লেখা চিঠিগুলো,কিছু এস এম এস
প্রাণশক্তি যখন ধীর নি:শ্বেষ
তখনো কি থাকবে এই বিদ্বেষ ঘৃনা ?
পঁচিশ বছর পরে
তোমার সেলফোনে হয়ত অযতনে
আমার নম্বরটি পাবে ঠাঁই কোন কোনে ?
তখনো কি চলবে উপেক্ষা ?
পঁচিশ বছর পরে
আধাপাকা কেশে,বয়সী বেশে
এদিনের এই টাটকা স্মৃতি হৃদয়ে ঠেসে
হবেতো সহ্য, দৈবাত যদি পড়ি স্মরণে ?
পঁচিশ বছর পড়ে
সকালের সোনালী সুর্যোয় হতেই থাকবে ভোর,
শরতের চাঁদ উঠবে আকাশে,থাকবে জোনাকীর শোর ,
বদলাবে তুমি,বদলাবো আমি ; বদলাবে অপরাপর !!
২|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য @রাজকন্যা
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
পচিশ বছর হওয়ার আগেই তার সব অভিমান ভাঙ্গুক ... শুভেচ্ছা সে জন্যে!
কবিতায় ভালোলাগা