![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।
অনেক বেশী মন খারাপ ?
-শুনি "যখন সময় থমকে দাঁড়ায় ..." অথবা "২০১ ধর্মতলা "
অনেক বেশী মন ভালো ?
-শুনি "এমটিভি জেনারেশন ..." বা "বাসবেই ভালো আমায় ..."
বাল্যপ্রেম রোমোন্থন ?
- শুনি "সে প্রথম প্রেম আমার নিলাঞ্জনা ..."
বিয়ে নিয়ে রসিকতা ?
-শুনি "জীবিত বিবাহীত " অথবা "আমার বৌ বলেছে মরতে আমায় "
পেশাজীবিদের মুল্যবোধের অবক্ষয় ?
-শুনি "আমি সরকারী কর্মচারী " বা "কপাল আমার মন্দ " অথবা "ও ডাক্তার " নয়ত "আমি ইন্টেলেকচুয়াল "
রাষ্ট্রযন্ত্রের নিষ্পেষন ?
-শুনি "আমি মুক্ষু সুক্ষু মানুষ " বা "কোন এক উল্টো রাজা "
বাউন্ডুলে সিলেবাসবিহীন মন ?
-শুনি "আমি ভবঘুরেই হব ,এটাই আমার এম্বিশন "
বিদ্রোহী তারুন্য ?
-শুনি "আমাদের তো কিচ্ছুই নেই "
সামাজিক মুল্যবোধের বিনাশ ?
-শুনি "ছেলে আমার মস্ত মানুষ " বা "না না চাইনা কোন রম্ভা উর্বশী "
প্রচলিত প্রেমে কটাক্ষ ?
-শুনি "এই তুমি কি আমায় ভালোবাস ?" বা "এ এক অন্য প্রেমের গান "
মানব মনস্তত্বের ঠিক কোন যায়গায় হাত রাখেনি এই মানুষটা !
"জীবনমুখী গান " শব্দটার সাথে কবীর সুমন বা অঞ্জন দত্তের নাম আসলেও এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন নি:সন্দেহে একজনই। এবং তিনি আর কেউ নন,তিনি "নচিকেতা"।
অদ্ভুত সুন্দর গীতিকবিতাকে তারচেয়েও ভয়ানক সুন্দর করে অবলীলায় গাইতে পারার এই জন্মগত গুন অবশ্যই নচিকেতাকে সবার থেকে আলাদা করে দেয়। ১৯৯২ থেকে শুরু। কিশোর-যুবা-অথবা বয়সী মানুষ ,কার উপর নেই তার প্রভাব ! প্রতিটা গানেরই আগের গানকে ছাপিয়ে যাবার ক্ষমতা থাকে শুধু তার গায়কীতে। অকুতোভয় মানসিকতা,রাজনীতিকে তোয়াজ না করা ,জেল-মামলা-হামলা সবই আছে তাঁর জীবনের বাঁকেবাঁকে।
নচিকেতাকে নিয়ে "মুল্যায়নধর্মী "কিছু লিখার দু:সাহস আমি করিনা। কিন্তু এটা আমি নির্দ্বিধায় বলতে পারি- এমন একজন মানুষের কোন মানচিত্র লাগেনা,লাগেনা কোন রাষ্ট্রিয় সীমানা। নচিকেতা সকল মানুষের ,সকল দেশের ,সকল শ্রেনীর্। নচিকেতা একটা পরিপূর্ন প্যাকেজ। "মানুষ" পরিচয় ছাপিয়ে তিনি একটি "প্রতিষ্ঠান"।
বহুদিন বেঁচে থাকুক,পৃথীবির অক্সিজেনে,আমাদের মননে। প্রতিদিনই তার আরো আক্ষেপ বাড়ুক এই ভেবে যে "আমার আরো অনেক কাজ বাঁকি !" তাতে আমাদেরই লাভ হয় বৈকি !
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: লিঙ্ক দিতে না পারার জন্য দু:ক্ষিত। তবে doridro.com এ অনেকগুলো গান পাবেন :-)
ধন্যবাদ
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
টয়ম্যান বলেছেন: প্রিয় শিল্পি নচিকেতা
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: জ্বী আমারও :-)
ধন্যবাদ
৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
বলেছেন:
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: :-D
৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭
মামুনূর রহমান বলেছেন: বৃদ্ধাশ্রম গান্টা যতবারই শুনি ততবাবারই চোখে জল চলে আসে ।
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: হৃদয়গ্রাহী এমন গান বিরল :-(
ধন্যবাদ
৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয় শিল্পি নচিকেতা
৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: অসম্ভব প্রিয় শিল্পী নচিকেতা :-)
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমর সবচেয়ে ভাল লাগে
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার গানটা।
সুন্দর পোষ্ট, তবে গানের লিংক গুলো দিলে এখন ই শুনতে পারতাম।