![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।
স্বামী ও সাংবাদিকের সাক্ষাতকার
=======================
(প্রেক্ষাপট:
♦স্বামীটির স্ত্রী প্রসববেদনা নিয়ে এই মুহুর্তে একটি সরকারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি,চিকিৎসা চলছে।
♦চ্যানেল বিয়াল্লিশ, দৈনিক অবান্তর,গরমখবরচব্বিশ ডট কম,এবং স্থানীয় পত্রিকা দৈনিক মুখরোচক এর স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আবুল মালুম এই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করছেন।
♦অন্যদিকে আর সকল বিষয়ে মিডিয়ার বস্তুনিষ্ঠতা নিয়ে সন্দেহপোষণকারী কিন্তু শুধু এই একটি বিষয় নিয়ে" শতভাগ সহমত" "জনসাধারণ " উন্মুখ হয়ে টিভিতে লাইভ দেখছে)
সাংবাদিক: এইযে প্রসববেদনা তে কাতরাচ্ছে আপনার স্ত্রী...
স্বামী:এরজন্য ডাক্তার দায়ী
#প্রসববেদনা ওঠার পর এ্যাম্বুলেন্স ডাকলেন,অথচ ড্রাইভার অনেক টাকা দাবি করলো!
-ডাক্তার দায়ী
#রাস্তার আসতে ট্রাফিক জ্যামে প্রচুর সময় নস্ট হয়ে আপনার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন হলো
-ডাক্তার দায়ী
#রোগীর এ্যাম্বুলেন্স অথচ রাস্তার অন্য কোন গাড়ি আপনাদের এতটুকু সাইড দিলোনা!
-ডাক্তার দায়ী
#হাসপাতালে ঢোকার আগেই দালালরা আপনাকে টানাটানি করছিলো অন্য কোথাও নিতে
-ডাক্তার দায়ী
#এসে দেখলেন হাসপাতাল প্রচুর নোংরা আর গন্ধ
-ডাক্তার দায়ী
#হাসপাতালের দেওয়ালে পানের পিক,থুথু,কফ
-ডাক্তার দায়ী
#টয়লেটে বদনা নেই,নোংরা পানি ভেসে আছে
-ডাক্তার দায়ী
#সরকারী ওষুধ সাপ্লাই খুব কম
-ডাক্তার দায়ী
#যদি অপারেশন লাগে যন্ত্রপাতির পর্যাপ্ত সুবিধা নাই
-ডাক্তার দায়ী
#নার্সরা মেজাজ দেখায়
-ডাক্তার দায়ী
#আয়ারা টাকা চায়,ওয়ার্ড বয় টাকা চায়
-ডাক্তার দায়ী
#সুপ্রিয় দর্শক,এইমাত্র খবর পেলাম স্বামীটার স্ত্রী সুস্থ সন্তান প্রসব করেছে,মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।তো এখন আপনার অনুভূতি কি?
-ডাক্তার দায়ী
#জ্বী??
-ওহ না স্যার, এই ব্যাপারটার জন্য আমিই দায়ী। কত রাতের পরিশ্রমের ফসল।এ ফসল আমারই...
#আমি শুনেছি আপনার আগের দু সন্তান মেয়ে,এবার একটা পুত্রসন্তানের আশায় ছিলেন।কিন্তু এবারও আপনার কন্যা সন্তান হয়েছে!
-কি!! তাইলে ডাক্তার দায়ী! আইজ খাইছি ওরে.. উমম,সাথে বউডাও দায়ী,খালি মাইয়া বিয়ায়! আজ ওর একদিন কি আমার!
দর্শক সারিতে বসা 'নিরীহ' 'সৎ' 'দেশপ্রেমিক' "সাধারণ!" জনগন লাইভ সংবাদ দেখছে আর বলছে "ইশ শালা কসাই ডাক্তার,শালা ডাকাইত ডাক্তার,শালা রক্তচোষারা,মার শালাদের,মার..!
(ঘটনা,ঘটনার স্থান, কাল, পাত্র, সবই কাল্পনিক। কারো সাথে বা কোন ঘটনার সাথে মিলে যাওয়া নিতান্তই কাকতালীয়।এর জন্য লেখক কোনক্রমেই দায়ী নয়)
২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: সাংবাদিকেরা আজ দালাল। কে তাদের দালাল বানিয়েছে?
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: মন্দ হলো এর প্রভাব
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: সবই সবাই জানে। বলবে কে? @রাজীব নুর
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
প্রামানিক বলেছেন: ইন্টারভিউ মন্দ নয়