![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।
এইযে তুমি ভালোবাসো
আবার দেখি শাসো
হালকা প্রেমে মাতাল করে
বাঁশের নিচে ঠাসো।
কখন তুমি হাশিখুসি
কখন মেজাজ চড়ে
হিসেব করে কথা বলি
কোনটা বুঝি ধরে!
এই দেখি ভালো মুডে
একটু পরেই ফোঁস
মান ভাঙ্গাতে তেল মারলে
উলটো আমার দোষ!
বাবুই সোনা টিয়া ময়না
পুরো পক্ষীকুল
কেট কিংবা ঐশ্বরিয়া
তাও ভাঙ্গেনা ভুল।
তুমিই কাটো তুমিই ঝাড়ো
তোমার কথাই সই
তোমার মাঝে আমায় বেচে
আমার আমি কই!
২৬ শ্রাবণ, ১৪২৬
২| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: হে হে
৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: হে হে
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৯
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: ক্যামন লাগে ভাই?
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:৫০
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: হা হা
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৬
মাহের ইসলাম বলেছেন: ভাই, আপনার নিক টা দেখে কেমন কেমন যেন লাগে !!