নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে রেখো না...

সবুজ অঙ্গন

সবাই ভালো থাকুন

সবুজ অঙ্গন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার মানে

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫১

ভালোবাসা মানে তোমার জন্য মন করা আনচান
ভালোবাসা মানে তোমার আঘাতে বুক ভেঙে খানখান।

ভালোবাসা মানে বহুদিন ধরে সযতনে তুলে রাখা
নীল-আসমানী শাড়িখানি পরে একা একা বসে থাকা।

ভালোবাসা মানে মুঠোফোনটিকে খুব বেশি ভালোবাসা
ভালোবাসা মানে ভালোবেসে বেসে বেঁচে থাকবার আশা।

ভালোবাসা মানে তোমার কণ্ঠে গুনগুন গান শোনা
ভালোবাসা মানে মুঠোফোনটার মিস্‌ডকলগুলো গোনা।

ভালোবাসা মানে আমার জন্য বসে থাকা পথ চেয়ে
ভালোবাসা মানে খুব করে পাওয়া সুচারু-হৃদয় মেয়ে।

ভালোবাসা মানে ফিরে ফিরে এসে দর্পণে মুখ দেখা
ভালোবাসা মানে বিনিদ্র রাত সুদীর্ঘ চিঠি লেখা।

ভালোবাসা মানে তোমায় দেখতে ভোর কী গভীর রাতে
রুদ্ধশ্বাসে ছুটে চলে আসা উদগ্র বাসনাতে।

ভালোবাসা মানে হঠাৎ হঠাৎ প্রিয় বইগুলো পাওয়া
ভালোবাসা মানে ভালোবাসাতেই খুব বেশি ঋণী হওয়া।

ভালোবাসা মানে তোমার জন্য আকুল অস্থিরতা
ভালোবাসা মানে খুন হয়ে যাওয়া যপিয়া তোমার কথা।

ভালোবাসা মানে মান-অভিমান, অকারণ খুনসুটি
ভালোবাসা মানে এক হয়ে যাওয়া আমাদের মন দুটি।



ফুটনোট : নীল-আসমানী শাড়ি অহনার খুব প্রিয়। আমি তাকে এ বসনে সবচেয়ে বেশি ভালোবাসি।
অহনার জন্য একবার একটা নীল-আসমানী শাড়ি পাঠিয়েছিলাম। সে পরেছিল কিনা জানি না।


২০০৬

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১১

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার ওনেকগুলো সুন্দর সুন্দর সংজ্ঞা ও ব্যাখ্যা জানতে পারলাম। তবে সবচেয়ে পছন্দ হয়েছেঃ
"ভালবাসা মানে ভালবাসাতেই খুব বেশি ঋণী হওয়া"!

ভালবাসার কবিতায় প্রথম ভাল লাগা +।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮

সবুজ অঙ্গন বলেছেন: আপনাকে ধন্যবাদ স্যার। উদ্ধৃতিটার জন্যও ধন্যবাদ। শুভেচ্ছা।

২| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
অহনা কি বাস্তব চরিত্র?

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৯

সবুজ অঙ্গন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনিও অহনা নামে একটা পোস্ট দিয়েছেন দেখলাম। অহনা কে? বাস্তব চরিত্র?

৩| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৯

মিরোরডডল বলেছেন:



ভালোবাসা মানে অনুভব, অকারণ পাগলামি
ভালোবাসা মানে অনুশোচনা, তুমিহীনা আমি ।



২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫১

সবুজ অঙ্গন বলেছেন:


ভালোবাসা মানে অনুভব, খুব অকারণ পাগলামি
ভালোবাসা মানে অনুশোচনাতে তুমিহীনা এক আমি ।


অসাধারণ তো!

৪| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৮

মিরোরডডল বলেছেন:



বাহ ! ধুলোরটাতো আরো সুন্দর হয়েছে ।
আমি আসলে ধুলোর কবিতার সাথে মিল রেখে পাঁচটি শব্দে করেছিলাম ।
থ্যাংকস ধুলো ।


২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৬

সবুজ অঙ্গন বলেছেন: :)

৫| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৩

মিরোরডডল বলেছেন:



ভালোবাসা নিয়ে একটি গান, অরিজিনাল লিংকটা পাইনি ।
তাই এটা দিলাম ।







২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২

সবুজ অঙ্গন বলেছেন: কানিজ সুবর্ণার গান বিটিভি ছাড়া আর কোথাও শোনা হয় নাই। আমিসহ আমার পরিচিত বন্ধুবান্ধব অনেকের কাছেই তার স্টাইলটা বিরক্তিকর ছিল। তবে, আমাদের একটা বন্ধু ছিল, যে কানিজ সুবর্ণা নামে পাগল ছিল। সে হাজার কণ্ঠের ভিড়ে কানিজ সুবর্ণার কণ্ঠ শুনলেই কান খাড়া করতো, এতখানি ক্রেজি ছিল।

৬| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৯

মিরোরডডল বলেছেন:



ইউ আর সো রাইট ধুলো ।

সত্যি বলতে তার এই একটা গানই আমি শুনেছি । গানটা সুন্দর । মেনশন করার মতো কোনও গান নেই ।
প্রফেশনাল বা গুণী শিল্পী বলা যায়না, আমি বলবো শখ করে গান করে এরকম ।

আরেকটা পরিচয় ধুলো নিশ্চয় জানে সে সংগীতাঙ্গনের ভাবি, আই মিন মাইলসের হামিম আহমেদের ওয়াইফ ।



২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৪

সবুজ অঙ্গন বলেছেন: আপনার সাথে একমত।

আজই তার গান ঘাঁটতে যেয়ে জানলাম তিনি হামিম আহমেদের ওয়াইফ। তাদের সুখী সঙ্গীত জীবন কামনা করি।

৭| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ভালো লাগল । শুভ কামনা নিরন্তর ।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৭

সবুজ অঙ্গন বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

৮| ২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

ভালবাসার কোনো মানে আছে কিনা জানি না,
শুধু বুঝি ভালবাসা মানে কোনো একজনের কাছে নিজেকে হারিয়ে ফেলা।

২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০৪

সবুজ অঙ্গন বলেছেন: শুধু বুঝি ভালবাসা মানে কোনো একজনের কাছে নিজেকে হারিয়ে ফেলা। অসাধারণ কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.