নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ ( কষ্ট )

সবুজ ( কষ্ট ) › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের কখন সুন্দর লাগে জানেনে? আসুন জেনে নিই ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

মেয়েদের যে যে সময় সবচেয়ে সুন্দরলাগে তা লেখার

চেষ্টা করছি



১.অবশ্যই যখন সে হাসে।এই হাসিই তাদের

সবচেয়ে বড় অস্ত্র।

২.যখন সে ঘুমায়।মায়াবী দেখায়।

৩.যখন সে আগ্রহী দৃষ্টিতে কারো দিকে আড়

চোখে তাকায়।

৪.কান্নার আগমূহুর্তে।

৫.যখন সে নিজের ঠোটে কামড় দেয়।

৬.গোসল করার পর ভেজা চুলে।

৭.যখন তার মনে প্রচন্ড আনন্দ থাকে কিন্তু

মুখে একটা লজ্জার আবরণ দিয়ে সে আনন্দটা ঢাকার

চেষ্টা করে।

৮.যখন তাকে প্রশংসা করা হয়।

৯.যখন আশে পাশে তার প্রিয়

মানুষটিকে নিয়ে আলোচনা করা হয়।

১০.যখন সে রেগে যায়।

১১.গোধুলির সময়।

১২.মোমবাতির আলোতে।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

তুরাগ হাসান বলেছেন: ভাই পোলাগো কখন ভাল লাগে!!!!!!

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

নুপুর বলেছেন: স্টিকি করা হোক :-P

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

বাবলু বাবলু বলেছেন: ৬.গোসল করার পর ভেজা চুলে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

ShusthoChinta বলেছেন: আসল পয়েন্টটাই দেন নাইঃ আপনার দিকে পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকায় যখন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

সবুজ ( কষ্ট ) বলেছেন: vul hoye gese apu.amon vul r hobena.

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

তুরাগ হাসান বলেছেন: ভাই পোলাগো কখন ভাল লাগে!!!!!!

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

ফার্ুক পারভেজ বলেছেন: ফাটা এবং ফাটি। ভাই তো ভালো মেয়ে গবেষক।
তা কতজন মেয়ের উপর এ গবেষনা চালিয়েছেন B-)

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

তুন্না বলেছেন: তুরাগ হাসান বলেছেন: ভাই পোলাগো কখন ভাল লাগে!!
পোলাগো ভাল লাগে যখন মেয়ে কে বলে, " আমি তোমাকে সবার চেয়ে বেসি ভালোবাসি। "

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

গেস্টাপো বলেছেন: হ আমাগো কখন ভালা লাগে এইটা কন :|

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ভাই সব বুঝলাম ঠিক বলছেন। কিন্তু ছবির মেয়ে গুলা কি আহামরি সুন্দর?? :-B :-B

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

জেরিফ বিন্ আমির বলেছেন:
সব ভাবেই তো ভালো লাগে। তাহলে খারাপ লাগে কখন? ;)

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: কান্নার আগমূহুর্তে?


ঝড়ের পূর্বে সর্বদাই বাতাস থেমে যায়।

কিন্তু ঝড়ের পরেও আমার মাথায় ব্যান্ডেজ থাকে।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

বইয়ের পোকা বলেছেন: ভালোই গবেষণা করছেন মনে হয় :P :P :P

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

আই আনাম বলেছেন: আরো বড় লিস্ট চাই।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: ব্যাপারটা আসলে যখন আপনি সুন্দর দৃষ্টিতে দেখবেন তখন সবই সুন্দর, নয়তো নয়......

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: I was kidding man!! I am still a bachelor......

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

ব্লগার রানা বলেছেন: অল টাইম ই সুন্দর লাগে

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

সবুজ ( কষ্ট ) বলেছেন: সত্যিই আল্লাহর সৃষ্টির মধ্যে এটাই বোধহয় সবচেয়ে বেশি সুন্দর । যাই হোক আগামীতে ছেলেদের কখন ভাললাগে তা জানাবার চেষ্টা করব ।।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

তুরাগ হাসান বলেছেন: তুন্না বলেছেন: তুরাগ হাসান বলেছেন: ভাই পোলাগো কখন ভাল লাগে!!
পোলাগো ভাল লাগে যখন মেয়ে কে বলে, " আমি তোমাকে সবার চেয়ে বেসি ভালোবাসি। "


কিন্তু আমার তো মনে হয় ,পোলারা যখন রেস্টুরেন্টে মেয়েদের খাওইয়াতে নিয়া যায়,তখন তাদের ভাল লাগে

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

মাসরুর প্রধান বলেছেন: নয়া প্রেমিক।এখন সবই ভাল লাগবো।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

নীল-দর্পণ বলেছেন: ২.যখন সে ঘুমায়।মায়াবী দেখায়। ঘুমন্ত সব মানুষকেই সুন্দর এবং মায়াবী দেখায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.