![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট একটি দেশ “বাংলাদেশ” তবে গর্ব করার মত এখন অনেক কিছুই আছে যা আমি আপনি অনেকেই জানতাম না ! জেনে নেয়অ যাক আজ আমাদের স্বদেশ সম্পর্কে ।
★★ দূর্নীতিতে বাংলাদেশ আগে ছিল চ্যাম্পিয়ন, কিন্তু এখন ১৩তম!
★★ বিশ্বের সুখী রাষ্ট্রসমুহের মাঝে বাংলাদেশের অবস্থান ১১তম!
★★ পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশের স্থান কক্সবাজার!
★★ বৃহত্তর সিলেট এখনও ‘দ্বিতীয় লন্ডন’ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত!
★★ প্রধান ও একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের বাংলাদেশেই! (ভারতের অংশটুকুতে বর্তমানে প্রাণী সম্পদ কম।)
★★ বিশ্বে এখনও সবচেয়ে বেশী পাট উত্পাদন আমরাই করি!
★★ বাংলাদেশ ফ্রীল্যান্সিং এ এখন বিশ্বে ৩য় এবং খুশির খবর হল এই ধারা অব্যাহত থাকলে আমারা ফ্রীল্যান্সি খাতে ২০১৫ এর দিকে ১ম স্থানে চলে আসবো!
★★ ‘মসজিদের শহর’ এখনও ঢাকা–ই আছে!
★★ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত একমাত্র বাংলাদেশেই (কক্সবাজার)!
★★ আমাদের শহীদ দিবসই স্বীকৃতি পেয়েছে “আন্তজার্তিক মাতৃভাষা দিবস” হিসেবে!
★★ পৃথিবীর জনপ্রিয় ভাষাগুলোর মাঝে ‘বাংলা’ এখনও ৪র্থ!
★★ আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে!
★★ একমাত্র বাঙ্গালীই এমন জাতি, যারা প্রবাসে থাকলেও নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখে!
★★ পবিত্র হজ্বের পরেই মুসলমানদের সবচেয়ে বড় মিলনায়তনের স্থান হলো “বিশ্ব ইজতেমা” যা কিনা একমাত্র
বাংলাদেশেই হয়!
★★ পবিত্র কাবা’র ৫ ওয়াক্ত নামাজের জন্য নিযুক্ত পাঁচজন ঈমামের মাঝে একজন বাংলাদেশী ! এর চেয়ে বেশি সম্মান আর কোথায় আছে?
★★ এবারের হজ্বেও স্বয়ং আরবের পরেই সবচেয়ে বেশী সংখ্যক হাজী ছিলেন বাংলাদেশ থেকে!
★★ পৃথিবীর সয়চেয়ে বড় আর উচ্চতম মন্দির আমাদের বাংলাদেশেই অবস্থিত!
★★ এখনও প্রতি রমজানে পবিত্র মক্কার মসজিদগুলোতে তারাবীহ এর সালাত পড়ানোর দাওয়াত যারা পান, তাদের দুই– তৃতীয়াংশই বাংলাদেশী!
★★ ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল–রাউন্ডার সাকিব আমাদের দেশেরই!
★★ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ!
★★ YouTube আবিষ্কারক তিনজনের একজন (জাবেদ করিম) বাংলাদেশী বংশোদ্ভূত!
★★ বিশ্বের প্রভাবশালী ১০ জন মানুষের মধ্যে “খান একাডেমীর” প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভুত সালমান খান একজন!
★★ আমাদের বাংলা ভাষা অন্য দেশের ২য় রাষ্ট্রভাষার সম্মান পেয়েছে!
★★ যুক্তরাজ্যে বাঙালীদেরকে নিয়ে গঠিত হয়েছে “মিনি বাংলাদেশ”!
★★ চীনে বাঙ্গালীদের জন্য “বাংলাদেশ দিবস” নামে একটি দিন জাতীয়ভাবে পালন করা হয়!
★★ নিউইয়র্কের সিনেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের আইন করে বিল পাশ করা হয়েছে!
★★ আমাদের জাতীয় কবির লিখিত কবিতা তুরস্কের জাতীয় সঙ্গীত!
::: অথচ আমরা শুধুই চেঁচাই যে আমাদের কিছুই নাই :::
২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৭
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
৩| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬
ঢাকাবাসী বলেছেন: জরুরী অনেকগুলোই সঠিক নয় মনে হয়। তবে আপনি যদি আম্লীঘার হয়ে থাকেন তাহলে আলাদা কথা।
৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১৭
নকি৬৯ বলেছেন: আমরা দেশটাকে নিয়ে শুধু নেতিবাচক চিন্তা করি। কিন্তু আমাদেরও গব করার অনেক কিছুই আছে.....
৫| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮
হাসিব০৭ বলেছেন: কোন সাধারন বাংলাদেশীকে জিজ্ঞেস করেন যে সে এই দেশে সুখী কি না? মনে হয় বলবে সে সুখী না কেননা আমাদের রাজনীতিকরা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, প্রধানমন্ত্রী রং হেডেড। পাগলে দেশটা ভইরা গেছে। হলমার্ক, পদ্মা সেতু, শেয়ারবাজার, কালো বিড়ালের ঘুষনীতি ইত্যদিতে আমাদের দেশের মানুষ সত্যি সুখেই আছে। তবে যদি বলে এত দুর্নীতির পরেও যদি বাংলাদেশ ১৩ তম অবস্থানে থাকে তাহলে বুঝতে হবে আগের দেশ গুলো দুর্নীতির % বেশী করছে। হিংসাত্মক রাজনীতিমুক্ত বাংলাদেশ চাই। চাই পুরুষ শাষিত রাষ্ট্রব্যবস্থা কেননা মহিলা দ্বারা আর যাই হোক দেশ চালানো যায় না তাও আবার বাংলাদেশে কেননা বাংলাদেশের মহিলারা একে অন্যের সুখ সহ্য করতে পারে না, কে কিভাবে অন্যের পাছায় আঙ্গুল দিব সেইটা নিয়েই সবসময় চিন্তা করে থাকে। এদেশে মানুষ সবচেয়ে দুঃখি কেননা আমেরিকা বা উন্নত দেশগুলো দেখলে আমরা দেখি অন্য দেশ থেকে তারা লুন্ঠন করে নিজের দেশে নিয়ে যায় আর মুর্খ বাঙ্গালীরা নিজ দেশের টাকা বিদেশে পাচার করে। হায়রে দেশপ্রেম..... হায়রে নির্লজ্জতা............ হায়রে বোকা জাতি কবে যে একটু মাথাচারা দিয়ে দাড়াবে।
৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৫৫
কদমা বলেছেন: Amar jana mote Bangladeshirai ekhon bissher brihottomo musolman jati. Karon Pakistan ar Indonesiar musolmanra 1 desher odhibashi hole o asole bohu jatigoshthite bivokto.
৭| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭
সেলিম মোঃ রুম্মান বলেছেন:
পবিত্র কাবা’র ৫ ওয়াক্ত নামাজের জন্য নিযুক্ত পাঁচজন ঈমামের মাঝে একজন বাংলাদেশী - এই তথ্যটা জানা ছিল না, এটার কোনো রেফারেন্স দিতে পারেন? ধন্যবাদ।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
কসমিক- ট্রাভেলার বলেছেন:
++++++++++++
৯| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২
তানভীরএফওয়ান বলেছেন: আমাদের জাতীয় কবির লিখিত কবিতা তুরস্কের জাতীয় সঙ্গীত! what is the name of that poem??
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪
শ্রীঘর বলেছেন: Dhaka is the least liveable city in the world.