নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ ( কষ্ট )

সবুজ ( কষ্ট ) › বিস্তারিত পোস্টঃ

ফেলানির বিচার ভারত করবে এ আশা করাটাই ছিল আমাদের বোকামী ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৮

এভাবেই হাজার হাজার ফেলানি মৃত্যুবরণ করবে । কাঁটাতারে ঝুলে থাকবে তার লাশ । রক্তে রন্জিত হবে তার সমস্ত বক্ষ । চিত্‍কার করে কাঁদবে তার বাবা মা , আত্নীয়স্বজন ।

আর এভাবেই বিচারের নামে প্রহসনের শিকার হবো আমরা বোকা বাঙালীরা । ছাড়া পাবে অমিয় ঘোষের মত হাজার হাজার জানোয়ার ।



ভারত নাকি আমাদের পরম বন্ধু ! শুধু শুনেই যাই । কাজের বেলায় এই বন্ধুকে ক্ষতির তালিকা থেকে কখনো সরাতে পারিনা । প্রথম যখন শুনলাম ভারতে ফেলানি হত্যার বিচার হবে তখনি সন্দেহ করেছিলাম ভারতের এতটা সুবুদ্ধি হবার কথা নয় । কাউকে মুখ ফুটে বলতে পারিনি । কাকে বলব ??



সত্যিই তো , ফেলানি কে ? তার বাবার কি কোটি কোটি টাকা আছে ? নাকি আছে কোন বিলাসবহুল বাড়ি কিংবা গাড়ি ? কেন তার বিচার হবে ? একজন গরীব মানুষ কোনদিন তার বিচারের সঠিক রায় পায় না । ফেলানি তো তেমনি একজন । তার জন্য কেন রায় তার পক্ষে থাকবে ?



ফেলানিকে গুলি করা হয়নি , সে নিজে নিজে মরে গিয়ে কাঁটাতারে ঝুলে ছিল . . . . এ কথা ছাড়া নিজেকে বুঝ দেবার মত আর কোন কথা আছে কি ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: ইন্ডিয়ানরা ব্লাডি বাস্টার্ড তার প্রমান আরেকবার দিল তারা ..... X( X( X(

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

সবুজ ( কষ্ট ) বলেছেন: একদম সত্য বলেছেন ।
আসলে কুকুরের লেজ সোজা করা কার সাধ্যি ?

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

শিকদার ০০৮ বলেছেন: very sad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.