নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ ( কষ্ট )

সবুজ ( কষ্ট ) › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব একটা পাগলকে দেব . . .

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি একটা পাগলকে দেয়া হয় তবে কি অবাক হবেন ?



অবাক হবার কিছু নেই । নিম্নে কিছু সংবাদের হেডলাইন তুলে ধরলাম । পড়ার পরে ভাবুন তো এই খবরগুলোতে কতটুকু অবাক হয়েছেন বা হয়েছিলেন । আর অবাক হওয়াটা তুলনা করুন পাগলকে প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে ।



০১/ আমাদের এই মুসনমান দেশে বাবার বন্ধুকে দ্বারা মেয়ে ধর্ষিত হয় ।

০২/ এখনও আমাদের দেশে ১০-১২ জন মিলে একটা নারীকে তৃপ্তভরে ধর্ষন করে ।

০৩/ আমাদের দেশে একটা মায়ের পেটে বাচ্চা থাকলেও তাকে ধর্ষন করতে পিছপা হয়না ।



০৪/ সাকিবের মত অলরাউন্ডার ক্যামেরায় সামনে নুনু বের করে নাচতে আজও পছন্দ করে ।

০৫/ তিশা , সারিকা এমনকি মৌসুমির মত অভিনেত্রীদের নগ্ন ভিডিও আজও মানুষ বৈঠক করে দেখতে ভোলেনা ।

০৬/ ফেসবুক , টুইটার কিংবা ব্লগসাইটে আজও চরম আকারের চটি পড়ে মানুষের মনে কামেত্তজনা তৈরি করতে অনেকেই স্বাচ্ছন্দ বোধ করে ।



০৭/আমাদের এই দেশে এখনও একটা মেয়ের ইজ্জত খোয়া যাওয়ার জন্য ২০-৩০ হাজার টাকা ধার্য করা হয় । যা পরবর্তীতে হুমকি হয় ।

০৮/ নিদারুন কষ্ট করে স্বাধীনতা পাওয়া এই দেশের মানুষ আজও অবিচারে ভোগে ।

০৯/ আজও বিচারের নামে মিথ্যে মামলা সাজিয়ে মানুষকে বছরের পর জেলে আটক রাখা হয় ।



১০/ আমাদের এই সোনার টুকরো দেশটাতে সরকার পতনের মুহুর্তে ছেলে মেয়েরা পরীক্ষা না দিয়েও পাশ করতে পারে ।

১১/ আমাদের দেশের সরকার অজ্স্রবার সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখেন যাতে ভোট ছাড়াই নির্বাচন চলে ।

১২/ আর পরিশেষে পাশের হার বেড়ে যাওয়ার কারনে অজস্র বেকার পয়দা হয় যারা চাকরী না পেয়ে বিপথে চলে যায় ।



এখন বলুন তো , একটা দেশের সরকার যদি এমন সিম্পল বিষয়ের উপর ক্ষমতা খাটাতে না পারেন তবে তার থেকে কি একটা পাগলকে ঐ পদে বসানো সমীচিন নয় ? পাগল আর কিছু না পারুক অন্তত পাগলামী করে মানুষকে মজা দিতে পারবে । যে মজায় মানুষ সারাক্ষন খুশিতে থাকবে , দেশ থেকে চোখের জল দামী হয়ে যাবে কারন তা পাওয়া যাবেনা ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

পাঠক১৯৭১ বলেছেন: দেশের ১ নং পাগল হিসেবে ক্ষমতা আপনারই পাওনা: এখন থেকে আমি আপনাকে পাগলের প্রধানমন্ত্রী বানালাম কাজে লেগে যান; প্রতম কাজ পরণের কাপড় ছুঁড়ে ফেলে দেন!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

হেডস্যার বলেছেন:
জ্বী, আপনি নিজেই ঐ পদের জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে।

লেখলাম আর পোষ্ট করলাম, কি লেখলাম সেইটা নিজে ও একবার পইড়া দেখার প্রয়োজন মনে করলাম না।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

মহাপাগল বলেছেন: আমাকে অপমান করা, আমি না হয় সহ্য করলাম কিন্তু আপনি?

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

গালিবাজ উপদেষ্টা বলেছেন: মুলামিচকিকচকামচু লিাকটাম কাুচুকো মারুখুট কালিকচলে কালেিচটা মাকালু লালামুলা লাডাখ কুকরিমুকরি পোখারাকুটাুলা মককাককাজজুজজু মজজজাজজজাম মজজজা লুবুলাবা লুবিলাবা মুজজককা লুজজা মোজজজজজজজজজজাাাাাাাাাা

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১

গালিবাজ উপদেষ্টা বলেছেন: লুবিলাবা লুবিলাবা আহা মুলফুল ফিল

৬| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

সবুজ ( কষ্ট ) বলেছেন: আমি পোষ্টটা এই জন্যই করেছিলাম যে , এটা একটা টোপের মত । দেখি তাতে কয়জন খাঁটি পাগলের দেখা পাই । আমি পেয়ে গেছি ।

পাগলামী করে কমেন্ট করার জন্য ধন্যবাদ পাগল সোনারা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.