![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকটে অবরোধ-হরতালের কারণে দেশের যে ক্ষতি হয়েছে তা আগামী ২৫ বছরে পূরণ করা সম্ভব হবে না। আর এই রাজনৈতিক সংকটের মূল কারণ জনমতের বিরুদ্ধে জবরদস্তি শাসন।
গতকাল বিকেলে অবস্থান কর্মসূচীর ৫৬ তম দিনে তার সাথে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটের মূলে রয়েছে গত বছরের ৫ জানুয়ারির ভোটারবিহীন, প্রার্থীবিহীন তামাশার নির্বাচন। তাই সকলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন ছাড়া এই সংকটের সমাধান আসবে না। প্রধান বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের বাইরে থাকা সকল দলকে সাথে নিয়ে চলা, কিন্তু বিএনপি সেটা করতে সফল হয়নি বলেই সরকারবিরোধী আন্দোলন সাফল্য পায়নি।
গত ২৮ জানুয়ারি থেকে বেগম খালেদা জিয়ার প্রতি অবরোধ প্রত্যাহার এবং শেখ হাসিনার উদ্দেশ্যে আলোচনায় বসে দেশ ও মানুষ বাঁচানোর দাবীতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ফুটপাথে অবস্থান কর্মসূচী পালন করছেন।
গতকাল কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুননবী সোহেল, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপসহ শতাধিক নেতা-কর্মী তার সাথে অবস্থান করছেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এক আলোচনা সভা আগামীকাল ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। সভায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।##
©somewhere in net ltd.