![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি মাঝপথে নির্বাচন বর্জন করায় ঢাকার দুই এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ। এছাড়া সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে পুলিশের বাধা দেয়াও নির্বাচন সুষ্ঠু না হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিটি নির্বাচনে ঝামেলার জন্য বিএনপিকে দায়ী করে শাহনেওয়াজ বলেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তবে পরিবেশ শান্তিপূর্ণ ছিল। যেটুকু ঝামেলা হয়েছে, তার জন্য বিএনপি দায়ী। তার হঠাৎ করে নির্বাচন থেকে সরে যাওয়ায় তাদের ভোটারদের মতো সাধারণ ভোটাররাও কেন্দ্রে আসেননি।
তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগ সমর্থকরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে, এতে নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে। দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে সন্তোষজনক ভোটারের উপস্থিতি ছিল। বিএনপি সমর্থিত প্রার্থীরা থাকলে ভোটের হার আরও বাড়তো।
শাহনেওয়াজ বলেন, সকলেই এখন কমিশনকে দোষারোপ করছেন। কমিশনকে দোষ দেয়া খুব সহজ। কেননা, অন্য কেউ তো দায় নেবেন না
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৫ রাত ৮:১১
মিতক্ষরা বলেছেন: সব দোষ নন্দঘোষ। বিএনপির এজেন্টরা পুলিশি ভয়ে কেন্দ্রে না থাকতে পারলে, সেটাও বিএনপির দোষ। খালেদা জিয়ার উপরে হামলা হলে সেটাও খালেদা জিয়ার দোষ। এখন দরজা বন্ধ করে সিল মারা কিংবা সাংবাদিকদের ফটো তুলতে না দেয়ার মত হাজারো সতর্কতা সত্ত্বেও মারামারি, কেন্দ্র দখলের কিছু ছবি পত্র পত্রিকায় এসে গেছে। এইসবও বিএনপির দোষ, কারন তারা বর্জন করেছে।
এ দেশের কিছু মানুষের মানসিকতা খুব অদ্ভূত। তারা মনে করে নারী ধর্ষন হলে তার দায় একান্তভাবেই নারীর আর ভোটকেন্দ্র সরকারী বাহিনী কর্তৃক দখল হলে তার দায় একান্তভাবেই বিরোধী দলের।