নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন পাঠক

সবুজের সাথী

সবুজ সাথী

ধানের ক্ষেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মতো, ডাক দে' বলে আয়রে তোরা আয় ডাকব তোদের কত। [email protected]

সবুজ সাথী › বিস্তারিত পোস্টঃ

রাজশাহীতে ব্যাতিক্রমী লু-হাওয়া ঝড়।

০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৫

গতকাল বাবার সাথে মোবাইলে কথা বলছিলাম অন্য একটা কাজের জন্য। কথায় কথায় বোরো মওসুমের আবাদের কথা উঠল। বাবার কথা শুনে আমি বিরাট একটা ধাক্কা খেলাম। বাবা বললেন তাঁর জীবনে এরকম হতে তিনি দেখেননি।



গত কয়েকদিন আগে সন্ধ্যা থেকে প্রবল বেগে ঝড় হচ্ছিল। সাথে কোন বৃষ্টি ছিলনা। বাতাস বেশ গরম ছিল। এই অবস্থা সারা রাত ধরে চলছিল। সকালে দেখা গেল ধানক্ষেতে ধান গাছের পাতা মরে গেছে। যেসব ক্ষেতে ধানের শীষ কেবল বের হয়েছে, বেশিরভাগ শীষ শুকিয়ে সাদা হয়ে গেছে।



আমি বেশ কিছুদিন ধরেই ঢাকার আবহাওয়ার প্রচণ্ড গরম আর শুস্কতা নিয়ে ভাবছিলাম। মনে হচ্ছে সারা দেশের আবহাওয়াতেই একটা বিরাট পরিবর্তন এসেছে। ভারত আমাদের যেভাবে সবদিক দিয়ে পানিতে মারছে, তাতে ভবিষ্যতে কি হয় সেটা নিয়ে এখনই সবার চিন্তা করা উচিৎ।



আমাদের সরকার মহাশয় তো ভারতের কাছে পরনের কাপড় শুদ্ধ বর্গা দিয়ে রেখেছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকতে বেশি দেরি নাই।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: :(


কি ভয়ানক!!!

০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৪

সবুজ সাথী বলেছেন: আসলেই ভয়ানক। ঘটনা আমার নিজের এলাকাতেই, আমাদের জমির ধানগাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

২| ০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৬

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: বাস্তবতা বুঝতে আমরা সবসময় দেরি করি!!!

০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৪

সবুজ সাথী বলেছেন: বেশি দেরি করলে না খেয়ে মরতে হবে।

৩| ০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৪

সািকল খান বলেছেন: দেয়ালে পিঠ ঠেকেই আছে।


ঢাকার আজকের সকালটা যারা না দেখেছেন, তারা মিস করেছেন।
Click This Link

০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৪

সবুজ সাথী বলেছেন: হুম ঠিক, দেয়ালে পিঠ ঠেকেই আছে।

৪| ০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২১

শফিউল আলম চৌধূরী বলেছেন: আমাদের দেয়ালে পিঠ ঠেকতে বেশি দেরি নাই।


ভূল, আমাদের পিঠ দেয়ালে ঠেকে ইতি মধ্যে আমাদের পাজরের হাড় ভাঙ্গতে শুরু করেছে। আমরা শুধু পাত্তা দিচ্ছি না।

০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৩

সবুজ সাথী বলেছেন: ঠিক তাই। জীবনের উপর আঘাত না হানলে আমাদের বোধদয় হবে না।

৫| ০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৭

ব্লগার ইমরান বলেছেন: কয়দিন আগে আমিও অদ্ভুত আবহাওয়া নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম ।
দেখে আসতে পারেন।

০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৫

সবুজ সাথী বলেছেন: ধন্যবাদ, আপনার পোস্ট দেখলাম। আসলেই চিন্তার বিষয়।

৬| ০৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৯

জুল ভার্ন বলেছেন: তোমাকে মন্তব্য করার সুযোগ পেয়েই লগ ইন করলাম!

ঝির ঝিরে বৃষ্টি সবার মনকে ভালো লাগায় সিক্ত করুক, শুভহোক আগামী.........

শুভ কামনা।

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪৪

সবুজ সাথী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ০৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৯

জুল ভার্ন বলেছেন:

একটা প্লাসও দিলাম! :)

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪৫

সবুজ সাথী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

৮| ০৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩১

মিরাজ is বলেছেন: :(


কিছু বলতে ইচ্ছে করে না ইদানিং।

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪৭

সবুজ সাথী বলেছেন: আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?

আমাদের সবারই এখন থেকেই সচেতন হওয়া খুবই দরকার।

৯| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

সত্যিই খুবই ভয়ানক বাস্তবের সামনে আমরা :(

০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১২

সবুজ সাথী বলেছেন: আসলেই কি যে করার বুঝছিনা। ধন্যবাদ আরজুপনি।

১০| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ভয়ানক অবস্থ! :(

১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫২

সবুজ সাথী বলেছেন: আসলেই, আগামি দিনের কথা চিন্তা করা আমার বেশ চিন্তা হচ্ছে।

১১| ২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫০

বিতর্কিত বিতার্কিক বলেছেন: গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ি দেশ গুলোর মধ্যে আমাদের অবস্থান শেষে। আর এর ফল ভোগকারিদের মধ্যে আমাদের অবস্থান শীর্ষে।
আস্তে আস্তে আরও অনেক কিছুই দেখতে হবে।

১৭ ই জুলাই, ২০১২ রাত ১০:২৫

সবুজ সাথী বলেছেন: ধন্যবাদ বিতার্কিক ভাই।

১২| ২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২৩

নাটক বলেছেন: আমাদের সরকার মহাশয় তো ভারতের কাছে পরনের কাপড় শুদ্ধ বর্গা দিয়ে রেখেছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকতে বেশি দেরি নাই।


ভাই, এসব বলেন কেন??? আমাদের ম্যাডাম মাইন্ড করতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.