নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

ওরা কাচা মাংস খেকো প্রাণীর দল

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

ঘোর সন্ধার অন্ধকার নেমে এসেছে
কেহ সন্ধার প্রদিপ জ্বালিয়ে মন্দিরে পূজো দিচ্ছে,
কেহ পশ্চিমে বিধাতার পরশে কপাল ঠুকাচ্ছে,
কেহ পড়ার টেবিলে কথা বন্দি বইয়ের পাতাগুলো ছড়াচ্ছে,
কেহ সন্ধামালতীর ঘ্রাণ নিচ্ছে,
কেহ কাচা মাংসের সন্ধানে মাতাল হয়ে পড়ছে!
শুধু রাতেই যত ওদের ঘুরপাকরল
ওরা কাচা মাংস খেকো প্রাণীর দল !

ভয়ে কাতরে মন হয়ে উঠে দিশাহারা
ছটফট আত্মনাত তবু মিলে না কারো সারা !
অপলক অশ্রু ভেজা মাটির নরম ছোঁয়া
যেন পাজর থেকে ধেয়ে আসছে অগ্নিগীরির ধোয়া ।
ধ্বনি একটাই বাঁচাও আমায় বাঁচাও,
আমায় ছেঁড়ে দেও আমায় ছেঁড়ে দেও !

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: কাঁচা মাংস যারা খায় তারা তো পিশাচ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

সূচরিতা সেন বলেছেন: ঠিক বলেছেন।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

সাইন বোর্ড বলেছেন: এসব কাঁচা মাংস খেকোদের কঠিন শাস্তি হওয়া দরকার ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

সূচরিতা সেন বলেছেন: ঈশ্বর এদের বিচার করবে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর লেখনীর হাত আপনার ভালো লাগল।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: ভালো লাগল।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

টুটুল বলেছেন: কোনো উপমায় উপমিত করতে চাইনা; শুধু বলে যাই, 'সুন্দর'।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

বলেছেন: বেশ ভালো লাগল

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যতই দেখছি ততই আপনার লেখায় মুগ্ধটা পাচ্ছি।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

ব্লগ মাস্টার বলেছেন: দারুন লেখা আপু।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর লিখেন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.