নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

কি,বা করিয়াছি ভুল থাকিয়া ক্ষণিকের সুখে

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৫

ও আমার পোড়া মন
বলনা তুই করি কি এখন ?
পরে গেছি ধরা !
পাবোনা যে ছাড়া'
থাকিয়া শয়ন
দেখিয়াছে নয়ন;
টণক টণক বুকে
পারছিনা বলিতে মুখে,
শতশত নদীর মিঠা পানি
মোর গলাতে দিলেও ঢালিয়া
মিটবে না সে পিপাসা।
সকলেই বুঝবে একবার
যখন পরিবে সে কষ্ট যন্ত্রণার মুখে
কি,বা করিয়াছি ভুল থাকিয়া ক্ষণিকের সুখে।
আহা! সে কি যে কঠিন সমপন যন্ত্রণার ভোগ,
লক্ষ্য দাওয়াতেও ছাড়েনা সে রোগ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কি,বা করিয়াছি ভুল থাকিয়া ক্ষণিকের সুখে।
আহা! সে কি যে কঠিন সমপন যন্ত্রণার ভোগ,
লক্ষ্য দাওয়াতেও ছাড়েনা সে রোগ।

....................................................................................
ভালবাসার যন্ত্রনা মিষ্টি মধুর, তাই তো বলি
ছুঁয়ে দেখ তৃষ্ণার্ত এইখানে
তোমার ছোঁয়ায়, লাজুক লতায় শিহরন
হারাব দু'জনা সেদিন
সমুদ্রের উত্তাল মাতাল হাওয়ায়।

...................................................................................................................

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪০

সূচরিতা সেন বলেছেন: শুভরাত্রী শ্রদ্ধেয় স্বপ্নের শঙ্খচিল।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৭

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

সূচরিতা সেন বলেছেন: শুভ রাত্রী।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২০

বলেছেন: ভালো প্রচেষ্টা।


লক্ষ্য দাওয়াতে -- দাওয়াই --- পথ্য -- ঔষধে --- প্রতিশব্দ ব্যবহার করলে ভালো

দাওয়াত মানে ভিন্ন কিছু -- ধন্যবাদ নিবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা পরামর্শের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.