নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

অন্তরা

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬


হাজারো ভাবনা ভিড় করে
তবে সব কিছুর শেষই অজানা !
অনেক কিছুই ঘটে যায় নীরবে,
ইচ্ছে করলেও পারিনা মুছে দিতে,
যা একে রেখেছি,
মনের কুটিরে অনেক ভেবে ।

অবাক নয়ন,অবাক অন্তরা,
গতিবেগ প্রতি পদে পদে আটকানো যেন অবিরত ধারা !
রাতের অন্ধকার আকাশের চন্দ্রখানা,
সেও খুঁজে নেয় সঙ্গি হিসেবে,
আছে উদ্ধজীবিত আকাশে যত লক্ষকোটি তারা !
শুধু আমারাই অপারক বন্দি দিশেহারা ।

বাগানে দেখি ফুলগুলোর মাঝে করে মধু তলবল,
কেন আসেনারে দুষ্ট মৌমাছির দল ?
কখন করবে আহরণ মধু ?
ভাবনার মাঝে সেই উকি দেয় শুধু।

হাজারো কথায় কথায় ছেয়ে আছে মনের স্টল,
ভাবিয়া উড়িয়া বেরায় দুষ্ট পাখির একটা দল।
কিছুই নয় অসফল,
চিন্তা ভাবনা সব শক্তির ফল।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৫

মাহের ইসলাম বলেছেন: মনের স্টলে কি সবার প্রবেশাধিকার আছে ?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শুভ রাত্রী । মনের স্টল সাজানোর গতিবেগের উপরে প্রবেশাধিকারের হিসেব হবে । হতে পারে একজনের জন্য আবার হতে
পারে বহু জনের জন্য।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ সেলিম দাদা ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩২

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৪

বলেছেন: প্রাণবন্ত লেখা,


উড়িয়া বেড়ায় হবে ---

মধু টলমল হবে
এঁকে হবে।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা ঠিক করে নিচ্ছি ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর ও ভালো লেগেছে কবিতা ।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ মামা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.