নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
আগে হত মনের ভালোবাসায় অন্তরবর্ষিত
আর এখন হয় দেহ ত্যাগে দণ্ডিত !
আগে থাকত নিঃশ্বাসে যে সুভাস,
ছিল তাতে অন্য সুখের বন্ধন মাখা বিশ্বাস ।
আজ ভালোবাসার নামে চলে সব মিথ্যা
তাই আগে মিষ্টি আর হয়ে গেলে হয়সব তিতা !
যেন অন্তরের প্রেম নয় শুধু বাসনা,
ভুলে যায় সব মিটে গেলে দেহের ক্ষুধা ।
০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১
সূচরিতা সেন বলেছেন: বিজন দা,পৃথিবীও আছে, মানুষও আছে, নেই শুধু আসল মানুষ।
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
আকিব হাসান জাভেদ বলেছেন: সময়ের সাথে হায়নাদের সংখ্যা বাড়ছে । এরা ক্ষিদে তৃপ্তি শেষ হলে অন্য পাহাড়ে ঘুরে বেড়ায় ।
০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩
সূচরিতা সেন বলেছেন: আপনার কমেন্টের কথা এক বিন্দু মিথ্যে করার সাধ্য আমার নেই দাদা।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
বিজন রয় বলেছেন: আমাকে এমনভাবে বিজনদা বললেন যেন আমি আপনার অনেক দিনের চেনাজানা কেউ। যতদূর মনে পড়ছে ব্লগে আপনার সাথে আমার খুব বেশি কথা হয়নি। তবুও আপনার অমনভাবে বলা আমার ভাল লেগেছে খুব।
পৃথিবীও আছে, মানুষও আছে, নেই শুধু আসল মানুষ।
হ্যাঁ, আপনার কথা সত্যি, কিন্তু অত হতাশ হলে তো সবকিছুই তাদের দখলে চলে যাবে।
তাই সবশেষ ভালটুকু নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হয়তো সবাই ভাল হবে না, কিন্তু বেশিরভাগ তো ভাল হতে পারে।
আর এখনো ভালর কিছু অবিশিষ্ট না থাকলে তো আমরা সবাই মরে যাবো!!
দেহময় ভালবাসা মনময় হয়ে উঠুক।
কবিতায় ভাললাগা জানিয়েছি আগেই।
আপনার জন্য শুভকামনা, ভাল থাকেন নতুনের আহ্বানে।
০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০
সূচরিতা সেন বলেছেন: অল্প সময় দেখলেও ভালো মানুষ যে তাকে চেনা যায় । বেশি সময় ধরে পরিচয় হওয়া লাগে না। তাছাড়াও এখানেই না
সমস্ত পৃথিবীতে একে অপরের প্রতি শদ্ধা ভালোবাসা রেখেই কথা আদান প্রদান করনীয় ।
সে যাই হোক পৃথিবীও আছে, মানুষও আছে, নেই শুধু আসল মানুষ।
হ্যাঁ, আপনার কথা সত্যি, কিন্তু অত হতাশ হলে তো সবকিছুই তাদের দখলে চলে যাবে।
তাই সবশেষ ভালটুকু নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হয়তো সবাই ভাল হবে না, কিন্তু বেশিরভাগ তো ভাল হতে পারে।
আর এখনো ভালর কিছু অবিশিষ্ট না থাকলে তো আমরা সবাই মরে যাবো!! সত্য কথা বলেছেন ।
অনেক শুভ কামনা বিজন দা।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২
ল বলেছেন: ভালো লাগলো --
ক্ষুধা, হবে কি??
হতো???
অন্তরবর্ষিত ।।।
নববর্ষের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ল দা ভুলগুলো শোধরানোর সুযোগ দেয়ায়।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন।।
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৫২
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা পড়ার জন্য শ্রদ্ধেয় কবিকে।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: চমৎকার।
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৩
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ রাজীব দা।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: তারমানে কি আজকালকার প্রেম ভালবাসা নয়?