নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

৭১ এর স্বাধীনতা যুদ্ধে কি আমাদের এগুলোই প্রাপ্য ছিল ?

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:১০

৫২ এর ভাষা আন্দলোনো দেখিনী ৭০ আন্দলোনো দেখিনী ৭১এর মুক্তি যুদ্ধও দেখিনী,তাই তখনকার সময়ের আন্দলোন ও মুক্তিযুদ্ধ কেমন ছিল তা আমারা এই প্রজন্মের ছেলে মেয়েরা বলতে বা তেমন সঠিক ধারণা পারবোনা।তবে বাপ কাকা'দের আর মা'কাকিদের, মুখে ৭০ বা ৭১এর যতটুকো শুনেছি আর ৫২ এর ইতিহাস বইতে যতটুকো পড়ছি সে মতে অনুময় করা যায় সেসময় আর এখনকার যে একটি সময় আমাদের দেশে চলছে বা সামনে আসবে তাতে বেশি একটা পার্থক্য নাই অথবা থাকবেওনা হয়ত।

যেমন এইতো পিছনে ফেলে আসা বছর কয়েক আগের কথা' আমাদের অনেকেরি মনে আছে নিশ্চয় দেশের কি ভয়ংকর অবস্থায় চলে যাচ্ছিল'পত্রিকা খুললেই শুধু পেট্রোল বোমা ককটেল আর গ্রেনেড মেরে মানুষ আহত আর মৃত্যুর খবর পাওয়া যেত ।তখন মানুষ ঘর থেকে বাহির হত যেন নিজের জীবনটাকে হাতের মুঠোই করে ।

আবার যুদ্ধ অপরাধী হত্যার বিচার চলা কালীন সময়ও এদশের বহু নিরহ মানুষকে প্রাণ দিতে হয়েছে । সে সময়ও কেও হেসেছে আবার
কেওবা পেট্রোল বোমা বা ককটেল অথবা গ্রেনেডের হামলায় শিকার হয়ে কেঁদেছে ।

আর আমাদের নারীদের স্বাধীনতা বলেও কিছু নেই নিরাপর্দা বলেও কিছু নেই । আজও এদেশের মাটিতে বাংলাদেশের মত একটি স্বাধীন রাষ্ট্রের বুকে,যে দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব,জিয়াউ রহমান সহ আরো অনেক মহান নেতারা জীবন যৌবন একাকার করে দিয়েছেন।বহু রক্ত ক্ষয়ী বহু শহিদের রক্তের বিনিময় কেনা আমাদের স্বাধীন এই বাংলাদেশ। স্বাধীনতার এত বছর পার হয়ে যাবার পরেও কেন আজও এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে আমরা একটু সুখের আনন্দের স্বপ্ন দেখতে পারিনা ?

এদেশটিতো নিলামের জন্য স্বাধীন করা হয়নি এই দেশের সাধারন মানুষের নাগরিক অধিকার কেরে নেয়ার জন্যতো স্বাধীন করা হয়নি।
আজ পত্রিকায় একটা নিউজ দেখে চোখের অশ্রু ধরে রাখতে পারলাম না।যাদের জন্য যে বীর মুক্তিযুদ্ধাদের জন্য শহিদদের জন্য এমন
একটা স্বাধীন বাংলাদেশ পাওয়া সেই সকল মুক্তিযোদ্ধাদের ভাতা পযন্ত লোপাট হয়ে যায়।

আজকের এই দিনটি রেখে যাওয়ার জন্যই কি ৭১রে বঙ্গবন্ধু স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছিলে এর জন্যই কি বঙ্গবন্ধু
দিনের পর দিন জেলখানায় দিন কাটিয়ে ছিলেন ?

৫২ আর ৭১রে আমাদের বাঙ্গালী বীর সেনা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ভিন'দেশি দশ্যুদের সাথে লড়েছিলেন দেশের মায়ায় আর সেটা
নিশ্চয় আজকের এই দিনটি দেখার জন্য নয়। তখন পাকবাহিনী অন্যদেশে থেকে এসে আমাদের শত্রু হয়েছিল,আর আজ আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়েছি এবং হয়ে যাচ্ছি।এক বাঙ্গালী আরেক বাঙ্গালীর ভাই আর সে হিসেবে আমরা, ভাই হয়ে ভাইয়ের বুকে আঘাত করছি। গুলি করছি।হত্যা খুন জখম করছি।

সাধারন নির্বাচনের মত একটা বিষয় নিয়ে এবং সে জের ধরে নারীদের উপর নির্যাতন ধর্ষনের মত জগণ্য ঘৃণিত কাজ করতেও আজ আমাদের বাঙ্গালী ভাইদের বিবেকে বাধেনা।

৭১ এর স্বাধীনতা যুদ্ধে কি আমাদের এগুলোই প্রাপ্য ছিল ?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৭১ এর স্বাধীনতা যুদ্ধে কি আমাদের এগুলোই প্রাপ্য ছিল ?
...........................................................................................
তখন আমরা একটা ভূখন্ড স্বাধীনতার জন্য লড়েছি
এখন লড়ছি, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য,
দুটোকে এক পাল্লায় নিলে চলবে না ।
............................................................................................
মাঝখানে , আর্ন্তজাতিক ষড়যন্ত্র, মাফিয়াদের ব্যবসা কেন্দ্র আর মৌলবাদের
উথান আমাদের মাশুল দিতে হচ্ছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ইতিহাস নিয়ে আপনার 'বড় ধরণের সমস্যা' আছে; জেেনারেল জিয়া নেতা ছিলেন না, উনি ছিলেন মুক্তিযোদ্ধা, সন্মানিত ব্যক্তি; উনি পরে, দেশের ক্ষমতা দখল করে, দেশকে মুক্তিযুদ্ধের আগের অবস্হায় নিয়ে গেছেন; মাঝখানে মুক্তিযুদ্ধের "প্রাপ্তিটা জিরো" হয়ে গেছে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ কাকু,যেহেটু এই ব্লগের বয়সের দিক দিয়ে আপনি মনে হয় সকলের বড়ই বা মুরব্বি হবেন সেহেটু আপাকে কাকু বলেই ডাকবো আমি যদি আপনার কোনো আপত্তি না থাকে ।

বিএনপি খারাপ জিয়া খারাপ,তারা জামায়েতের এজেন্ট এবং তাদের আরো অনেক সমস্যা আছে সবই আপনার কথা আমরাও মেনে নিলাম যেহেটু আপনেরা এদেশের মাটির মালিক বা মা,বাপ সেহেটু আপনেরা যা বলবেন সেটাই ঠিক ।
কিন্ত কথা সেটা না আপনেরা এ দেশের মাটির মালিক হয়ে কি করছেন ?
আমারতো গত কয়েক বছর আর২০১৮এর ৩০ শে ডিসেম্বরের আপনাদের ব্যবহারে দেখে মনে হলো আপনেরা এদেশে কামলা দেয়ারও উপযুক্ত নন।

যাই হোক কাকু আপনাদের বাপ কাকারা নিশ্চয় বাংলাদেশের ভালো কামলা ছিল না হলে আপনেরা জোর করে মাটির মালিকানা
ধরে রাখতে পারতেন না। ;)

কাকু আপনারা বাপ দাদারা অনেক কষ্টের বিনিময় অনেক রক্ত ক্ষয়ের বিনিময় এই দেশটির মালিকানা পেয়েছিল তা যেন কোনো
দলের ভুলের নষ্ট না হয়ে যায় সেদিকে মনযোগি হন।

কেননা কাকু আপনাদের বয়স হয়েছে,আর আপনেরা চলে গেলে তারপর এইদেশের মালিক কিন্ত আমরা হবো।আমাদের জন্য
একটা সুন্দর দেশ গড়ার দায়িত্ব কোনো ভাবেই আপনেরা এড়িয়ে যেতে পারেন না ।

কাকু দেশ এখন যে অবস্থায় চলছে তাতে দেশ মনে হচ্ছে আবারো স্বাধীনতার আগের স্থানেই চলে গেছে।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৭

নাহিদ০৯ বলেছেন: দেশ তো আমার আপনার না। মাঝে মাঝে নিজেকে প্রজা ই মনে হয় শুধু।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

সূচরিতা সেন বলেছেন: একদম খারাপ বলেন নাই।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: এই ধর্ষনের সাথে নির্বাচনের সম্পর্ক নেই।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮

সূচরিতা সেন বলেছেন: হতে পারে রাজীব দা কেননা আমাদের মিডিয়ারাতো আবার বেশি বেশি গুজব ছড়ায়।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সকল ধরনের নির্যাতনকে আমি ঘৃনা করি।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

সূচরিতা সেন বলেছেন: ঘৃণারও অযোগ্য কাজ। ধন্যবাদ দাদা।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৫

রাফা বলেছেন: এখন বলেন আপনি কি চান ? যা চাইবেন তার জন্য কাজ করতে হবে আপনাকে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬

সূচরিতা সেন বলেছেন: আপনাদের মাটি আপনেরাই ভালো বুঝেন রাফা দা। তাছাড়াও এই মাটির মালিক শুধু আপনেরাইতো একা আর কোনো ভাগি শরীক
নাইতো। সুতরাং আপনেরাই ভালো বুঝবেন দেশকে কি ভাবে সামনের দিকে টেণে নেয়া যায় ।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: দুই নাম্বারের উত্তরে অনেক ভালো লাগা রইলো। চমৎকার বলেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিদি। সবাই যে যে যার মত করে নিজের দলকে ভালোবাসতে পারে এটাই স্বাভাবিক কিন্ত চাঁদ কাক্কু
একদম একপেশি অন্ধ ভালোবাসেন তার দলকে তাই তার দলের অপকর্মগুলো তার চোখে পরছে না। শুনেছিলাম অনেক আগেই তার চোখে ছানি পরেছে হয়ত এখনো সে ছানি কাটেনি ।অনেক ধন্যবাদ দিদি আশা করি এভাবে সব সময় আপনাদের পাশে পাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.