নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

নারীদের ধর্ষণ বা নির্যাতনকারীকে বিধাতা কখনো ক্ষমা করেন না

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫


নারীদের ধর্ষণ বা নির্যাতনকারীকে বিধাতা কখনো ক্ষমা করেন না তার প্রমান অনেক ক্ষেত্রেই মিলে । যেমন ৭১এর মুক্তিযুদ্ধের কথা ভাবলেই আমরা অনেক কিছু ক্লিয়ার হতে পারবো।এখনো এই আধুণা যুগে পৃথিবীর অনেক দেশ আছে যে সকল দেশে বছরের পর বছর
চলছে যুদ্ধ থেকে মহা যুদ্ধ কিন্তু স্বাধীনতা হয়না,অথচ আমাদের দেশ মাত্র ৯ মাস যুদ্ধে স্বাধীনতার বিজয় লাভ করেছিল। সবই আমাদের
হাজার হাজার মা,বোনদের উপরে নির্যাতন বা ত্যাগের বিনিময় অভিশপ্ত হওয়ার জন্যই ঈশ্বরের কৃপায় সম্ভব হয়েছিল।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নারী আর শিশু নির্যাতন বিধাতা
বরদাসত করেন না। তাইতো
পাকিদের পরাজিত হয়ে ছিলো।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


সমাজ যদি সমস্যায় জর্জরিত হয়ে যায়, মানুষ তখন সুখের মুখ দেখে না; মানুষ ভয়ংকর ভয়ংকর কাজ করে, নিজে মরে, অন্যকে ক্ষতিগ্রস্ত করে; বাংগালীরা সুখী নন; অনেকের স্ত্রীও সুখী নন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৭

নাইম রাজ বলেছেন: সহমত। সৃষ্টিকর্তা এসব অন্যায়কারীদের কঠিন সাজা দেন যেন।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৭

বলেছেন: সহমত --


আবার তোরা মানুষ হ --

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

রাজীব নুর বলেছেন: বিধাতা পরের ব্যাপার। মৃত্যুর পর বিধাতা কি করবেন সেটা নিয়ে আমি ভাবি না।
আমি চাই তাদের মৃত্যুর আগেই শাস্তি হোক।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

বাংলার মেলা বলেছেন: কাশ্মীর ও মিন্দানাওয়েও তো কত নারী নির্যাতনের শিকার হয়েছে - এদের ব্যাপারে বিধাতার ডিসিশন কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.