নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

ওগো তুমি মোর বিদ্বান আমি যে তোমারি বিদুষী,

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮


তুমি সখা যার সনে আছো পরে প্রান্ত বনে
আমি সখা সে আছি তোমার অন্তগহীনে ।
শয়নে স্বপ্নে
আছো তুমি যে শুধু মোর ধ্যানে ।
তুমি মোর অন্ত পতি
পথ চেয়ে কেঁদে মরি আমি তোমারি সতি ।

ওগো তুমি মোর বিদ্বান
আমি যে তোমারি বিদুষী,
ওগো তুমি যে জীবন ভ্রমন সাথী
সেই পথ চেয়ে আছি বসে তোমারই বাদী
এবার আসিলে
জীবনতরে রাখিব তোমারে যে বাধী ।

তুমি যে মোর রঙমহলের সম্রাট
আমি যে তোমার সম্রাজ্ঞী ।
ভোর দুপুর রাতে
দেখে তোমায় শুধু করিয়া বন্ধ মোর দুটি আঁখি।

মনের অজান্তে লুকোচুরি খেলে হাজারো কবিতা,
লেখে ভরে ফেলেছি স্মৃতির ডাইরি পাতা,
কতশত স্বপ্নচূররা খেলছে আঁচল ভিড়ে
তবুও কি যেন রয়েছে মোর শূণ্যতা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়ের সকল আকুলতা পূর্ণতায় ভরে উঠুক :)

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ ভৃণ্ড দাদা । :)

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

আরোহী আশা বলেছেন: অনেক সুন্দর কবিতা

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ আরোহী দাদা।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার সম্রাট তো সফল। এতো সুন্দর কবিতা লেখেছেন যে উনি সত্যি সৌভাগ্যবান।

কবিতায় প্লাস+++

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

সূচরিতা সেন বলেছেন: সৈয়দ দাদা, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মন্তব্যে অনুপেরিত করার জন্য।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: কবিতা দারুন হয়েছে।
দশে সাত দিলাম।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

সূচরিতা সেন বলেছেন: ওভাবে বলে লজ্জায় ফেলবেন না রাজীব দাদা। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন দাদা।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.