নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

ভোরের সংসার

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩


প্রতিদিন ভোরের ঘুম ভাঙে,
শিশির ভেজা হেমলীর মাঠের ডাকে !
দেখে সবুজের মাঠ,
বুকে মায়া ভরা ছবি আকে।

আনমনা শান্ত মনে,
গভীর হৃদয়ের বনে,সূর্যের দেখা মেলে !
মনে হয়,
রোদ, কুয়াশা লুকোচুরি খেলে ।

দেখে শিশির আর সবুজের সঙ্গ !
নিয়তির ভিজে যায় আনন্দে তার মনের অঙ্গ ।

আরো আনন্দে ভরে উঠে,মনের নিস্তেজ অঙ্গ !
এটাই হয়ত প্রকূতির আবহমান সঙ্গ ।
একদিকে পাখীর কলরব,অন্যধারে ভোরের রোদ কুয়াশা আনন্দে ঝড়ে অহংকার !
একেই বুঝি বলে নিয়তি,ভোরের সংসার।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

হাবিব বলেছেন: খুব সুন্দর কবিতা++

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ হাবিব দাদা । আপনাদের থেকে কিছু লেখার জাদুময় অংশ আমাদের মত নবীনদের দিকে আশিবাদ শুরুপ ছুঁড়ে মেরেন ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নুর দাদা।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ভালো লেগেছে

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ।শুভকামনা জানবেন।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৬

বলেছেন: ভোরে ঘুম --
মায়াভরা একসাথে হবে ---

++


শুভ কামনা

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ ল দা।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৭

মামুন ইসলাম বলেছেন: সকালবেলা চমৎকার ভোরময় কাব্য পড়ে ভালো লাগল।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ মামুন দা।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

নাইম রাজ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ভোরের সংসারে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২

সূচরিতা সেন বলেছেন: অনেক কৃতার্থ নাইম দা।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

সাইন বোর্ড বলেছেন: নির্মল কথামালা, ভাল লেগেছে ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ভালো লাগল কবিতা।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অসাধারন কবিতায় সত্যিই ভোরের ছোঁয়া লেগে আছে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.