নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

সর্বদা মঙ্গল স্বরণ

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০


অক্লান্ত স্নেহ লালন পালন,
সোহাগে মধুর দোলন !

জগতের মহামানষীরূপ,
জ্ঞান ধ্যানে খুব,
ঋণশোধ নয় তত,
বিধির বিধানে বাঁধা জগৎ !
আদের্শ সততায়, আর জ্ঞাণে মানে,
সর্বপুরী শিক্ষায় আর দীক্ষায়,
তবু না প্রাপ্তি দক্ষিনায়।

সর্বদা মঙ্গল স্বরণ,
পিত্ত মত্তের রক্ত সম্পদের বড় ধন।

সাগরের জল না হয় ততটা,
আছে বুক পিঞ্জরে যত মমতা ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: রক্ত সম্পদের বড় ধন ! সর্বদা মঙ্গল স্মরণ ! কবিতায় প্লাস


শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

সূচরিতা সেন বলেছেন: অনেক কৃতার্থ পদাতিক দা।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ঘুম নাই চোখে। আমিএ একের পর এক গান শুনে যাচ্ছি।
এখন বাজছে এই গানটা।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

সূচরিতা সেন বলেছেন: কৃতার্থ রাজীব দা। বৌদি ভালো আছে ?

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৭

বলেছেন: দারুণ হয়েছে তো ++

রাজীব ভাই গান শুনে আপনি কি গান গাইতে পারেন।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ ল দা। আশির্বাদ কইরেন দাদা।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



আদি বাংলায় কবিতা, ভালো লাগলো।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ কাকু। আপনার কাছে ভালো মানে আমি পাশ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৪

মুক্তা নীল বলেছেন: দিনের শেষে সন্ধ্যা ভারী আকাশজুড়ে মেঘ
শীতল সমিরণে মিশে আবেগ...। হুম রক্তের টান
শুভেচ্ছা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

সূচরিতা সেন বলেছেন: শুভ কামনা।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দিদি।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতায় প্লাস থাকল।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসাধারন আপু ।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর :)

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দিদি । :)

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি দিদি নই..... #:-S
দাদা বলতে পারেন :)

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

সূচরিতা সেন বলেছেন: ওআচ্ছা দাদা ঠিকআছে । দাদা এরপর থেকে দাদা বলেই ডাকবো।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

বিজন রয় বলেছেন: শিরোনামে স্বরণ বানাটি ঠিক করে দিন।

ভাল আছেন আপনি?

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১

সূচরিতা সেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজন দা। হ্যা ভালো আছি ।আপনিও আশা করি ভালোই আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.