নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

পতি মরণ পতি বরণ বউ

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯


পতি বরণ
প্রথমা সন্ধারজনী,
প্রথমা দর্শনী !
মনের ভাব লীলা প্রকাশ,
চোখে চোখ ইন্দনী,
ইশারা ইঙ্গিতে,
নানান ঢং ভঙ্গিতে !
নিলাম লজ্জা,
আগমন নব নিয়ম কানুন,
হয়ে যায় সম্পদ হনন !

স্পষ্ট জীবনের পদর্পন,
পূণ্যমাত্রা অন্তগহীন ধোয়াশা নিয়মের বাধন।

পতি মরণ বউ,
দুঃখের অবষ্টিত কেউ !
কাড়িয়া নাকের নোলক,
খুলিয়া রাঙা চরণ,
নেয় করিয়া সন্ধা মেঘ বরণ।
সমাপ্ত ইতিটাণ পোড়া,
হলো সর্বপুরী হৃদয় রক্ত ক্ষরণ।

ছবির ক্রেডিত গুগল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: দুই একটা বানান ঠিক করে নিন।
লেখার সম্পয় তাড়াহুড়া করবেন না।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

সূচরিতা সেন বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় রাজীব দা।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

সূচরিতা সেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.