নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

হয়নি কবিতা

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০


অন্যরকম ভালো লাগা,
মন স্রোতের ডোরা কাটা
শূণ্য খাতায় !
ভরেছে শত শত কবিতায়,
গদ্য আর পদ্ম পাতায়।
তোরা কে কে যাবি দেখিতে
নীল আলোয়,
কেমন দোলায় ?
চিলে ঘুড়ি মিলন মেলায়।

শুরুর পথে দেখে মুগ্ধ আমি।
হয়েছে সুন্দর দেখেছি দাঁড়িয়ে ছিলে যে কবিতা পাঠে তুমি ।
খুব দ্রুতগতিতে চলছিল,
সেই দিন বিকেলে।
যেন পথের মাঝে আকাশ থেকে,
চন্দ্র নিজে জমিনে পা রাখিল ।
পাতায় পাতায় ডালের গোরায়
যেন ফুফিয়ে উঠেছিল,ফুলের থোরায় থোরায় ।
ঝাঁকে ঝাঁকে একে বেকে,তাজা পাখিগুলো বাসায় ফিরছিল,
কি জানি কি হলো ? হঠাৎ পাখিগুলো আকাশ থেকে জমিনে নেমে এলো ।
কিছু দিলাম
খেয়ে তারা আবার আকাশ পনে চলে গেল ।
কবিতা পাঠ্য ভূমি,
যে নৃত্যনতুন হয়েছো আমার তুমি।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো কথামালা

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৪

সূচরিতা সেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। নতুন হাতের লেখা আপনার কাছে ভালো লেগেছে জেনে মন খুশিতে ভরে উঠল।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৫

সূচরিতা সেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি দাদা।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫০

শিখা রহমান বলেছেন: সুন্দর শব্দমালা ভালো লাগলো। ঝর্ণার কলতানের মতো প্রবাহমান কবিতাটা।

শুভকামনা কবি।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

সূচরিতা সেন বলেছেন: কি যে বলেন দিদি । এভাবে বলে আমায় লজ্জা দিবেন না দিদি।আমার একজন নতুন লেখিকার লেখা যে আপনাদের কাছে ভালো লাগছে এটাই আমার জন্য পরম পাওয়া। আশিবাদ করবেন দিদি।শুভকামনা থাকলো।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:

অনেক অনুভবতা

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় চাঁদ কাক্কু।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেও রাজীব দা।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেও দাদা।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: কবিতা হয়েছে তো

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেও হাবিব দাদা।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর কথামালা। শিখাপুর কথায়," কলতানের মত প্রবাহমান "। ++
তৃতীয় লাইনে শৃণ্য খাতায় ! ' মানেটি ঠিক পরিষ্কার হলনা। জানিনা ওটা শূন্য খাতায় ! বলতে চেয়েছিলেন কিনা।

শুভকামনা জানবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেও প্রিয় পদাতিক দা। ঠিক করে দিয়েছি দাদা।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

নাইম রাজ বলেছেন: দারুন হয়েছে দিদি।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেও নাইম দা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.