নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের কৃপা

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭


হ্যাঁ আছি ভালো,
থাকবো যতদিন ঈশ্বরের কৃপায় আছে শত শত আলো ।
পথে পরে থাকা একটা দানাও নড়ে না ,
ঈশ্বরের কৃপা ছাড়া !
দেহ মাত্র কেবল তাতেই মোরা সব,
আসল মালিক তিনিই যিনি হলেন বিশ্বরব।
ঈশ্বর হলেন জাগতিক ক্ষমতার সর্ব অধিকারী !
তিনি সব দেখেন, সব বুঝেন,
রাখেনও খবর,
কারো নাই মুক্তি,
অবিরাম সবকিছুতেই তার দৃষ্টি
তিনিই করছেন রহস্যে ঘেরা এই দুনিয়া সৃষ্টি।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! কি সুন্দরভাবে চিরসত্য কথাগুলো ফুটিয়ে তুলেছেন কবি!
মুগ্ধতা জানিয়ে গেলাম কবিতার কথামালায়

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

সূচরিতা সেন বলেছেন: আপনাদের কাছে ভালো লাগা মানেই লেখার সার্থক। অনেক ধন্যবাদ প্রিয় কবি নয়ন দা।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কাব্য ও কথায় শাশ্বত বাণী।
তৃতীয় লাইনে একটি ' দানাও নড়ে না ' হবে কিনা ভাবতে বলবো।

শুভকামনা ও ভালোবাসা রইল।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় পদাতিক দাদা। ভুলগুলো সংশোধন করে দিয়েছি।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় রাজীব দা।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

সূচরিতা সেন বলেছেন: অসংখ ধন্যবাদ শ্রদ্ধেও মামুন দা।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৪

বলেছেন: হ্যা< হ্যাঁ
জিনি < যিনি
লরে --নড়ে
বিশ্বা রব < বিশ্বরব।



শুভ কামনা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেও প্রিয় কবি ল দা। ভুলগুলো সংশোধন করেছি।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪

অস্বাধীন নাগরিক বলেছেন: বেশ লাগল কাব্য ।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
৩য় লাইনে এসে মনে হল আপনার বাড়ি সিলেট। জানি না, "নড়ে" কে "লরে" আর কোন আঞ্চলিক ভাষায় বলে!।

আপনার নামের প্রতি একধরণের ইয়ে কাজ করে!
মনে হয়, বনলতা সেনের কোন এক আত্মীয়!
অনেক অনেক শুভকামনা আপনার জন্য!

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ। এভাবে বলে আর আমায় লজ্জা দিবেন না তাইজুল দা।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর লিখেন আপনি।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.