নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

শব্দের ভাব

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫


হস্তক্ষেপ আর হস্তক্রিয়া,
একই কথা
যেমন দুঃখ আর ব্যাথা
তেমন প্রেমিকা আর প্রিয়া !

স্বপ্নে মন চুরি করা
আর স্বপ্নচোরা,
মেঘের উপর আকাশ
আর মহাকাশ!

মনে জমে থাকা কথা বলা
আর ভাব প্রকাশ,
গায়ের রঙ কালসে,ধলা,
সাদা আর কালা !
পথের পাশে নোংড়া
আর পরিত্যাক্ত ময়লা !

রাগ-অনুরাগ
মান- অভিমান,
মরণ-জীবন
মরে যাওয়া-বেঁচে থাকা।
ভরাটে-খালি
ভরে যাওয়া আর ফাঁকা থাকা !

হিরো-হিরোয়িনি
নায়ক-নয়িকা
কন্ঠ শিল্পী-শিল্পীকা
গায়ক-গায়িকা !

দিবা-দিন
রাত-রাতনিশিনী
দিবে-দিবা-দিবেনী,
নিবে-নিবেনি !

মুঠোর মাঝে-মুষ্টি বন্ধন,
শব্দ গড়া-শব্দ গঠন ।
কথা বলা,
কথা কওয়া,
কথা লেখা-লেখনী
গাঁথা-গাঁথুনি।
শব্দ সুর
কথার বুলি
রঙের কলম
রঙ তুলি।
শব্দের আচড়,
শব্দের আঘাত।

ভেঙ্গে দেয়া -ভেঙ্গে ফেলা
ঢেলে দেয়া- ছড়িয়ে নেয়া ।
জড়িয়ে নেয়া-জড়িয়ে রাখা,
ছেড়ে দেয়া-সম্পর্ক থেকে ছিটকে যাওয়া।

জোরা লাগানো-জুরে দেয়া,
আপন করা-কাছে টেণে নেয়া।
শেখানো - শিখিয়ে নেয়া
বুঝানো-বুঝিয়ে দেয়া ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অন্য রকম স্বাদ পেলাম এই সকালে। ভালো লাগা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

সূচরিতা সেন বলেছেন: শুভ সকাল দাদা।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনন্য।।শুভকামনা।।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা। শু-প্রভাত।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

সিগন্যাস বলেছেন: হিরো-হিরোয়িনি
নায়ক-নয়িকা
কন্ঠ শিল্পী-শিল্পীকা
গায়ক-গায়িকা !


লিঙ্গ রুপান্তর করছেন নাকি? বাংলা দ্বিতীয় পত্রে এই বিষয়ে একটা অধ্যায় আছে

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

সূচরিতা সেন বলেছেন: দাদা কবিতা আর ছঁন্দে
দিদ্বা আর দন্ডে
সব মিলেই কোন না কোন অধ্যায় থেকে যায়। শুভ সকাল।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপন করা-কাছে টেণে নেয়া।
শেখানো - শিখিয়ে নেয়া
বুঝানো-বুঝিয়ে দেয়া ।

.................................................................
জীবনের টানে, ভালোবাসার প্রানে
এসবের জ্ঞানে খেলা চলে
প্রতি দিন মন হতে মনান্তরে !

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১

সূচরিতা সেন বলেছেন: আপনার কবিতার লাইনগুলো বেশ চমক । ভালো লাগল শঙ্খ দাদা।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

রঞ্জন রয় বলেছেন: শব্দের বাহারি। ভিন্ন স্বাদে গন্ধ ছড়ালো।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

সূচরিতা সেন বলেছেন: শুভেচ্ছা । শুভ সকাল।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

তারেক ফাহিম বলেছেন: সমর্থক শব্দগুলো একসাথে

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ফাহিম দা। শুভ কামনা থাকল আপনার জন্য।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগের খেলা।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ রাজীব দা।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চরম কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ হাসু দা।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

ব্লগ মাস্টার বলেছেন: আহা দিদি আপনার আবেগ কবিতা হয়ে ফুটে উঠছে ভালো লাগছে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ মাষ্টার দা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.