নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

..কবিতা খোলস..

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬


চোখে জাদু
মুখে মধু,
অন্তরে জমা দুঃখ দেওয়ার অশ্রু,
যা বেদনার সঙ্গী শুধু।

ঠোঁটে বলিয়া কথা হাসায়,
ভিতরে কষ্টের বোজা যা শুধু কাঁদায় !
উপরে ভালোর খোলস,
ভিতরে মন্দের লালস ।

দেখতে মায়াবী,--শুনতে মিষ্টি,,
দেখিয়া শরৎ এর মাঝে,
আষাঢ়ের বৃষ্টি !

কি অপরূপ ঢোলার দৃষ্টি,
কথার মাঝেও লোভ সৃষ্টি !
হায়রে অন্তরার মাঝে
কথার ছঁন্দে,
একি দেখি ?
সব যে লুকিয়ে থাকা,
জমানো নিয়তী ।

ছবিঃ গুগোল।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি সেলিম দা। শুভরাত্রী।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

হাবিব বলেছেন: সকল স্থানে মধু ছড়িয়ে পড়ুক.............

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেও হাবিব দা।আশিবাদ করবেন দাদা।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯

সুদীপ কুমার বলেছেন: সুন্দর।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ সুদীপ দা।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫০

সৈয়দ মেহবুব রহমান বলেছেন: পেইন্টিং থেকে নজর ফেরাতে পারছিনা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩১

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন।

ধন্যবাদ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০

সিগন্যাস বলেছেন: রাজিব ভাইয়ের সাথে সহমত

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: মনরঞ্জন কবিতা বেশ পাঠ সমৃদ্ধ।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হোলাম । :)

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর কবিতা। সুপাঠ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.