নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

বিদায়ের সুখ

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৯


তুমি করেছো আমার মৃত্যু কাম্য,
আমি তোমার দীর্ঘ আয়ু,
তুমি যে আমার অতি প্রিয় !
শত কষ্টেও তোমার আশির্বাদ মৃত্যু আমার শ্রেয়।

কষ্ট হবেনা আমার মৃত্যু যন্ত্রণায়,
থাকো যদি পাশে !
দেখবো যখন,মৃত্যুর কোলে,
দুলে পরার পরে,
তোমার আঁখী অশ্রু পিঁছু ডাকছে আমায় ।

কি বা বাহবা দিবো তোমায় ?
ধন্য তোমার চাওয়া !
ধন্য তোমার পাওয়া !
তাইতো তোমার কাছে আসা,
আবার ফিরেও চলে যাওয়া ।
বিদায় প্রিয়,
থেকো ভালো ।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: বিদায়ের বেদনা মথিত কবিতা!

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি খায়রুল দাদা।আপনাদের সুন্দর কমেন্টগুলোই আমার লেখার অনুপেরনা।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি সেলিম দাদা । আশা করি পরিবার বর্গ সকলেই ভালো আছেন।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২০

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় নার্গিস দিদি ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুন্দর পৃথিবীতে আমরা থাকতে চাই আন্দোলিত সর্বদা। আর তাই যার শেষ(বিদায়) হয় যত সুন্দর, তৃপ্তির যত স্বাদময়তা থাকে বিদায়ে সেটাই হয় পূর্ণতা।

কবিতায় প্লাস+++..

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪১

সূচরিতা সেন বলেছেন: আপনার সুন্দর কমেন্টে অনেক প্রিতী হোলাম সৈয়দ তাজুল ইসলাম দাদা । অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৯

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সৈয়দ দা।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৮

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ রাজীব দাদা।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন :)

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩০

সূচরিতা সেন বলেছেন: শুভকামনা হাসু দা।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


১ম লাইনটির গঠন ঠিক বিশুদ্ধ বাংলা হয়নি, মনে হয়।

শেষ বিদায়টি কল্পনা মাত্র, উহাতে কি সুখ আছে, নাকি দু:খ আছে বলা কঠিন।

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ কাকা পর থেকে বিশুদ্ধ বাংলা লেখার চেস্টা করবো।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩২

সূচরিতা সেন বলেছেন: শুভকামনা ইসিয়াক দা।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: যে যাই বলুক লেখাটা আপনার ভালো হয়েছে ।

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩২

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.