নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

কবিতা পাপত্মা

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২


কি যে হলো আজ ?
চলে গেল সময় বৃথা !
দেখিতে দেখিতে সময় শেষের তরে,
শত শত দিন পূর্বে করা যত কাজ,
সামনে এসে উপস্থিত আজ ।

হস্তের দোষ গুণ করা ভুল,
যেন ক্ষণিকে জেগে ওঠা,পাপিষ্ঠ ফুল !

মুখের কথা,
আজ যেন কানে এসে দিচ্ছে ব্যাথা ।

চোখের দেখা,
আহা! কি নির্বোধ ছিলাম,
ছিল কত স্বজন !
আজ যে আমি বড় একা ।

কত কত প্রলোভনের মোহে পরে,
করেছি নিজের সাথে পতরণা !
জমানো ছিল যত লোভলালসা,
আজ সবই সামনে দাঁড়ানো,
নেই লুকনোর কিছুই হারহামেছা।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালী ছেলেমেয়েদের ভালোবাসার জীবন কষ্টকর?

২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জমানো ছিল যত লোভলালসা,
আজ সবই সামনে দাঁড়ানো,
নেই লুকনোর কিছুই হারহামেছা।

..........................................................
লোভলালসার প্রতারনায় ভালোবাসা পালায়ে বেড়ায়

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

আসোয়াদ লোদি বলেছেন: আত্মোপলব্ধির শব্দ-সম্ভারের অনবদ্য ব্যঞ্জনা।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
সহজ সরল ভাষা। দারুন আবেগময়।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আবেগের চমৎকার প্রকাশ পেয়েছে কবিতায়। ++

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: মন ছঁুয়েছে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

নার্গিস জামান বলেছেন: আপু, খুব খুব সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.