নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

মন নগর

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০


মনের নগ'রে আছে শুধু জানজট,
খুঁজে পায়না সে কোনো ক্লিয়ার পথ !
যে পথে হাতবে কিংবা গন্তব্যে পৌঁছাবে,
তাইতো মন অস্থির,হয়ত একটা সময় দিক ছেঁড়ে অন্য পথে ছুঁটবে।

আজ মানবিক বিপর্যয়,
কেউ কি রাখে সে খবর ?
সবাই যার যার ইয়াত্তা,
সবাই যেন হেসে খেলে দিচ্ছে,দুর্নীতিকেই পাত্তা ।

আজকের নিশিযাপন এক চিত্র,
যে শত্রু সে হলো মিত্র,
আহারে ভূবন ভুলা,
আগে ছিল গাছ ,
এখন কাপড়ই তুলা ।

আজ কি এমন হলো ?
কেনই বা আবোল তাবোল ভাবছি ?
কেনই বা ভুল পথে হেটে বেরাছি ?
কেনই বা চোখের জল শুধু শুধু ফেলছি !

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


মননগরে যানজট? মনে হয়, এটা ভয়ংকর সমস্যা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সূচরিতা সেন বলেছেন: এই সমস্যার শেষ কোথায় কাকু ?

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যুগের পরিবর্তনে মানুষের অনেক পরিবর্তন হয়েছে।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন নগরে ট্রাফিক সিস্টেম চালু করা দরকার !!

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮

আসোয়াদ লোদি বলেছেন: মনের যানঝট দূর করার জন্য জল-হাওয়া পরিবর্তন দরকার।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০১

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি খুব ভালো কবিতা লিখেন দিদি।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৮

হাবিব বলেছেন: চোখের জলে ভাসিয়ে দেন কষ্টগুলো

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো দিদি ভালো । :)

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৭

নার্গিস জামান বলেছেন: আপু, খুব সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.