নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

সাক্ষী তোমার আমার স্মৃতি

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৪


কি দেইনি তোমায়,বলতে পারো কি ?
যা চেয়েছো তুমি সবই দিয়েছি, কিছু নেই বাকি !
মন জুরে শুধু তুমি
সারাক্ষন শুধু তোমায় নিয়ে ভাবি ।

তুমি আছো সুখে,
শুধু আমি রয়ে গেলাম জনম দুখি ।
কি ছিলনা আমার রুপ যৌবন ?
যে কারনে ছিটকে চলে গেলে পেয়ে নতুন কোনো মৌবন ।

বছর দশ হল তুমি নেই পাশে,
তাই আমিও মরে আছি বেঁচে ! তোমার স্মৃতিগুলো ধরে,
আর এর থাকবে সাক্ষী হয়ে,
স্মৃতিগুলো আমি যাবো যখন মরে ।



মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: দুঃখ থেকেই কবিতার জন্ম হয়।
ভালোলাগা রইলো। ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩

সূচরিতা সেন বলেছেন: জি দাদা ঠিকই বলেছেন ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:১৪

জগতারন বলেছেন:
উঃহ !
কী কষ্ট !!
ভালো থাকুন কবি, প্রার্থনা করি।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: স্মৃতিরাই বিরমবল চমৎকার কবি দিদি

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত। প্রানবন্ত।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সহজ সরল ভাষায় আপনি খুব সুন্দর কবিতা লিখেন । ভালো লাগে ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি ভাল লেগেছে। + +
এক জীবনে মানুষকে অনেক কষ্ট পেতে হয়,
তবুও, জীবনের কোন কষ্টই চিরস্থায়ী নয়।
বহতা নদীর মত জীবন বয়ে চলে যায়,
স্মৃতির সম্ভার নিয়ে মানুষ তীরে পড়ে রয়।

'জনমদাসী' নিকটি কি আপনার ছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.