![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
কি দেইনি তোমায়,বলতে পারো কি ?
যা চেয়েছো তুমি সবই দিয়েছি, কিছু নেই বাকি !
মন জুরে শুধু তুমি
সারাক্ষন শুধু তোমায় নিয়ে ভাবি ।
তুমি আছো সুখে,
শুধু আমি রয়ে গেলাম জনম দুখি ।
কি ছিলনা আমার রুপ যৌবন ?
যে কারনে ছিটকে চলে গেলে পেয়ে নতুন কোনো মৌবন ।
বছর দশ হল তুমি নেই পাশে,
তাই আমিও মরে আছি বেঁচে ! তোমার স্মৃতিগুলো ধরে,
আর এর থাকবে সাক্ষী হয়ে,
স্মৃতিগুলো আমি যাবো যখন মরে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩
সূচরিতা সেন বলেছেন: জি দাদা ঠিকই বলেছেন ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:১৪
জগতারন বলেছেন:
উঃহ !
কী কষ্ট !!
ভালো থাকুন কবি, প্রার্থনা করি।
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৮
সূচরিতা সেন বলেছেন: অনেক দিন পর প্রায় ৬বছর ।ধন্যবাদ দাদা।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: স্মৃতিরাই বিরমবল চমৎকার কবি দিদি
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৯
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত। প্রানবন্ত।
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫০
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব দাদা।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সহজ সরল ভাষায় আপনি খুব সুন্দর কবিতা লিখেন । ভালো লাগে ।
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫০
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি ভাল লেগেছে। + +
এক জীবনে মানুষকে অনেক কষ্ট পেতে হয়,
তবুও, জীবনের কোন কষ্টই চিরস্থায়ী নয়।
বহতা নদীর মত জীবন বয়ে চলে যায়,
স্মৃতির সম্ভার নিয়ে মানুষ তীরে পড়ে রয়।
'জনমদাসী' নিকটি কি আপনার ছিল?
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫২
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
না আমার এই একটাই নিক।
৭| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৭
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনাকে ব্লগে দেখছি।
কেমন আছেন?
নতুন পোস্ট দিন।
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৫
সূচরিতা সেন বলেছেন: জী দাদা প্রায় ৬ বঃ ।আপনাদের র্আশিাদ আর ঈশ্বরের কৃপায় আছি । আপনি কেমন আছেন ?
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: দুঃখ থেকেই কবিতার জন্ম হয়।
ভালোলাগা রইলো।