নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

আসুন সুন্দর একটা ব্লগ পরিবেশ গড়ে তুলি

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯


ব্লগ লেখার আগে আমাদের জানা উচিত আসলে ব্লগ কি ?
ব্লগ মানে তথ্য সম্পূরণ ও গন সংযোগ সোসাল নেটওরাকিং প্লাটফরম । এখানে বিভিন্ন মর্তাদেশের,বিভিন্ন শ্রেণীর
পেশার বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করে থাকেন,হতে পারে সেটা আপনার পক্ষে হতে পারে আপনার বিপক্ষে ।
আমি শুরুতেই বলছি ব্লগ মতামত প্রকাশ সাইট।ধরে নিলাম একজন তার নিজর্স একটা মতামত প্রকাশ করলো,বাকি
ব্লগার যারা আছেন তারা পড়ে আবার তাদের নিজেদের মতামত দিবেন এতাই প্রকৃত নিয়ম।

কিন্ত এখানে হচ্ছে উল্তটা কেউ জামাত বি এন পি নিয়ে লিখলে তাকে ছাগু জামায়েত,রাজাকার,আলবদর,পাকিস্থানের জারজ সন্তান,
আগডুম বাগডুম নানান ধরনের ত্যাগ দেয়া হচ্ছে। অন্যদিকে একইভাবে সাবেক প্রধান মন্ত্রী বা আওয়ামিলিগ নিয়ে কেউ কিছু
লিখলে তাকে ইন্ডিয়ান মাল,বা ইন্ডিয়ান র য়ের এজেন্ট,আকাটাদের জন্ম,বা বংশধর,এরকম নানান ত্যাগ দেয়া হচ্ছে ।

আসলে আমরা কি কেউ কখনো ভেবে দেখেছি দিন শেষে আমরা একে অপরকে কাদা ছুড়াছুড়ি করতে গিয়ে শেষমেষ সেই কাদায়
কিন্তু আমরা নিজেরাই হাবুডুবু খাচ্ছি ।

আরে ভাই আমি হিন্দু হই বা মুসলিম হই,আপনি হিন্দু হন বা মুসলিম হন,আমি বিনপি জামায়েত বা অন্য যারই সাপো্ট করি,আপনিও
ঠিক যাই করুন না কেন দিন শেষে আপনার,আমার পরিচয় একটাই আপনি আমি বাঙ্গালি । আপনার আমার জন্মস্থান বাংলাদেশ ।

তাই আসুন এসব কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে আমরা আমাদের মানুষিক পরিচয় দেই এবং সমাজের একজন ভালো মানুষ হিসেবে গড়ে
তুলি ।

তাই আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে সুন্দর একটা ব্লগ পরিবেশ গড়ে তুলি ।




মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের চরিত্র সংশোধন না করলে
ব্লগের চেহারা পরিবর্তন করা যাবেনা ।

....................................................................
আমাদের চরিত্রর প্রতিফলন, ব্লগে দেখতে পাই ।
সেজন্য যে যে দল পসন্দ করেন তার পক্ষে লিখছেন
যদি কেউ প্রতিবাদ করেন তখন ক্ষেপে যান এবং ক্যাঁচাল তৈরী হয় ।
এক শ্রেণীর ব্লগার আছেন যাদের লেখার বা চিন্তার কোন যোগ্যতা নেই
তারা ব্লগে আছেন শুধুমাত্র গালিগালাজ,ব্যক্তি আক্রমন ছাড়া আর কিছুই পারেন না ।

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৫

সূচরিতা সেন বলেছেন: একদম সঠিক কথা বলছেন দাদু । আপনার সাথে আমি একমত। আমাদের মানষিকতা ভালোর দিকে আনতে হবে।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন:

উওম-সুচিত্রা জুটি আর আসবে না,
ব্লগের পরিবেশ ও ভালো হবে না।

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৭

সূচরিতা সেন বলেছেন: আমার মতে যারা ব্লগের রিচুয়াল মানবে না তাদের ব্লগিং করারো কোন অধিকার নাই।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৬

জ্যাক স্মিথ বলেছেন: মাত্র ১০/১৫ জন মানুষ এখন ব্লগিং করছে তাতেই যে অবস্থা যদি ১০/১৫ হাজার হতো তাহলে তো বিশ্বুযুদ্ধ লেগে যেতো।

ধীরে ধীরে হয়তো ব্লগটি বন্ধই হয়ে যাবে।

আমি আপনাকে নতুন ব্লগার মনে করছিলাম।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ব্লগে ক্যাচাল না থাকলে ব্লগ জমে?

৫| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৩

বাজ ৩ বলেছেন: ব্লগে ক্যচাল না থাকলে ব্লগ জমেনা।কিন্তু সীমা অতিক্রম করাটাই বিপদ

৬| ১১ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:৩৬

শ্রাবণধারা বলেছেন: আগে শিবিরের গেলমানেরা নিজের পরিচয় লুকিয়ে সুন্দরী মেয়েদের ছবি দিয়ে ফেসবুকে প্রোফাইল বানিয়ে মানুষকে নসিহত করার পোস্ট কপি পেস্ট করতো।

আমার কেন যেন মনে হয়, "সূচরিতা সেন" নিকের আড়ালে আপনিও এই গেলমানদের একজন!

৭| ১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৯

নতুন নকিব বলেছেন:



ব্লগের পরিবেশ অল্প কিছু দুষ্ট লোকের কারণেই দূষিত হয়। এদেরকে প্রতিহত করতে হবে।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১০

রাসেল বলেছেন: ব্লগকে দেশের দর্পণ বলা যেতে পারে।

যে দেশের জনগণ দলবাজিতে (রাজনৈতিক, এলাকা ভিত্তিক, কর্মস্থল) বিশ্বাসী, ধর্মের অপব্যাখ্যায় উৎসাহী; সেখানে অন্যায়, অবিচার, দুর্নীতি হওয়া স্বাভাবিক। সেখানে জেনেশুনেই অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে। অন্যায়কে অন্যায় বলা হবে না। ভালো উদ্যোগকে নিরুৎসাহিত করা হবে, অপব্যাখ্যা করা হবে। অবশ্যই, যা করা হয় ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে।

৯| ১১ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: নতুন নকিব বলেছেন: ব্লগের পরিবেশ অল্প কিছু দুষ্ট লোকের কারণেই দূষিত হয়। এদেরকে প্রতিহত করতে হবে।

নতুন নকিব সাহেব আপনি নিজেই দুষ্টলোক।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুর@আপনি ন্ কিব সাহেবকে নিয়ে উলটা পালটা মন্তব্য কেন করেন? তিনি আপনাদের জ্বালায় ব্লগে লিখে শান্তি পান না। ইসলামিক লেখা দিলেও সমস্যা আবার রাজনৈতিক লেখা দিলেও উনার সমস্যা আপনি খুজে বের করেন। তিনি ব্লগে কি করবেন তাহলে? ভজন সংগীত ? আওয়ামী লীগ কে নিয়ে তিনি লিখলেও সেগুলো খুবই সফট ভাষায় লিখেন। আপনার লেখাও তিনি পছন্দ করেন বলেই মনে হয়। কোনদিন আপনার পচা লেখায় গিয়েও তিনি কটু মন্তব্য করেন বলে দেখি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.