![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের মানুষগুলোর মত এই অসাধারণ অতি সাদাসিদে মানুষ বোধহয় আর কোনো দেশে নেই। তাই কোনো ঘটনা ঘটলে তারা এত বেশি আবেগে আপ্লুত হয় যে সে সম্পর্কে কেউ কিছু বললেই নির্দিধায় তা বিশ্বাস করে নেয়। ঘটনার পেছনেও যে কোনো গভির ঘটনা থাকতে পারে সে বিষয়টা তাদের এই অতি অসাধারণ মাথায় আসেই না।
এই যেমন ধরুন সম্পরতি সিলেটে আর একজন ব্লগারকে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটার পরপরই দেখা গেল দেশের অতি উচ্চমার্গীয় কিছু বুদ্ধির ফেরিওয়ালারা- কারা..? কেন..? কি হেতু..? অনন্ত বিজয়কে হত্যা করেছে সে বিষয়ে একেবারে চাক্ষুস প্রত্যক্ষ করার মত করে বাণী বন্দণা শুরু করেছেন।
সেইসাথে আমাদের স্বনামধন্য মিডিয়াগুলোও স্বপ্রণদিত হয়ে এবং স্বতস্ফুর্তভাবে হত্যার সম্ভাব্য কারণ কি হতে পারে..? কারা করতে পারে..? সে বিষয়ে মোটামুটি নিশ্চৎ চিত্বে মনের মাধুরি মিশিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এর আগে যে সব হত্যাকান্ডগুলো ঘটেছে তখনো তারা একই কাজ করতে দেখা গেছে।
ফলে যা হবার তাই হয়েছে..? আমাদের দেশের বিরোধী দল-মত নির্মূলে বিশেষ কৃতিত্বের অধিকারি সাহসী পুলিশ ভাইয়েরা দিনের পর দিন রাতের ঘুম হারাম করে তাদের আন্তরীক চেষ্টার সবটুকু ব্যায় করে সফলতা প্রমানস্বরূপ প্রথাগত নিয়মে প্রথমে জামায়াত-শিবিরের বিরুদ্ধে সব দোষ চাপাচ্ছে ও পরে নামে-বেনামের ও বাস্তবে আদও অস্তিত্ব আছে কি না এমন কিছু ভুইফোড় সংগঠনের তথাকথিত দুর্ধর্ষ কিলার-ক্যাডার মুজাহেদিনদের পাকড়াও করে জনগণের আইওয়াশ করে যাচ্ছে। পরবর্তীতে তদন্ত কার্যক্রম কোমায় পাঠিয়ে নিশ্চিন্তে রীতিস্বিদ্ধ বিরোধিদল নির্মূলের মহানপেশাগত দায়িত্ব সততা নিষ্ঠা ও সভলতার সাথে পালন করে যাচ্ছেন।
আর জনগণ যারা দেশের চতুর্থ শ্রেণীর নাগরিক তারা কিছুদিন বাসে, ট্রেনে, চায়ের দোকানে তাদের ক্ষোভ ঝেড়ে একটু হালকা হয়ে প্রস্তুতি নিচ্ছে পরবর্তী মিশনের সুটিংএর দৃশ্য দেখার জন্য । এখন দেখার অপেক্ষা পরবর্তী মিশনে কে..?
ফলে ঘটনা যা হবার তাই হচ্ছে......!!! রঙ্গে ভরা বঙ্গের দৃশ্য দেখে বোগল বাজাচ্ছে সুবিধাভোগিরা।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৫০
নিভৃত-ভাবুক বলেছেন: চিন্তার বিষয়। :-<