নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি

আগন্তুক মিত্র

কী আর করা যায়। লিখি একটু।

আগন্তুক মিত্র › বিস্তারিত পোস্টঃ

মু‌ভি রিভিউ: "রাজকাহিনি"

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

গত বৃহস্পতিবার সাউথসিটির আইনক্সে দেখে এলাম সৃজিত মুখার্জির 'রাজকাহিনি'। আইনক্সের গেট থেকে অডি ৩ অবধি পাতা রেড কার্পেটে শহরের কে পা দেন নি! সৃজিত স্বভাবতই সন্ধে থেকে বেশ টেনশনে।
আর কিছুক্ষন বাকি! স্মোকিং জোনে এক অভিনেতার কাছে শুনলাম, সকালে তিনি পরিচালককে এসএমএস করেছিলেন। ভাই এতো পুরো নাটকের ফার্স্ট শোএর মতো টেনশন হচ্ছে। রিপ্লাই এসেছিল, এনজয় করো।
ঘড়িতে প্রায় ৬টা ৩০! অডি ৩-এ আর জায়গা নেই, হল লাইটস মৃদু হয়েছে। জয়া এহসান ঢুকলেন। সৃজিত হাতে মাইক নিয়ে বললেন, অডি ৪-এ কিছুক্ষনের মধ্যেই শুরু হবে, ওখানে ভাল সিট পাবেন চলে যান। তারপর কেক কাটার আহ্বান। পার্টিশান! সৃজিত লাইন মেনেই কয়েকজন চলে গেলেন। শুরু হল 'রাজকাহিনি'। সৃজিত এবার চললেন রাডক্লিফ লাইন ধরে।


দেশ আর পার্টিশন
কিছুদিন আগে প্রেসিডেন্সিতে 'রাজকাহিনি'-র প্রায় সমস্ত কলাকুশলীগণ উপস্থিত ছিলেন, পার্টিশনে মহিলাদের ভুমিকা শীর্ষক সেমিনারে। কারণ, 'রাজকাহিনি' সেটাই দেখাবে। রাজা রাজরাদের কথা নয়, উলুখাগড়াদের কথা। কিন্তু বেগমজান কি কারণে দেশভাগ রুখতে চেয়েছিলেন? বাংলাকে ভালোবাসেন? ভারতকে ভালোবাসেন? না! নিজের ব্যবসার ক্ষতি হবে বলে। কিন্তু উলুখাগড়ারা কেন দেশের কথা আগে ভাববে? নিজের পেটের কথা আগে ভাববে। এখানে তাই হয়েছে। আর্থাৎ শুধু পার্টিশান কেন, কাঁটাতারের এফেক্ট ওদের ওপর না এলে। ওঁরা চুপই থাকতেন। অতএব এখানে দেশপ্রেম নেই। পার্টিশান শব্দ এনে মেলোড্রামাটিক করা হয়েছে।

পলিটিকাল (?)
মুসলিম লিগের প্রতিনিধি ছিল, কংগ্রেসের প্রতিনিধি ছিল। রাজনৈতিক সভা ছিল। তবুও সিনেমা পলিটিকাল নয়। এতে পলিটিকাল হয়ও না। এইপলিটিক্সেকে কোন কনফ্লিক্ট নেই। সময়ের সাথে আদর্শের কনফ্লিক্ট নেই।

তাহলে(?)
সিনেমা তখন শেষ। অডি ৩-এর বাইরে সৃজিত দাঁড়িয়ে। এক মহিলা এসে হাত ধরে বললেন, অসাধারণ! এটা নারীশক্তির সিনেমা।
সৃজিত কি তাই চেয়েছিলেন? জানি না! তবে এটাা তাই হয়েছে। তৎকালীন যুগে নারীদের ওপর অত্যাচারের কাহিনি বর্ণিত হয়েছে। আরো ভালো করে বলতে গেলে, একটি বিশেষ শ্রেনীর মহিলাদের ওপর অত্যাচারের কাহিনি ও তাঁদের রুখে দাঁড়ানোর প্রয়াস।

সিনেমাতে ফ্রেমে ছিলেন অনেকে, ডায়লগ ছিল কম লোকের মুখে। কিছু কিছু জায়গায় সৃজিত তাঁর দক্ষতা দেখিয়েছেন। ডায়ালগও বেশ ভালো। দশকের সেরা ডায়ালগ হতেই পারে, 'গল্প চাস? অনেক আছে দিয়ে দেবো। শুধু রাগ রাখ মনে।" (কোট আনকোট)

প্রত্যেককে দেখার অনুরোধ জানাই। তবে এটা দেশপ্রেমের সিনেমা নয়! 'পৃথিবীর সমস্ত উদ্বাস্তুদের জন্য'ও নয়।

**সব কথার আগে 'আমার মতে' শব্দটা রেখে দেবো। কারণ আমার সিনেমা বানানোর ক্ষমতা নেই।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আরে মশাই মুখিয়ে আছি সিনেমাটি দেখার জন্য। তবে এপারে তো আর থিয়েটারে রিলিজ হবে না। ডিভিডি কবে বের হবে তা জানেন আপনি?

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩

আগন্তুক মিত্র বলেছেন: সবে তো রিলিজ হল।

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

ক্যান্সারযোদ্ধা বলেছেন: প্লাস(+).

৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রিভিউ ভালো লাগলো। ধন্যবাদ।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হয় মুভিটি ভালই হবে।







ভালো থাকবেন নিরন্তর।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

সুমন কর বলেছেন: ভিন্ন রকম উপস্থাপনা। রিভিউ দারুণ হয়েছে।

মুভিটি সময় করে, অবশ্যই দেখবো।

পোস্টে +।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

আগন্তুক মিত্র বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.