নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি

আগন্তুক মিত্র

কী আর করা যায়। লিখি একটু।

আগন্তুক মিত্র › বিস্তারিত পোস্টঃ

বেকার

১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শেষ কবে এইরকম অলস দিন কাটিয়েছি মনে নেই। অলস দিন কাটানোর মধ্যে ভুল লোককে খুন করে ফেলার মতো অদ্ভুত কষ্ট আছে। খুন বলতে প্রাণনাশ নাও হতে পারে। ধরা যাক, আপনার যে সময়ে সিগারেট খেতে ইচ্ছে হয়, সেই সময় আপনাকে দই খেতে হল। তাহলে যে আপনাকে দই খেতে বাধ্য করল, সে কিন্তু আপনাকে একপ্রকার খুনই করল।
আমারও আজকে ঠিক সেইরকমই হয়েছে। এটা একটা স্ববিরোধীতার জায়গা। আমার সারটা দিন অনেক কিছু করার পরিকল্পনা ছিল। কিন্তু আমিই নিজেকে খুন করলাম। এখন মনে হচ্ছে ভুল লোককে খুন করলাম। এটা আবার সেই মগজ আর হৃদয়ের মধ্যে একটা দ্বন্দ্বের জায়গা। এই দ্বন্দ্ব থেকে নিজের কিছুতেই নিস্তার নেই। এ এক অভিনব টানাপোড়েন। এ এক ব্যক্তিগত টানাপোড়েন। আবার রাজনৈতিক টানাপোড়েনও।
আলস দিন কি মন খারাপের জন্যই জন্ম নেয়? আমি জানি না। ঠিক এই সময়ে বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবকিছুই কেমন ভাবে গুলিয়ে যায়। সুতোর এই গিঁট এমনই, যার কোথায় যে শেষ আর কোথায় শুরু অন্তত যে গিঁট বেঁধেছে সে তো জানে না। মানে আমি আমার কথাই বলছি।
এইসব লেখাগুলো আমার কাছে একটা এস্কেপ রুটের মতো। লেখা মানে নিজের সঙ্গে নিজে কথা বলা। নিজের সঙ্গে নিজে আলোচনা করা। আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌছনোর আপ্রাণ চেষ্টা।
আদপে কোথাওই পৌঁছনো গেল না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.